এডলফ হিটলার

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
7
  • জার্মানির প্রতিষ্ঠাতা হিটলার ছিলেন- জার্মানির চ্যান্সেলর (১৯৩৩-১৯৪৫) সাল।
  • হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন- ৩০ জানুয়ারী ১৯৩৩ সালে।
  • হিটলারের রাজনৈতিক দলের নাম- নাসী বা Nazi |
  • হিটলারের গোপন' পুলিশ বাহিনী- গেস্টাপো।
  • হিটলার অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন ১৮৮৯ সালে।
  • হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম My Struggle ও Mein Kampf (১৯২৫)।
  • হিটলার অস্ট্রিয়াকে জার্মানির অংশ হিসেবে ঘোষণা করে- ১৯৩৮ সালে।
  • হিটলার বার্লিনে ফুয়েরার বাঙ্কারে ১৯৪৫ সালের ৩০ এপ্রিল সস্ত্রীক আত্মহত্যা করেন।
  • ১৯৩৩ সালে তিনি জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
  • রাজনৈতিক দলের নাম ছিল নাৎসি পার্টি (Nazi Party)
  • হিটলারের পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো (Gestapo)
  • বিখ্যাত রাজনৈতিক আত্নজীবনীমূলক গ্রন্থ “Main kampf”
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion