বিপ্লব

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
6
Please, contribute by adding content to বিপ্লব.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

নাৎসী পার্টি
রুশ সমাজতান্ত্রিক দল
বলশেভিক পার্টি
রুশ রেভুল্যুশন ফ্রন্ট
নাৎসী পার্টি
রুশ সমাজতান্ত্রিক দল
বলশেভিক পার্টি
রুশ রেভুল্যশন ফ্রন্ট
উনবিংশ শতাব্দীতে
অষ্টাদশ শতাব্দীতে
চতুর্দশ শতাব্দীতে
কোনটিই নয়

রেনেসা

0

রেনেসাঁস বা পুনর্জাগরণ / নবজাগরণ (ফরাসি: Renaissance, ইতালীয়: Rinascimento) ছিল পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে সংঘটিত ইউরোপীয় ইতিহাসে মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পনের মধ্যবর্তী সময়। এটি মধ্যযুগের সংকটের পর ইতালির ফ্লোরেন্স নগরী থেকে সংঘটিত হয়ে ব্যাপক সামাজিক পরিবর্তন সাধিত করে। এটি দ্বারা সাংস্কৃতিক পর্যায়কেও বোঝানো হয়। এযুগের সময়কাল ছিল আনুমানিক ১৪০০ থেকে ১৬০০ শতাব্দী পর্যন্ত।

 

জেনে নিই 

  •  রেনেসা শুরু হয়- ইতালির ফ্লোরেন্স নগরী থেকে।
  • রেনেসা মূলত ইউরোপের বিশেষ সাংস্কৃতিক আন্দোলন। 
  •  রেনেসাঁর অগ্রদূত- লিওনার্দো দ্য ভিঞ্চি ।
  •  রেনেসাঁর সময়কাল- পঞ্চদশ থেকে ষোড়শ শতাব্দীতে। 
  •  রেনেসার ফলাফল- সাংস্কৃতিক, শিল্পকলা ও বিজ্ঞানের নতুন মানদণ্ড বিশ্ব সভ্যতার কেন্দ্রে নিয়ে আসে ইউরোপকে ।
Content added By

শ্রমিক বিপ্লব

0
  • সংঘটিত হয়- ১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। 
  • উদ্দেশ্য- দৈনিক ৮ ঘন্টা শ্রমের সময় নির্ধারণের জন্য।
  • ফলাফল- ১৮৮৬ সালের শ্রমিক বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় শ্রমিক অধিকার। 
  • ১৮৯০ সাল থেকে ১ মে পালিত হচ্ছে শ্রমিক দিবস।
Content added By

ইরানের ইসলামী বিপ্লব

0

১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লব হচ্ছে ইরানে সংঘটিত একটি যুগান্তকারী বিপ্লব যেটা ইরানকে শাহ মোহাম্মদ রেজা পাহলাভীর একনায়কতন্ত্র ও পাশ্চাত্যপন্থি দেশ হতে আয়াতুল্লাহ খোমেনির ইসলামিক প্রজাতান্ত্রিক দেশে পরিণত করে । একে বলা হয় রুশ ও ফরাসি বিপ্লবের পর ইতিহাসের তৃতীয় মহান বিপ্লব।

 

জেনে নিই 

  • ইরানের ইসলামি বিপ্লব সংঘটিত হয়- ১৯৭৯ সালে। 
  • ইরানের ইসলামি বিপ্লবের নেতৃত্ব দেন- আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।
  • ইরানের ইসলামি বিপ্লবের মাধ্যমে পতন হয়- শাহ পাহলভীর । 
  • ইরানের ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরান রাজা থেকে ‘ইসলামি প্রজাতন্ত্রে' রূপান্তরিত হয়।
Content added By

শিল্প বিপ্লব

1

ইংল্যান্ডের শিল্প বিপ্লব ১৭৬০-১৮৪০ খ্রিষ্টাব্দ এই সময়কালে কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে ধাবিত হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর সমুদ্র যাত্রা বিশ্বব্যাপী বাণিজ্যের পথ খুলে দেয়। এরপর পুঁজিবাদের উদ্ভব, বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার, কয়লার খনি আর ইস্পাতের ব্যাপক ব্যবহারের ফলে অনেক শিল্প শহর আর কারখানা গড়ে উঠে।

