দ্বিতীয় বিশ্বযুদ্ধ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK

প্রেক্ষাপট। মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এ যুদ্ধে বিশ্বের সব বড় দেশগুলো জড়িয়ে পড়ে। আধুনিক সামরিক অস্ত্রের নির্বিচারে ব্যবহারের ফলে এ যুদ্ধে সামরিক ও বেসামরিক মিলিয়ে পার কোটি মানুষ প্রাণ হারায়। যুদ্ধের প্রধান কারণ ছিল ১ম বিশ্বযুদ্ধের পর জার্মানি, ইতালি এবং জাপানে ফ্যাসিবাদের উত্থান। ১ম বিশ্বযুদ্ধোত্তর জার্মানির ওপর চাপিয়ে দেয়া অপমানজনক ভার্সাই চুক্তি জার্মানিতে উগ্র নাৎসিবাদের জন দেয়। অবশেষে, ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে ২য় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিকতা সূচিত হয়। ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে জাপান পার্ল হার্বার আক্রমণ করলে ২য় বিশ্বযুদ্ধ ইউরোপ ছাপিয়ে সারাবিশ্ব ছড়িয়ে পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।

 

জেনে নিই 

  • জাপান পার্ল হারবার আক্রমণ করে ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগ দেয়-১০ ডিসেম্বর, ১৯৪১ সালে
  • এডলফ হিটলার আত্মহত্যা করেন ৩০ এপ্রিল ১৯৪৫ সালে।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি- রাশিয়া।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল 'বেলজিয়াম ।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান সমর্থন করে- জার্মানকে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোরিয়া ছিল জাপানের অধীন।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন ভারত সরকার ব্রিটেনকে সমর্থন করে।
  • The historical 'D-day' is realated with Second World War.
  •  D day সংঘটিত হয়- ৬জুন ১৯৪৪ সালে।
  • দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে ১৯৪৫ সালের ৯ আগস্ট।
  • দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে ১৪ আগস্ট ১৯৪৫ সালে।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুদ্ধাপরাধীর বিচার করা হয়েছিল জার্মানির- ন্যুরেমবার্গে।
  •  প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল জাপানে ৬ আগস্ট ১৯৪৫ সালে হিরোসিমায়।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মরুভূমিতে যুদ্ধ করে 'ডেজার্ট ব্যাট' উপাধি পান জেনারেল মন্টিগোমারী (বৃটেন)। 
  •  নাগাসাকিতে ফ্যাটম্যান ও হিরোসিমাতে লিটল বয় নামক পারমানবিক বোমা ফেলা হয়।
  • নাগাসাকিতে ফ্যাটম্যান ও হিরোসিমাতে লিটল বয় ফেলার নির্দেশ দেন- মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পক্ষসমূহ 

মিত্রশক্তি 

যুক্তরাজ্য 

যুক্তরাষ্ট্র 

রাশিয়া 

ফ্রান্স 

বেলজিয়াম 

অক্ষশক্তি 

জাপান 

জার্মানি 

ইতালি 

*

*

মিত্রশক্তির রাষ্ট্রনায়ক

মার্কিন যুক্তরাষ্ট্র 

ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং হ্যারি ট্রুম্যান

যুক্তরাজ্য 

চেম্বারলিন, উইনস্টন চার্চিল, এবং ক্লিমেন এটলি

 

সোভিয়েত ইউনিয়ন

যোসেফ স্ট্যালিন

অক্ষশক্তির রাষ্ট্রনায়ক

জার্মানি

এডলফ হিটলার

জাপান

সম্রাট হিরোহিতা

ইতালি

বেনিত মুসোলিনী

পক্ষসমূহের সামরিক বাহিনীর প্রধান

দেশের নাম

সামরিক বাহিনীর প্রধান

বিশেষ্য তথ্য

ব্রিটেন 

বার্নার্ড ল মন্টেগোমারী

ডেজার্ট ব্যাট নামে পরিচিত ছিলেন।

যুক্তরাষ্ট্র 

জর্জ মার্শাল

তিনি পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হন।

[যুদ্ধ পরিচালনার দায়িত্ব ছিল আইজেনহাওয়ায়]

জার্মানি 

ফিল্ড মার্শাল রোমেল

ডেজার্ট ফক্স নামে পরিচিত ছিলেন

 

