বাংলাদেশের বাজেট

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
4

Budget অর্থ Bag বা থলে । একটি নির্দিষ্ট সময়ের জন্য গৃহীত আর্থিক পরিকল্পনা। Oxford Dictionary অনুযায়ী বাজেট হচ্ছে ভবিষ্যতের সম্ভাব্য আয় ও ব্যয় এর হিসাব। একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকারের আয় ও ব্যয় এর যে পরিকল্পনা আইন পরিষদ কর্তৃক অনুমোদিত হয় তাই বাজেট । সর্বপ্রথম উত্থাপিত হয় ১৮৩৩ সালে ব্রিটিশ পার্লামেন্ট। সংবিধান অনুযায়ী বাজেট প্রণয়নের দায়িত্ব সরকারের প্রধান নির্বাহীর। Rules of Business অনুযায়ী Budge প্রণয়নের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের।

অর্থ বছরের বাজেটঃ ২০২২-২৩

  • বাজেটঃ ৫২ তম।
  • বাজেট ঘোষণাঃ জুন, ২০২২ সাল।
  • মোট বাজেট ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
  • মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
  • মোট রাজস্ব ঘাটতি ২,৪৫,০৬৬
  • জিডিপি প্রবৃদ্ধিও হার: ৭.৫ শতাংশ।
  • মূল্যস্ফীতি ৫.৬ শতাংশ।
  • এডিপি ২,৪৬,০৬৬
  • বাংলাদেশের অর্থবছর শুরু হয় ১ লা জুলাই (জুলাই-জুন)।
  • আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থ বছর শুরু হয় ১লা অক্টোবর। [এই তথ্যসমূহ পরিবর্তনশীল]
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

আয়ের তুলনায় ব্যয় বেশি হলে
আয়ের তুলনায় ব্যয় কম হলে
আয় এবং ব্যয় সমান সমান হলে
কোনটিই নয়
৪.৫২ ট্রিলিয়ন
৫.২৩ ট্রিলিয়ন
৬.৮২ ট্রিলিয়ন
১.২৩ ট্রিলিয়ন
ড. এ আর মল্লিক
তাজউদ্দিন আহমেদ
ড. এম. এন হুদা
এম সাইদুজ্জামান
Promotion