প্রাচীন সভ্যতা

সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - প্রাচীন সভ্যতা

বিভিন্ন প্রাচীন সভ্যতা

Please, contribute to add content into বিভিন্ন প্রাচীন সভ্যতা.
Content
  • অবস্থান- ইরাক ও সিরিয়া। 
  • সভ্যতার উৎপত্তিস্থল বলে পরিচিত।
  • গড়ে উঠেছিল দজলা ও ফোরাত নদীর তীরে ।
  • দজলা ও ফোরাত নদীর বর্তমান নাম যথাক্রমে টাইগ্রিস ইউফ্রেটিস।
  • মেসোপটেমিয়া সভ্যতার পর্যায় ছিল ৪ টি; যথা- সুমেরীয়, অ্যাসেরীয়, ব্যবিলনীয় ও ক্যালেডীয় সভ্যতা।
Content added || updated By
  • মেসোপটেমিয়ার অন্তর্ভুক্ত প্রাচীনতম সভ্যতা নাম- সুমেরীয় সভ্যতা।
  • বর্তমান অবস্থান- ইরাক
  •  কিউনিফর্ম হচ্ছে- সুমেরীয়দের লিখন পদ্ধতি, কিউনিফর্ম লিপিতে ছিল- ৩৯টি বর্ণ ।
  • পাটিগণিতের গুণ- পদ্ধতির আবিষ্কার করে সুমেরীয়রা
  •  সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান- ঢাকা আবিষ্কার।
  • ‘গিলগামেশ' নামে প্রথম মহাকাব্য রচনা সুমেরীয়রা।
  • সুমেরীয় ধর্মে মন্দিরকে বলা হতো- জিগুরাত।
Content added By
  • ব্যাবিলন ইরাকে অবস্থিত।
  • ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি- আমেরাইট নেতা হাম্মুরারী।
  • পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আইন প্রণয়ন করেন- রাজা হাম্মুরারী
  •  হাম্মুরাবীর সময়কালকে স্বর্ণ যুগ বলা হত।
  • সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন । 
  • ব্যাবিলনের শূন্য বা ঝুলন্ত উদ্যান- ইরাকে অবস্থিত।
  • 'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' গড়ে তুলেছিলেন সম্রাট নেবুচাদ নেজার
  •  সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন হয় ব্যাবিলনীয় সভ্যতায়।
  • ব্যাবিলনীয়দের প্রধান দেবতার নাম- মারডক
  •  পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় ব্যাবিলন শহরের- গাথুর ধ্বংসাবশেষ থেকে।
Content added By
  • যুদ্ধে সর্বপ্রথম লোহার অস্ত্র ব্যবহার ।
  • ইতিহাসে অ্যাসেরীয়রা সামরিক রাষ্ট্র হিসাবে পরিচিত
  •  সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশে ও দ্রাঘিমাংশে ভাগ করেন-অ্যাসেরীয়রা।
  • ৩৬০° ডিগ্রীতে বৃত্ত আবিষ্কার করে- অ্যাসেরীয়রা।
  • পৃথিবীর ইতিহাসে অ্যাসেরীয় সভ্যতার লোকেরা প্রথম গোলন্দাজ বাহিনী গঠন করে।

 

Content added By
  • বর্তমান অবস্থান- ইরাক।
  •  রাজা নেবুচাদ নেজার কর্তৃক ব্যবিলনের শূন্য/ঝুলন্ত উদ্যান তৈরি
  •  ৭ দিনে সপ্তাহ গণনা শুরু করেন- ক্যালেডীয়রা।
  • প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় ভাগ করে ক্যালেডীয়রা।
  • সর্বপ্রথম ১২ নক্ষত্র পুঞ্জের সন্ধান পান- ক্যালডীয়রা। 
  • ক্যালেডীয় দের প্রধান দেবতা জুপিটার।
  • ধাতব মুদ্রার আবিষ্কার হয়- ক্যালেডীয় সভ্যতায়।
  •  ক্যালেডীয় সভ্যতার অপর নাম- নতুন ব্যাবিলনীয় সভ্যতা ।
Content added By
  • অবস্থান- পাকিস্তান।
  • আবিষ্কার- ১৯২২ সালে।
  • দ্রাবিড় জাতি কর্তৃক সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠা।
  • তাম্র যুগের সভ্যতা।
  • সিন্ধু নদের তীরে গড়ে উঠে।
  • আবিষ্কৃত দু'টি নগর হরপ্পা ও মহেঞ্জোদারো।
  • বড় অবদান পরিকল্পিত নগর ব্যবস্থার উদ্ভাবনে।
Content added By
  • বর্তমান অবস্থান- লেবানন ।
  • সভ্যতায় ফিনিশীয়দের অবদান- ২২টি বর্ণমালার (ব্যঞ্জনবর্ণ) উদ্ভাবন
  •  ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান বর্ণমালা
  • উদ্ভাবন বা লিখন পদ্ধতির আবিষ্কার।
  • ফিনিশীয় সভ্যতার বর্ণমালা গুলোর সাথে বর্তমান কালের ব্যঞ্জনবর্ণের মিল রয়েছে।
  • ব্যবসা-বাণিজ্য ও নৌকা তৈরিতে ফিনিশীয়দের বিশেষ অবদান ছিল।
Content added By
  • প্রাচীনকালে পারস্য নামে পরিচিতি ছিল- বর্তমান ইরান।
  • পারস্য সভ্যতার অপর নাম- একমেনিড ।
  •  পারস্য ধর্মের নাম- জরথুস্টবাদ।
  • পারসিক ধর্মের প্রবর্তন করেন- সম্রাট জরখৃস্ট। 
  • দারিয়ুস ছিল- পারস্যের সফল শাসক।
  • দিনপুঞ্জি তৈরী করে- পারস্যরা।
Content added By
  • অবস্থান- ইসরাইল ও ফিলিস্তিন।
  • হিব্রু সভ্যতা জেরুজালেম নগরকে কেন্দ্র করে গড়ে উঠে।
  •  হিব্রু মূলত ভাষার নাম, অর্থ যাযাবর বা নিম্ন শ্রেণি ।
  •  প্রধান ধর্মীয় নেতা- হযরত মূসা (আ)।
  •  বাইবেলের ভাষা হিব্রু এবং Old Statement এ বিশ্বাসী।
  • পৃথিবীর প্রাচীন ভাষা- হিব্রু ভাষা। 
  • হিব্রু জাতি বর্তমানে ইজরাইলে বসবাস করে।
  • হিব্রু একটি সেমাটিক ভাষা। 
  • হিব্রু সভ্যতার অবদান- ধর্ম প্রচার।
Content added By
  • অবস্থান- চীন।
  • হোয়াংহো ও ইয়ংসিকিয়াং নদীর তীরে গড়ে উঠে। 
  • আধুনিক আমলাতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা।
  • চীনের দার্শনিক ছিলেন কনফুসিয়াস।
     
