ইতালির ফ্লোরেন্স নগরীর দূরে ভিঞ্চি নামক গ্রামে লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম। ভিঞ্চি একইসাথে ভাস্কর, স্থপতি, সঙ্গীতঙ্গ বহুমুখী প্রতিভার অধিকারী। তাকে বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্যের জনক বলে অভিহিত করা হয়।
বিখ্যাত শিল্পকর্ম:
উল্লেখযোগ্য চিত্রকর্ম
ইতালির ফ্লোরেন্স নগরীর একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন মাইকেল অ্যাঞ্জেলা ছোটবেলা থেকেই ভাস্কর্য তৈরিতে তার আগ্রহ ছিল।
বিখ্যাত চিত্রঙ্কন
উল্লেখযোগ্য চিত্রকর্ম
১৮৫৩ সালে নেদারলেভসের জুনডারট গ্রামে জন্ম গ্রহণ করেন ভিনসেন্ট ভ্যানগণ। তাঁর জীবনের বেশিরভাগ সময় কাটে ফ্রান্সে। একজন মানবতাবাদী শিল্পী হিসেবে। তিনি নিপীড়িত, দরিদ্র, শ্রমিক কৃষকের কথা তার চিত্রকর্মে ভুলে নিয়ে আসেন।
উল্লেখযোগ্য চিত্রকর্ম
পাবলো পিকাসো একজন চিত্রশিল্পী, ভাস্কর, মৃৎ শিল্পী, কবি ও নাট্যকার। পিকাসো কিউরিস্ট আন্দোলনের | সহপ্রতিষ্ঠাতা ছিলেন। স্পেনের গৃহযুদ্ধের বিরুদ্ধে আঁকা। 'গোয়ের্নিকা' তার বিখ্যাত চিত্রকর্ম। 'উইমেন অব আলজিয়ার্স' ছবিটি বিশ্বের সবচেয়ে দামি শিল্পকর্ম হিসেবে বিবেচিত হয়।
উল্লেখযোগ্য চিত্রকর্ম-
উল্লেখযোগ্য চিত্রকর্ম
উল্লেখযোগ্য চিত্রকর্ম
উল্লেখযোগ্য চিত্রকর্ম
আরও দেখুন...