Content added By
৪ জুলাই, ১৯১৪
১ সেপ্টেম্বর ,১৯৩৯
৪ জুলাই, ১৯৪০
১ সেপ্টেম্বর , ১৯৪০
  • পরিচয়: Down Day / Normand Landings / Operation Neptune.
  • সময়: ৬ জুন, ১৯৪৪ সাল।
  • বিষয়বস্তুঃ এ দিন মিত্রশক্তির প্রায় ১,৫৬,০০০ সৈন্য ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ করে।
  • পরিচালিত অপারেশনের নাম- অপারেশন ওভারলর্ড ।
  •  ফলাফল: ফ্রান্সকে জার্মানি থেকে মুক্ত করা হয়।
Content added By

অপারেশন ওভারলর্ড (Operation Overlord )

  • পরিচয় - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত নরম্যান্ডি যুদ্ধের সাংকেতিক নাম ছিল- অপারেশন ওভারলর্ড।
  • পরিচালনায়- মিত্রবাহিনী।
  • স্থান- ফ্রান্সের উত্তরাঞ্চলের নরম্যান্ডি সময়।
  • সময় - ৬ জুন- ৩০ আগস্ট, ১৯৪৪ সাল।
  • নেতৃত্ব দেন - মিত্রবাহিনীর সর্বোচ্চ কমান্ডার জেনারেল ডেভিড ডোয়াইট আইসেন হাওয়ার।
Content added By

অপারেশন বারবারোস

  • পরিচয়- সোভিয়েত ইউনিয়নে অক্ষশক্তির আক্রমণের সাংকেতিক নাম ছিল- অপারেশন বারবারোস
  • স্থান- সোভিয়েত ইউনিয়ন। 
  • সময়- ২২ জুন-০৫ ডিসেম্বর, ১৯৪১ সালে 
  • নেতৃত্ব দেন- অক্ষশক্তির নেতৃত্বে ছিলেন এডলফ হিটলার ।
  • উদ্দেশ্য- সোভিয়েত ইউনিয়নের পশ্চিমাঞ্চল দখল করে নেয়া।
Content added By
  • পরিচয়- হিটলারের নাৎসি বাহিনী ইংল্যান্ডের উপর পরিচালিত বিমান হামলার সাংকেতিক নাম।
  • পরিচালনায়- অক্ষশক্তি।
  • সময় - ১৩ আগস্ট ১৭ সেপ্টেম্বর, ১৯৪১ সাল
  • নেতৃত্ব দেন - জার্মান বিমান বাহিনী (Luftwaffe) প্রধান মার্শাল গোয়েরিং। 

 

Content added By
  • পরিচয়: Victory in Europe Day. 
  • সময়: ৮ মে, ১৯৪৫ সাল।
  • বিষয়বস্তু: জার্মানি ফ্রান্সের নিকট আত্মসমর্পণ দলিলে।
  • জার্মানির হয়ে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। ফিল্ড 
  • মার্শাল উইলহেম কেইটেল।
  • ফলাফল: জার্মানির চূড়ান্ত পরাজয় ।
Content added By
  • পরিচয়ঃ  জার্মান নাৎসি এবং তাদের সহযোগীদের দ্বারা ইউরোপীয় ইহুদিদের উপর পরিচালিত গণহত্যার নাম হলোকাস্ট।
  • সময়সীমাঃ ১৯৪১-১৯৪৫ খ্রিষ্টাব্দ।
  •  উদ্দেশ্য: ইহুদিদের জাতিগত নিধন।
  • নিহত ইহুদির সংখ্যা: প্রায় ৬০ লাখ। 
  •  হলোকাস্ট শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়েছিল: ১৮৯৫ সালে আর্মেনিয়ায় হামিদিয়ান গণহত্যার সময়। 
  •  ইহুদি নিয়ে জার্মান আইনের নাম: 'ন্যুরেমবার্গ ল' বা 'রাইখ নাগরিকত্ব আইন । এই আইন অনুসারে, “জার্মানি শুধু জার্মান বংশোদ্ভূতদের।”
Content added By
Please, contribute to add content into পার্ল হারবার.
Content
  •  জাপানের সর্ববৃহৎ দ্বীপ হনণ্ডর সর্ববৃহৎ শহর হিরোশিমায় প্রথমবারের মতো পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়।
  • ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা ফেলে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ।
  • পারমাণবিক বোমার নাম ছিল: Little Boy 
  •  জাপানের নৌ-সেনা সদর দপ্তর এবং সর্ববৃহৎ সামরিক রসদ সরবরাহের ডিপো ছিল- হিরোশিমা শহরে ।
  • লিটল বয় বহনকারী বিমানের নাম- বোয়িং বি ২৯ সুপার (এনোলা গ্যা) ।
Content added || updated By
  • জাপানের কিয়ো দ্বীপে নাগাসাকি (অন্তরীপ) শহরের বন্দর নগরী।
  • ৯ আগস্ট, ১৯৪৫ সালে পারমাণবিক বোমার নিক্ষেপ করা হয় ।
  • পারমাণবিক বোমার নাম ছিল: Fat Man
  • ফ্যাটম্যান নিক্ষেপের কথা ছিল- ককোরা শহরে। কিন্তু পাশের শহর ইয়াওটাতে আগের দিন বোমা হামলার ফলে ককোরার আকাশ ধোয়াচ্ছন্ন ছিল ফলে দ্বিতীয় টার্গেট নাগাসাকিতে বোমা ফেলা হয়। 
  •  ফ্যাটম্যান বহনকারী বিমান বোয়িং বি-২৯ সুপার (বক্সার)
Content added || updated By

