গবেষণা কেন্দ্র ও প্রতিষ্ঠান

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
3
  • প্রথম কুমির গবেষণা কেন্দ্র- ভালুকা, ময়মনসিংহ।
  • প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র- বাগেরহাট।
  • প্রথম কালাজ্বর হাসপাতাল ও ট্রেনিং সেন্টার- ময়মনসিংহ ।
  • দেশের প্রথম শিল্প বর্জ্য ব্যবস্থাপন প্লান্ট- সংগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন।
  • প্রথম ফিজিওথেরাপি কলেজ- বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি, মহাখালি।
  • প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে- ডাচ্ বাংলা ব্যাংক।
  • প্রথম ফর্মালিন টেস্ট কেন্দ্র- ধানমন্ডি, ঢাকা ।
  • প্রথম নারী কারাগার- কাশিমপুর, গাজীপুর।
  • প্রথম হাইটেক পার্ক- কালিয়াকৈর, গাজীপুর।
  • প্রথম নভোথিয়েটার- বঙ্গুবন্ধু নভোথিয়েটার (২০০৮)।
  • প্রথম চা গবেষণা কেন্দ্র- শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion