পটুয়া কামরুল হাসান

সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - পটুয়া কামরুল হাসান
  • কামরুল হাসান এর জন্ম ১৯২১ সালের ২ ডিসেম্বর, কলকাতায়।
  • শিল্পী জয়নুল আবেদীনের সাথে যোগ দেন আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজে।
  • আমাদের লোকশিল্পের ধারাকে উজ্জীবিত ও উৎসাহিত করার লক্ষ্যে তিনি নানারকম পরিকল্পনা ও তা বাস্তবায়নের ধারা তৈরি করেন।
  • তিনি বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের রূপকার। তার বিখ্যাত পোস্টারগুলো: "এই জানোয়ারদের হত্যা করতে হবে","দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে”
  • বাংলার শ্রেষ্ঠ পটুয়া কামরুল হাসান মৃত্যুবরণ করেন ১৯৮৮ সালে।
Content added By
Promotion