রসায়ন

All Written Question - (1838)

হাইড্রোজেন বিকিরণ বর্ণালির পাঁচটি সারির নামঃ 

  1. লাইমেন 
  2. বামার 
  3. প্যশ্চেন 
  4. ব্র্যাকেট 
  5. ফুনড্
1 year ago

বোরের পরমাণু মডেলের অনেক সফলতা থাকলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে।

বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলি নিম্নরূপঃ

১. বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুসমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না।

২. বোরের পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির পরিপন্থী।

৩. এ মডেল ইলেকট্রনের কণা ধর্ম ব্যাখ্যা করতে পারলেও তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করতে পারে না।

৪. এক শক্তিস্তর হতে অপর শক্তিস্তরে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা। কিন্তু পরবর্তীতে গবেষণা করে দেখা গেছে প্রতিটি রেখা একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত। এর ব্যাখ্যা বোর মডেল দিতে পারেনা।

৫. বোরের পরমাণু মডেল হতে পরমাণুর ত্রিমাত্রিক কাঠামো সম্পর্কে কোন ধারণা পাওয়া যায় না।

বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সত্ত্বেও এ মডেল পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে। 

এজন্য বোর পরমাণু মডেল সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

1 year ago

তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চার দিকে গমন করবে এবং কমালে সম্মুখ দিকে গমন করবে

সাম্যবস্থায় চাপ বৃদ্ধি করা হলে সম্মুখ দিকে গমন করবে এবং হ্রাস করা হলে পশ্চাৎমুখী হবে

1 year ago

কোন বিক্রিয়ার সাম্য ধ্রুবক এবং বিক্রিয়ার হার ধ্রুবক উভয়েই তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়

 কিন্তু সাম্যাবস্থা ধ্রুবকের(K) উপর প্রভাবকের কোন প্রভাব নেই

1 year ago

অপসারণ বিক্রিয়া : অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইডের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া ।

1 year ago

তেল বা চর্বি সাধারণ সংকেত CH2-OOCR - CH-OOCR -CH2-OOCR

সাবানের সংকেত হলো C17H35COONa । এর রাসায়নিক নাম সোডিয়াম স্টিয়ারেট।

চর্বি ও তেলের মধ্যে পার্থক্যঃ

চর্বি ও তেলের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু মিল থাকলেও এদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে অমিল রয়েছে। নিচে চর্বি ও তেলের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে-

১। দীর্ঘ শিকল বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ট্রাই গ্লিসারাইড এস্টারকে তেল বলে। অন্যদিকে, দীর্ঘ শিকল বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বনের ট্রাই গ্লিসারাইড এস্টারকে চর্ব  বলে।

২। তেল এমন কোন বস্তু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। এটি পানির সাথে মেশে না; অথচ জৈব দ্রাবকের সাথে মিশে যায়। তেলে উচ্চমাত্রার কার্বন এবং হাইড্রোজেন রয়েছে। আর চর্বি বা প্রানীজ তেল হচ্ছে যা বিভিন্ন প্রানীর শরীর থেকে নেওয়া হয়।

৩। চর্বি হলো সম্পৃক্ত ফ্যাটি এসিড। অন্যদিকে, তেল হলো অসম্পৃক্ত ফ্যাটি এসিড।

৪। সাধারণ তাপমাত্রায় চর্বি কঠিন অবস্থায় থাকে। অন্যদিকে, সাধারণ তাপমাত্রায় তেল তরল অবস্থায় থাকে।

1 year ago

কেরোসিন অপরিশোধিত তেলের আংশিক পাতন হতে প্রাপ্ত

সয়াবিন তেল এক ধরনের উদ্ভিজ্জ তেল যা সয়াবিন হতে প্রাপ্ত

1 year ago

ক্যালরিমিটারের গৃহীত তাপ =(335×1.8) J=603 J=603 J 

দ্রবণের গৃহীত তাপ = msθ=(0.597×100×10-3×4184×1.8) J =449.61264 J

প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন তাপ = 1052.61264 J 

প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন H2O=0.5×501000 mole=0.025 mole

অতএব, প্রশমন তাপ =1052.612640.025 J mol-1 =42.104 kJ mol-1

1 year ago

বিকারকটি হলো NH4OH (অ্যামোনিয়া দ্রবণ)

Zn2+ (aq)+2NH4OH (aq)Zn(OH)2(s)+2NH4+ (aq) [সাদা]

Fe2+ (aq) +2NH4OH (aq)Fe(OH)2 (s)+2NH4+ (aq) [সবুজ]

Fe3+ (aq)+ 3NH4OH (aq)Fe(OH)3 (s)+ 3NH4+ (aq) [বাদামি]

Al3+ (aq) +3NH4OH (aq)Al(OH)3 (s) +3NH4+ (aq) [সাদা জেলির মতো ভাসমান] 

1 year ago