ব্যাকটেরিওফাজ এর পরিচয়

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র | NCTB BOOK

ব্যাকটেরিওফাজঃ

 Phage (ফাজ) একটি গ্রিক শব্দ যার বাংলা আভিধানিক অর্থ ভক্ষণ করা বা( to eat) এরা জীবদেহের অভ্যন্তরে সংক্রমণের মাধ্যমে বংশ বৃদ্ধি ঘটিয়ে জীবকে (পোষককে) ধ্বংস করে। (ব্যাকটেরিয়ার দেহাভ্যন্তরে (কোষের ভিতর) বংশ বৃদ্ধি ঘটিয়ে যারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে। উদাহরণ- T2 ফাজ। ১৯১৭ খ্রিস্টাব্দে বিজ্ঞানী দ্য হেরেলী ফেলিক্স (d'Herelle Felix) এই ভাইরাসকে ব্যাকটেরিয়া ভাইরাস বা ব্যাকটেরিওফাজ বা ফাজ নামে অভিহিত করেন।

Content added By
এনজাইম সমৃদ্ধ
প্রতিলিপির মাধ্যমে বংশবৃদ্ধি করে
অকোষী
জীবন্ত আশ্রয় আবশ্যক
ফ্ল্যাজেলা
মাইটোকন্ড্রিয়া
কোষপ্রাচীর
প্লাসমিড
Promotion