 

জেনে নিই 

  • শিল্প বিপ্লবের সময়কাল (১৭৬০-১৮৪০) সাল।
  • শিল্প বিপ্লবের ফলাফল- বিশ্ব অর্থনীতিতে পুঁজিবাজারের চূড়ান্ত যাত্রা।
  • শিল্পবিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্ত ব্লাংকি ১৮৩৮ সালে। 
  • জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন আবিষ্কার শিল্প বিপ্লবকে প্রভাবান্বিত করে।
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

শিরোৎপাদনে স্টিম ইঞ্জিন এর ব্যবহার
IOT Sensor এর ব্যাবহার
ইলেকট্রিসিটি চালিত মেট্রোরেল ব্যবস্থা চালু করুন
ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার
জিন প্রকৌশল
ভিডিও কনফারেন্স
কৃত্তিম বৃদ্ধিমত্তা
সবগুলোই উদাহরণ
কোনোটিই নয়
ইংল্যান্ড
যুক্তরাষ্ট্র
জার্মানি
ফ্রান্স

আরব বসন্ত

2

আরব বসন্তের শুরু হয় ২০১০ সালের ১৭ ই ডিসেম্বর তিউনিসিয়ার মোহাম্মদ বোয়াজিজি নামে এক ফল বিক্রেতার পুলিশের দুর্নীতি ও দুর্ব্যবহারের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির মাধ্যমে বিদ্রোহ শুরু হয়। গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায়, এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। আরব বিশ্বের এই গনঅভ্যূত্থানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো অস্ত্র সরবরাহ করে এবং সরাসরি আঘাত হেনে ক্ষমতাসীন রাষ্ট্রনায়কদের পতন ঘটাতে সহায়ক ভূমিকা পালন করেছিল।

 

জেনে নিই 

  •  আরব বসন্তের সূতিকাগার বা উৎপত্তিস্থল হচ্ছে- তিউনিসিয়া ।
  • আরব বসন্তের শুরু হয় ২০১০ সালের ১৭ই ডিসেম্বর প্রায় দেড় লক্ষেরও বেশি মানুষ নিহত হয়।
  •  আরব বিশ্বে সর্বপ্রথম গণবিক্ষোভের শুরু হয়েছিল- মিশরে।
  • তিউনেশিয়ায় স্বৈরাচারী শাসক বেন আলীর পতনের পর ক্ষমতায় আসে ইসলামিক দল ‘ইনাহদাহ” ।
  • ২০১১ এর ১৪ জানুয়ারি তিউনিসিয়ার শাসক আবেদিন বেন আলির পতন ঘটে । 
  • ২০১১ এর ১১ ফেব্রুয়ারি মিশরের ৩০ বছরের শাসক হোসনি মুবারকের পতন ঘটে ।
  •  ২০১১ এর ২০ অক্টোবর লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি নিহত হন এবং ৪২ বছরের শাসনের অবসান হয়।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
আরব অঞ্চলে বসন্তকাল
আরব রাজতন্ত্র
আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
আরব অঞ্চলে বসন্তকাল
আরব রাজতন্ত্র
আরবীয় মহিলাদের ক্ষমতায়ন

চীনের সাংস্কৃতিক বিপ্লব

4
  • জনক- মাও সে তুং।
  • সমকাল- ১৯৪৯ সাল।
  • ফলাফল- কাইশেককে হটিয়ে ক্ষমতা দখল করে কমিউনিজম চালু করে মাও সে তুং
  • চীনের সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হয়- (১৯৬৬-১৯৭৬) সাল পর্যন্ত।
  • নেতৃত্ব দেন- মাও সেতুং
Content added By

