১৭৮৯-১৭৯৯ সালের ফরাসি বিপ্লব, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয়, রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়। ফরাসি বিপ্লবকে পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসে একটি জটিল সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় যার মাধ্যমে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্র থেকে নাগরিকত্বের যুগে পদার্পণ করে। এটি ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লব। ভলতেয়ার, রুশো প্রমুখ ছিলেন এই বিপ্লবের দার্শনিক অগ্রদূত। বুরবো বংশের রাজারা জনগণের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলে থার্ড স্টেট বা সাধারণ জনগণ ১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসের কুখ্যাত বাস্তিল দুর্গ (কারাগার) এবং সামন্ততন্ত্রের পতন ঘটায়। ১৭৯৩ সালে গিলোটিনে (মৃত্যুদন্ড কার্যকরের যন্ত্র) রাজা ষোড়শ লুই-এর শিরচ্ছেদ করা হয়। ১৮০৪ সালের ১৮ মে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাটের আসন দখল করেন।
জেনে নিই
ফরাসি বিপ্লবের উপর ভিত্তি করে রচিত বিখ্যাত গ্রন্থ:
আরও দেখুন...