ইনকা সভ্যতা

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
3
  • ইনকা সভ্যতা গড়ে উঠেছিল- বর্তমান পেরুতে।
  • দক্ষিণ আমেরিকার সভ্যতাগুলোর সম্মিলিত নাম আন্দীয় সভ্যতা। 
  • দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ সভ্যতা-

ইনকা ও চিমু সভ্যতা

মুইজকা ও কারাল সভ্যতা

  • পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা
  •  ইনকা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন- মাচু পিচু ।
  • ইনকা সভ্যতার সময়কাল ছিল ১৪৩৮ থেকে ১৫৩৩ সাল পর্যন্ত।
  •  ইনকা সভ্যতার স্থপতি- রাজা মানকে কাপেন ।
  • সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতির আবিষ্কার করে- ইনকারা
  •  ইনকা সভ্যতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন-মাচুপিচু (পৃথিবীর সপ্তম আশ্চার্য) 
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
মধ্যপ্রাচ্য
পূর্ব আফ্রিকা
Promotion