চীনের জাতীয়তাবাদ বিপ্লব

1
  • চীনের জাতীয়তাবাদী বিপ্লব
  • চীনের জাতীয়তাবাদী বিপ্লব সংগঠিত হয়- ১৯১১-১৯১২ সাল পর্যন্ত।
  • চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ড. সান ইয়াৎ সেন। তিনি চীনের প্রথম প্রেসিডেন্ট এবং আধুনিক চীনের জনক। তবে গণচীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং (১৯৪৯ সালে)।
  • লাঙ্গল যার জমি তার উক্তি- ড সান ইয়াং সেন অনেকেই একে চীনা বুর্জোয়া বা সিনহাই বিপ্লব হিসাবে অভিহিত করেন
  • চীনা বিপ্লবের ফলাফল- চীনের দুই হাজার বছরের মাঞ্চু রাজতন্ত্রের পতন ও চীনা প্রজাতন্ত্রের পত্তন।
Content added By
Content updated By

চীনের সমাজতান্ত্রিক বিপ্লব

0

১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জাপান চিনে আগ্রাসন চালায়। যুদ্ধে চীন মিত্রপক্ষে যোগ দিলেও যুদ্ধের পর তারা কোনো সুবিচার পায় নি। এরই পরিপ্রেক্ষিতে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে চিনা জাতীয়তাবাদী জনগণ চেন-তু-শিউ এর নেতৃত্বে ১৯১৯ সালে ৪ ঠা মে পিকিং-এর এক আন্দোলনের ডাক দেয়। এই আন্দোলন চিনের ইতিহাসে ৪ঠা মে-র আন্দোলন তিয়েন-আন-মেন স্কোয়ার - এ নামে পরিচিত। ৪ঠা মে আন্দোলনের বিস্তৃতিকাল ছিল ১৯১৭ সাল থেকে ১৯২১ সাল পর্যন্ত ইংরেজিতে এ আন্দোলন May Fourth Movement নামে পরিচিত।

Content added By

ফরাসি বিপ্লব

1

১৭৮৯-১৭৯৯ সালের ফরাসি বিপ্লব, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয়, রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়। ফরাসি বিপ্লবকে পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসে একটি জটিল সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় যার মাধ্যমে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্র থেকে নাগরিকত্বের যুগে পদার্পণ করে। এটি ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লব। ভলতেয়ার, রুশো প্রমুখ ছিলেন এই বিপ্লবের দার্শনিক অগ্রদূত। বুরবো বংশের রাজারা জনগণের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলে থার্ড স্টেট বা সাধারণ জনগণ ১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসের কুখ্যাত বাস্তিল দুর্গ (কারাগার) এবং সামন্ততন্ত্রের পতন ঘটায়। ১৭৯৩ সালে গিলোটিনে (মৃত্যুদন্ড কার্যকরের যন্ত্র) রাজা ষোড়শ লুই-এর শিরচ্ছেদ করা হয়। ১৮০৪ সালের ১৮ মে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাটের আসন দখল করেন।

  • স্থায়ীত্বকাল ১৭৮৯ - ১৭৯৯ সাল পর্যন্ত।
  • বিপ্লবের মূল স্লোগান : Liberty, Equality & Fraternity.
  • শ্লোগানের প্রবক্তা- জ্যা জ্যাক রুশো ( Jean Jacques Rousseau)
  • ফরাসি বিপ্লব, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি। এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এ বিপ্লবের প্রভাবেই ফ্রান্সের রোমান ক্যাথলিক চার্চ সকল গোড়ামী ত্যাগ করে নিজেদেরকে পুনর্গঠন করে। বহুমুখী পরিবর্তনের কারণে এই বিপ্লবকে গৌরবময় বিপ্লব হিসেবে অভিহিত করা হয়।

 

জেনে নিই

  • ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন- ষোড়শ লুই।
  • I am the State বলতেন চতুর্দশ লুই
  • ফরাসী বিপ্লবের শিশু বলা হয়- নেপোলিয়নকে।
  • বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়ে ছিলেন- রুশো, ভলটেয়ার এবং মন্টেস্কু।
  • বাস্তিল দূর্গ পতনের মধ্যদিয়ে রাজা ষোড়শ লুইয়ের পতন ঘটে।
  • বাস্তিল দুর্গ মূলত একটি- কারাগার।
  • বাস্তিল দুর্গের পতন ঘটে ১৪ জুলাই (১৭৮৯ সালে)
  • ফ্রান্সের স্বাধীনতা দিবস- ১৪ জুলাই।
  • ফরাসী বিপ্লবের মূল স্লোগান- স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব ।

