2014 ও 2016 সালে প্রতি কেজি চালের মূল্য ছিল যথাক্রমে 40 টাকা ও 50 টাকা এবং উক্ত সময়ে কোনো একটি পরিবারের মাস প্রতি ব্যবহৃত চালের পরিমাণ ছিল যথাক্রমে 46 কেজি এবং 50 কেজি।
উদ্দীপকের আলোকে সময় ও উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না-
i. ল্যাসপিয়ার্সের সূচক সংখ্যা
ii. প্যাসের সূচক সংখ্যা
iii. মার্শাল-এজওয়ার্থের সূচক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
আপনি যদি জন পরিসংখ্যান বা Statistics সম্পর্কিত আলোচনা করতে চান, তা এইচএসসি (Higher Secondary Certificate) পরিসংখ্যান বিষয়ের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মধ্যে বিভিন্ন ধারণা, সূত্র এবং তাদের ব্যবহার শিখানো হয়।
এখানে কিছু মূল বিষয় ও উপ-বিষয় দেয়া হল যা সাধারণত জন পরিসংখ্যান এর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকে:
এই বিষয়গুলোর আলোচনায় যে কোন একটি ধারণার গভীরে গিয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা সম্ভব, যা পরবর্তীতে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা যায়। আপনি যদি বিশেষ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চান, আমাকে জানাতে পারেন।