On This Page

ইতালি

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK

পঞ্চম শতাব্দীতে যখন রোমান সাম্রাজ্যের পতন ঘটে, তখন প্রদেশগুলো শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে পরে এবং সেগুলো দস্যু | কবলিত হয়ে পরার ফলে পৃথিবীর ইতিহাসে প্রথম সামন্ত প্রথার | সূত্রপাত ঘটে ইতালিতে। পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সামন্ত সমাজব্যবস্থা শক্তিশালী রূপ লাভ করে, পরবর্তীতে রেঁনেসার মধ্য দিয়ে সামন্ত প্রথার বিলুপ্তি ঘটে। সান মারিনো ও ভ্যাটিকান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালি অধিভুক্ত। ভ্যাটিকান সিটি, রোম শহরের সীমার মধ্যে একটি স্বাধীন দেশ, একটি শহরের মধ্যে একটি দেশের বিদ্যমান থাকার একমাত্র উদাহরণ এটি। এই কারণে রোমকে দুই রাষ্ট্রের রাজধানীও বলা হয়।

  • রাষ্ট্রীয় নামঃ Republic of Italy
  • রাজধানীঃ রোম
  • ভাষাঃ ইটালিয়ান
  • মুদ্রাঃ ইউরো

জেনে নিই

  • ল্যান্ড অব মার্বেল বলা হয়- ইতালিকে। ইতালির জাতীয় প্রতীক- শ্বেত পদ্ম।
  • ইতালির পো নদীর মোহনায় অবস্থিত- ভেনিস শহর ।
  • ইতালি প্রজাতন্ত্র হিসেবে গঠিত হয়- ১৯৪৬ সালে গণভোটের মাধ্যমে।
  • অপেরার প্রথম প্রচলন হয়- ইতালিতে।
  • ফ্যাসিবাদের প্রবক্তা বেনিত মুসোলিনী ছিলেন ইতালির প্রধানমন্ত্রী।
  • মুসোলিনীর রাজনৈতিক দলের নাম ছিল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি।
  • ভূমধ্যসাগরে অবস্থিত ইতালির বিখ্যাত দ্বীপ- সিসিলি, সার্ডিনিয়া ও কর্সিকা।
  • ইতালির ভেতরে রোমের পাশে ভ্যাটিকান সিটি ও স্যান ম্যারিনো নামে স্বাধীন রাষ্ট্র রয়েছে।
  • ইউরোপের বুট বলা হয়- ইতালিকে। ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র।
  • মানচিত্রে ইতালির আকৃতি অনেকটা বুট জুতোর মতো দেখায়।
  • ইউরোপে রেনেসাঁ আন্দোলনের সূত্রপাত হয়- ইতালিতে।
  • ইতালিতে রেনেসাঁ আন্দোলনের সূত্রপাত হয়- চতুর্দশ শতাব্দীতে ফ্লোরেন্স নগরীতে।
  • ইতালির চিত্রশিল্পী, ভাস্কর ও কবি মাইকেল অ্যাঞ্জেলোকে রেনেসাঁ মানব বলা হয়।
Content added By
রোম
রিয়াদ
কুয়ালালামপুর
কলম্বো
ইউরো
ফ্রাংক
ইতালিয়ানো
মার্ক
ডোমিনো

আরও দেখুন...

Promotion

Promotion