ফুটবল -Football

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
6

ফুটবল একটি দলগত খেলা। এটি বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় খেলা। এটি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) কর্তৃক পরিচালিত ক্রীড়ার আনুষ্ঠানিক নাম। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলাটি সকার (Soccer)নামে পরিচিত।

 

জেনে নিই 

  • ফুটবল খেলার জন্ম হয়- চীনে।
  • ফুটবলের উর্বর ভূমি হিসেবে আখ্যায়িত করা হয়- ল্যাটিন আমেরিকাকে।
  • ফুটবল খেলার আইনকানুন প্রচলন করা হয়- ১৮৪৮ সালে। 
  • এ খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে- ১১ জন।
  • খেলা চলাকালে প্রত্যেক দল খেলোয়াড় বদল করতে পারে- ৩ জন। 
  • আদর্শ ফুটবলের পরিধি - ৬৮.৫-৭১ সেন্টিমিটার।
  • আদর্শ ফুটবলের ওজন- ৪০০-৪৫০ গ্রাম (১৪-১৬ আউন্স)।
  • ফুটবল মাঠের দৈর্ঘ্য- ১০০-১১০ মিটার বা ১১০-১২০ গজ। 
  • ফুটবল মাঠের প্রস্থ- ৬৪-৭৫ মিটার বা ৭০-৮০ গজ। 
  • খেলা পরিচালনার জন্য থাকেন- রেফারি।
  • খেলায় ট্যাকলিং করা যায়- ৩টি উপায়ে।
  • Vedio Assistance for Referees (VAR)- ফুটবলে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

 

FIFA

  • আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা- FIFA. 
  • FIFA Federation of International Football Association.
  •  প্রতিষ্ঠিত হয়- ২১ মে, ১৯০৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে। 
  • সদর দপ্তর- জুরিখ, সুইজারল্যান্ড।
  • নীতিবাক্য For the good of the game.
  • ফিফার সভাপতির মেয়াদকাল ৪ বছর। 
  • বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭৪ সালে।

 

বিশ্বকাপ ফুটবল

  • প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়- ১৯৩০ সালে উরুগুয়েতে |
  • প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ- উরুগুয়ে।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি- ১৯৪২ ও ১৯৪৬ সালে।
  •  বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ- মিশর: ১৯৩৪ সালে।
  • প্রথম এশীয় দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে- ইন্দোনেশিয়া; ১৯৩৮ সালে।
  •  বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণ করে- ১৯৮৬ সালে।
  • বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা- জার্মানির মিরোস্লাভ ক্লোসা; ১৬টি।
  • বিশ্বকাপ ফুটবলে এক টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতা- ফ্রান্সের জাস্ট ফন্টেইন; ১৩টি।
  • বিশ্বকাপ ফুটবলে সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল পুরস্কার। 
  •  বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট পুরস্কার।
  • বিশ্বকাপ ফুটবলে সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভ পুরস্কার।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion