শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়
বিষয় | সংখ্যা |
---|---|
অনুষদ | ০৩ টি |
বিভাগ | ১২ টি |
হল | ০৩টি |
শিক্ষার্থী | ৮৭৭ জন |
শিক্ষক | ১২ জন |
আয়তন | ৬০০ একর |
জেনে নিই
যে ব্যক্তি প্রথম: ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রথম | ব্যক্তি |
---|---|
আচার্য | লরেনস ডানডাস |
মুসলিম উপাচার্য | স্যার এ এফ রহমান |
বাঙ্গালী উপাচার্য | স্যার এ.এফ রহমান |
পি এইচ ডি | জি. সি আই |
নারী ডক্টরেড ডিগ্রি | ড. নীলিমা ইব্রাহীম |
উপাচার্য | পি জে হার্টগ |
প্রথম মুসলিম ছাত্রী | ফজিলাতুন্নেছা জোহা (গণিত) |
ছাত্র থেকে উপাচার্য | মোয়াজ্জেম হোসেন(১৯৫২) |
প্রথম শিক্ষিকা | করুণা কুনা গুপ্তা |
প্রথম ছাত্রী | লীলা নাগ (ইংরেজি) |
ভাইসরয় লর্ড হার্ডিকে নাথান কমিশন করতে অনুরোধ করেন- নবাব খাজা সলিমুল্লাহ, শেরে বাংলা এ.কে ফজলুল হক, নওয়াব আলী চৌধুরী ও খান বাহাদুর চৌধুরী ও কাজিমুদ্দীন আহমেদ।
জেনে নিই