ইতালির আত্মসমর্পণ

১৯৪৩ সালে ৩ সেপ্টেম্বর, মিত্রশক্তি সিসিলি আক্রমণ করে ইতালিকে পরাজিত করে এবং ১৯৪৩ সালের ২৫ জুলাই মুসোলিনী পদত্যাগে বাধ্য হন। ১৯৪৫ সালের ২৯ জুলাই মুসোলিনীকে পিটিয়ে হত্যা করে ইতালীয় পার্টিশন গ্রুপ ।

Content added By

জার্মানির আত্মসমর্পণ

জার্মানি আত্মসমর্পণ করে ৭ মে, ১৯৪৫ আত্মসমর্পণ চুক্তি হয় ফ্রান্সের বিমস শহরে। জার্মানির পক্ষে আত্মসমর্পণ পরে স্বাক্ষর করে-ফিল্ড মার্শাল উইলহেম কেইটেল। মিত্রপক্ষের হয়ে স্বাক্ষর করে জেনারেল আইজেনহাওয়ার । ইউরোপে বিজয় দিবস উদযাপন করা হয়- ৮ মে, ১৯৪৫ খ্রি. Victory in Europe Day (VE Day)

Content added By

জাপানের আত্মসমর্পণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রম্যানের আদেশে পারমানবিক বোমা নিক্ষেপের পর ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে । চুক্তি স্বাক্ষরিত হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে। আত্মসমর্পণ অনুষ্ঠান হয় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মিসৌরিতে । ১৫ আগস্ট, ১৯৪৫ থেকে ২রা সেপ্টেম্বর ১৯৪৫ সাল পর্যন্ত মিত্রশক্তি উৎযাপন করে Victory Over Japan (VJ-day) নামে।

Content added By

ন্যুরেমবার্গ আদালত

২য় বিশ্বযুদ্ধের Big Three হিসেবে পরিচিত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে একমত পোষণ করলে জার্মানীর ন্যুরেমবার্গে একটি সামরিক আদালত প্রতিষ্ঠা করা হয় যা ন্যুরেমবার্গ ট্রাইব্যুনাল নামে। পরিচিত। এই ট্রাইব্যুনালে প্রায় ২০০ জার্মান যোদ্ধাপরাধীর বিচার করা হয়। মোট অভিযুক্ত হয় ২৪ জন আর মৃত্যুদণ্ড প্রদান করা হয় ১২ জন আসামিকে।

Content added By

পার্ল হার্বার (Pearl-Harbor )

  • পরিচিতি : প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের হুনুলুলুর কাছে অবস্থিত মার্কিন নৌ ঘাঁটি 
  • জাপান পার্ল হারবারে আক্রমণ করে: ৭ ডিসেম্বর, ১৯৪১ খ্রি. সকাল ৭টা ৪৮ মিনিটে।
  •  হামলার পটভূমিঃ মনরো ডকট্রিন (১৮২৩) অনুসরণ করার কারণে পার্ল হারবারে আক্রমণের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। কিন্তু জাপান উগ্র সাম্রাজ্যবাদ নীতি অনুসরণ করে ১৯৩৭ সালে চীনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এবং নানকিং গণহত্যা সংঘটিত করলে যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে। যার ফলশ্রুতিতে জাপান মার্কিন নৌ ঘাঁটি পার্ল হারবারে আক্রমণ করে।
  •  ফলাফল: যুক্তরাষ্ট্র ১৯৪১ সালের ৮ ডিসেম্বরে জাপানের বিরুদ্ধে এবং ১১ ডিসেম্বর, ১৯৪১ তারিখে জার্মানি এবং ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  •  জাপান কর্তৃক অপারেশনের নাম: অপারেশন টোরা টোরা।
Content added By
Promotion