On This Page

নেপাল

সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - নেপাল
  • রাষ্ট্রীয় নামঃ The Federal Democratic Republic of Nepal
  • রাজধানীঃ কাঠমুন্ডু
  • ভাষাঃ নেপালী
  • মুদ্রাঃ রুপি

জেনে নিই

  • এশিয়ার স্থলবেষ্টিত দেশ- নেপাল ।
  • নেপালের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম- শীতল নিবাস ।
  • নেপালর ২৪০ বছর রাজতন্ত্রের বিলোপ হয় ২৮ মে, ২০০৮ সালে।
  • নেপালের প্রজাতন্ত্র দিবস- ২৮ মে।
  • হিমালয়ের কন্যা হিসেবে অভিহিত করা হয়- নেপালকে।
  • নেপালের সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ্ ।
  • নেপালের সৈন্যদের বলা হয়- গুর্খা ।
  • মাওবাদী নেপালের একটি গেরিলা সংগঠন।
  • মাওবাদীরা সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে ১৯৯৬ সালে ।
  • নেপাল প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী- পুষ্প কমল দাহাল প্রচন্দ ।
  • নেপালের প্রথম প্রেসিডেন্ট- ডা. রামবরণ যাদব।
  • Mixed Electoral System দক্ষিন এশিয়ায় চালু করে- নেপাল ।
  • প্রথম সাফ গেমস (১৯৮৪) অনুষ্ঠিত হয় নেপালের কাঠমান্ডুতে।
Content added By
রাজা ধীরেন্দ্র
রাজা জ্ঞানেন্দ্র
রাজা বীরেন্দ্র
রাজা মহেন্দ্র

Promotion

Promotion