পানির খরতা

- সাধারণ বিজ্ঞান - ভৌতবিজ্ঞান | | NCTB BOOK
18

পানির খরতা

খর পানি (Hard Water) : যে পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না, অনেক সাবান খরচ করার পর ফেনা উৎপন্ন করে, তাকে খর পানি (Hard Water) বলে। খর পানিতে সাবান ফেনা না দিলেও ডিটারজেন্ট উত্তম ফেনা দেয়। পানির খরতা দুই প্রকার। যথা:

ক) অস্থায়ী খরতা: পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট (HCO3–) লবণ দ্রবীভূত থাকে।

খ) স্থায়ী খরতা: পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সালফেট (SO4- -) বা ক্লোরাইড (Cl-)। লবণ দ্রবীভূত থাকে।

 

পানির ক্ষরতা দূরীকরণের উপায়

দূরীকরণ পদ্ধতি

বৈশিষ্ট্য

ফুটানো

শুধু অস্থায়ী খরতা দূর করা যায়।

পারমুটিট পদ্ধতি

স্থায়ী ও অস্থায়ী খরতা দূর করা যায়।

সোডা পদ্ধতি

স্থায়ী ও অস্থায়ী উভয় প্রকার খরতা কাপড় কাচা সোডা (Na,CO) এর সাহায্যে দূর করা যায়।

খর পানি ব্যবহার করলে কারখানার বয়লারে, মোটর গাড়ির শীতক প্রকোষ্ঠে ও কেতলীর তলায় অদ্রবণীয় ও তাপ অপরিবাহী ক্যালসিয়াম কার্বনেট (Ca2CO3), ক্যালসিয়াম সালফেট (CaSO4) প্রভৃতি লবণের আবরণ পড়ে। বয়লারের গায়ে অদ্রবণীয় লবণের স্তর পড়ার কারণে বয়লারের তাপ পরিবাহিতা কমে যায়। ফলে জ্বালানি অপচয় ঘটে।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

গ্লিসারিন
ফিটকিরি
. ক্যালসিয়াম কার্বনেট
সোডিয়াম ক্লোরাইড
প্যারাচুম্বক
ডায়াচুম্বক
ফেরোচুম্বক
অ্যান্টিফেরোচুম্বক
Promotion