 

ফরাসি বিপ্লবের উপর ভিত্তি করে রচিত বিখ্যাত গ্রন্থ:

  • The social contract (রুশো)
  • The spirit of laws (মন্টেস্কু)
  • A tale of two cities (চার্লস ডিকেন্স) প্যারিস
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

১৭৮৯ সালে
১৭৯৯ সালে
১৮৮৯ সালে
১৯১৭ সালে

রুশ বিপ্লব (Russian Revolution)

8

১৯১৭ সালে সংগঠিত দুইটি বিপ্লবের মিলিত নাম রুশ বিপ্লব । সোভিয়েত ইউনিয়নের উত্থান হয় এই বিপ্লবের মাধ্যমে এবং রাশিয়ায় জারতন্ত্রের শাসনের অবসান হয়। ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে নিকোলাসকে উৎখাত করে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়। দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে বলশেভিক (কমিউনিস্ট) সরকার প্রতিষ্ঠিত হয় এবং জমিদারদের ৪০ কোটি একর বাজেয়াপ্ত করে ভূমিহীনদের মধ্যে বিতরণ করা হয়। রুশ বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল তৎকালিন রাজধানী পেট্রোগ্রাদ (সেইন্ট পিটার্সবার্গ)।

 

জেনে নিই 

  • রুশ/বলশেভিক/অক্টোবর / ১০ দিনের বিপ্লব সংঘটিত হয়- ১৯১৭ সালে। 
  • বলশেভিক অর্থ সংখ্যাগরিষ্ঠ আর মেনসেভিক অর্থ সংখ্যালঘিষ্ট ।
  • ১৯১৭ সালে সংঘটিত বলশেভিক বিপ্লবের নেতৃত্ব দেন- লেনিন।
  • ১৯১৮ সালের পূর্বে রাশিয়ার রাজধানী ছিল- পেট্রোগ্রাড।
  • রাশিয়ার প্রথম সম্রাট পিটার দি গ্রেট। তিনি দাড়ির উপর কর বসিয়েছিলেন।
  • রাশিয়ার সর্বশেষ সম্রাট- ২য় নিকোলাস। 
  • রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি ছিল- জার।
  • রুশ বিপ্লব মাধ্যমে জার শাসনের অবসান ঘটে ১৯১৭ সালে।
  • উন্নয়নে 'পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক দেশ রাশিয়ার স্ট্যালিন ।
  • রুশ বিপ্লবের স্থায়িত্বকাল ছিল- ১০ দিন। তাই এর অন্য নাম ১০ দিনের বিপ্লব। 
  • রুশ বিপ্লবের মহাননায়ক ভলাদিমির লেনিন তার পুরো নাম- ভলাদিমির উলিয়ানভ লেনিন ।
  • সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিক ভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় ২১ ডিসেম্বর ১৯৯১ সালে।
  •  রুশ বিপ্লব ও রাশিয়ার গৃহযুদ্ধের সময়কালীন বলশেভিক বিপ্লবী রুশ বাহিনী 'রেড আর্মি
  • প্রগতিশীল মেনশেভিকদের বাহিনী ছিল হোয়াইট আর্মি।
  • সোভিয়েত সেনাবাহিনীর নাম পরবর্তীতে রেড আর্মি করা হয়।
  • রাশিয়ার কাস্তে হাতুড়ির নতুন প্রতীক- দুইমাথাযুক্ত ঈগল। 
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াকে।
  • বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা Father of all bombs তৈরি করে রাশিয়া।
  • বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র-সোভিয়েত ইউনিয়ন (১৯২২)
  • সমাজতন্ত্রের ধারণা দেন- কার্ল মার্কস। কার্ল মার্কস ছিলেন- জার্মানির দার্শনিক।
Content added By
Promotion