ত্রিকোণাকার মহাদেশ কোনটি ?

Created: 2 years ago | Updated: 8 months ago
Updated: 8 months ago

উত্তর আমেরিকা মহাদেশের অঞ্চল ভিত্তিক ৪৮টি স্বাধীন দেশ 

উত্তর আমেরিকা

৩ টি 

  • ১. মেক্সিকো 
  • ২. যুক্তরাষ্ট্র 
  • ৩. কানাডা 

 

মধ্য আমেরিকা

৭টি

  • ১.এল সালভেদর
  • ২. হন্ডুরাস
  • ৩. বেলিজ
  • ৪. গুয়েতেমালা
  • ৫. নিকারাগুয়া
  • ৬. কোস্টারিকা
  • ৭. পানামা

ক্যারিবিয়ান অঞ্চল

১৩ টি 

  • ১. বাহামা দ্বীপপুঞ্জ
  • ২. বার্বাডোস
  • ৩. কিউবা
  • ৪. ডোমিনিকা
  • ৫. ডোমিনিকা ন প্রজাতন্ত্র
  • ৬. গ্রানাডা
  • ৭. হাইতি
  • ৮. জ্যামাইকা
  • ৯. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
  • ১০. সেন্ট লুসিয়া
  • ১১. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রাসাডাইস
  • ১২. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
  • ১৩. অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা

 

উত্তর আমেরিকা মহাদেশের প্রাথমিক তথ্য

  • পানামা খাল খনন করে- যুক্তরাষ্ট্র।
  • পানামা খাল যুক্ত করেছে- প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে। 
  • যুক্তরাষ্ট্র পানামার কাছে পানামা খাল হস্তান্তর করে- ১৯৯৯ সালে।
  •  ম্যাপল পাতার দেশ বলা হয়- কানাডাকে।
  • ‘ইনকা সভ্যতা' ছিল- পেরুতে। 
  •  কিউবার ক্ষেপণাস্ত্র সংকট শুরু হয় - ১৯৬২ সালে।
  • পৃথিবীর চিনি উৎপাদনকারী প্রধান দেশ – কিউবা । 
  •  'মুক্তার দেশ" বলা হয়- কিউবাকে।
  • 'ক্যাম্প এক্সরে'- কিউবার গুয়েনতানামো বে ।
  •  'কোস্টারিকা' অর্থ - ধনী উপকূল।
  •  'মধ্য আমেরিকার সুইজারল্যান্ড' বলা হয়- কোস্টারিকাকে।
  •  মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য আলোচিত দেশ- কলম্বিয়া।
  •  'ফার্ক গেরিলা সংগঠনের দেশ - কলম্বিয়ার। 
  •  ল্যাটিন আমেরিকার বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্ম - আর্জেন্টিনাতে।
  •  দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ - ব্রাজিল ।
  •  বিশ্বের সবচেয়ে জনবহুল কৃষ্ণাঙ্গ দেশ- ভেনিজুয়েলা ।
  • 'ক্ষুদে ভেনিস' নামে পরিচিত- ভেনিজুয়েলা।
  •  'পশ্চিমের জিব্রাল্টার বলা হয়- কানাডাকে।
  •  ফরাসি ভাষাভাষীর লোক কানাডার কুইবেক অঞ্চলে সর্বাধিক।
  • বিশ্বের সবচেয়ে বড় সভ্যতার নাম- মায়া সভ্যতা। 
  • মায়া সভ্যতা গড়ে ওঠেছিল- মেক্সিকো তথা মধ্য আমেরিকায়।

 

Content added by
Promotion