মাছ

- সাধারণ বিজ্ঞান - জীব বিজ্ঞান | | NCTB BOOK
10

মাছ (Chondrichthyes + Osteichthyes)

মাছ পানিতে বাস করে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে মাছ অক্সিজেন নেয়। এদের পাখনা আছে। পাখনার সাহায্যে এরা সাঁতার কাঁটে। অধিকাংশ স্বাদু পানির অসটিকথিস শ্রেণিভুক্ত। যেমন- রুই, কাতলা, তেলাপিয়া প্রভৃতি।

• সবচেয়ে দ্রুতগামী মাছ টুনামাছ।

• হাঙ্গর (Shark) কনড্রিকথিস শ্রেণিভূক্ত তরুণাস্থি এক ধরণের শিকারী সামুদ্রিক মাছ।

• তেলাপিয়া মাছ মুখে ডিম রেখে বাচ্চা ফুটায়।

• ক্যাটল ফিসের তিনটি হৃদপিন্ড থাকে।

• পিরানহা রাক্ষুসে মাছ। পিরানহার চোয়াল ছোট হলেও ত্রিভূজাকৃতির ক্ষুরের মত দুই পাটি দাঁত থাকে যা দ্বারা শিকারকে সহজেই মেরে ফেলতে পারে।

• লাংফিস অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় পাওয়া যায়।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

নীল তিমি
তিমি হাঙর
সামুদ্রিক সানফিশ
তুনা মাছ
টারটারিক এসিড
ফরমিক এসিড
ইরোসিক এসিড
লিনোলিক এসিড
রেশম চাষ
মৎস চাষ
ফল চাষ
পাখি পালন
মাঝে মাঝে পানির ওপর নাক তুলে
পানির অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
পটকার মাধ্যমে জমানো বাতাস হতে
পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

Read more

Promotion