Content added By
Please, contribute to add content into চীনের মহাপ্রাচীর.
Content
Please, contribute to add content into ইজিয়ান সভ্যতা.
Content
  • গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত গ্রিক সভ্যতা।
  • প্রথম নগররাষ্ট্র ছিল গ্রীসের এথেন্স ও স্পার্টা 
  •  প্রাচীন অলিম্পিক প্রতিযোগিতার সূচনা হয়- গ্রীসে।
  • পৃথিবীর প্রথম মানচিত্র অংকন করেন- গ্রীক বিজ্ঞানরা
  •  প্রাচীন গ্রীসে নগর রাষ্ট্র ছিল ১৫৮ টি।
  • নদীর তীরে গড়ে ওঠেনি- গ্রীক, রোমান ও হিব্রু সভ্যতা।
  • 'এরিস্টটল 'লাইসিয়াম' নামে শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন
  •  সক্রেটিসকে হেমলক নামক বিষ প্রয়োগে হত্যা করা হয়।
  • Republic প্লেটোর বিখ্যাত গ্রন্থ
  •  ভৌগোলিক সংস্কৃতির কারণে গ্রিক সভ্যতার সাথে জড়িত- হেলেনিক ও হেলেনিস্টিক সংস্কৃতি।
Content added By
  • অবস্থান- ইতালি।
  • রোমানদের সবচেয়ে বড় অবদান আইনের ক্ষেত্রে।
  • প্রধান দেবতা জুপিটার।
  • রোমান সভ্যতার গোড়াপত্তনকারী জাতি- ল্যাটিন 
  • রোমানরাই প্রথম কৃত্রিম জলাধার নির্মাণ করেন।

 

Content added By
  • মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে- নীল নদের তীরে।
  • মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছেন- হেরোডোটাস
  •  খুফুর পাথরের তৈরি সিংহমূর্তি- স্ফিংস।
  • ১২ মাসে ১ বৎসর, ৩০ দিনে ১ মাস গণনারীতি চালু 
  •  প্রাচীন মিশরীয় রাজাদের বলা হত- ফারাও।
  • নীল নদের দেবতার নাম ছিল- ওসিরিস।
  • প্রাচীন মিশরীয় সমাজ ছিল- মাতৃতান্ত্রিক 
  •  মিশরীয়দের লিখন পদ্ধতির নাম- হায়ারোগ্লিফিকস ।
  • মিসরীয়রা প্যাপিরাস নামক এক প্রকার গাছ দিয়ে লিখত।
  • পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ- পিরামিড।
  • ক্লিওপেট্রা ছিলেন মিশরের রাণী। 
  • ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়- মিশরীয়দের।
Content added By
  • ইনকা সভ্যতা গড়ে উঠেছিল- বর্তমান পেরুতে।
  • দক্ষিণ আমেরিকার সভ্যতাগুলোর সম্মিলিত নাম আন্দীয় সভ্যতা। 
  • দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ সভ্যতা-

ইনকা ও চিমু সভ্যতা

মুইজকা ও কারাল সভ্যতা

  • পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা
  •  ইনকা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন- মাচু পিচু ।
  • ইনকা সভ্যতার সময়কাল ছিল ১৪৩৮ থেকে ১৫৩৩ সাল পর্যন্ত।
  •  ইনকা সভ্যতার স্থপতি- রাজা মানকে কাপেন ।
  • সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতির আবিষ্কার করে- ইনকারা
  •  ইনকা সভ্যতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন-মাচুপিচু (পৃথিবীর সপ্তম আশ্চার্য) 
Content added || updated By
Promotion