এন্টার্কটিকা মহাদেশ

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
12
  •  জনবসতিহীন মহাদেশের অবস্থান দক্ষিণ মেরুর চতুর্দিকে।
  • এন্টার্কটিকা মহাদেশটির অন্য নাম- 'কুমেরু মহাদেশ"। 
  • কয়লা' এ মহাদেশটির প্রধান খনিজ দ্রব্য।
  • এন্টার্কটিকা মহাদেশের ৯৮% অংশ বরাফাবৃত।
  •  পৃথিবীর বৃহত্তম ভাসমান বরফখণ্ড 'রক আইসসেলফ' অবস্থিত এই মহাদেশে
  •  সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউন্ট ইরেবাস' এন্টার্কটিকা মহাদেশে অবস্থিত।
  • এন্টার্কটিকার বরফে জমা দুটি সাগরের নাম- রস সাগর ও ওডেস সাগর।
Content added By
Promotion