মৌলিক তথ্য
আমেরিকা আবিষ্কার করেন ইতালিয় নাবিক কলম্বাস ১৪৯২ সালে। আমেরিগো ভেসপুচি আমেরিকায় আসেন ১৪৯৭ সালে। পরবর্তীতে তার নামে আমেরিকা নামকরণ হয়। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল ১৩টি রাজ্য নিয়ে। ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে উপনিবেশ স্থাপন করে ১৬০৭ খ্রিস্টাব্দে। বর্তমানে আমেরিকার ৫০টি রাজ্য রয়েছে। ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতা ঘোষণা করে।
আমেরিকার স্বাধীনতা
প্রশাসনিক কাঠামো
যুক্তরাষ্ট্র গঠিত হয় ৫০টি অঙ্গরাজ্য এবং একটি স্বাধীন ফেডারেল জেলা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় ১৩টি রেখা এবং ৫০টি তারা। ১৩টি রেখা দ্বারা স্বাধীনতা যুদ্ধের সময়কালীন ১৩টি রাজ্যকে বোঝানো হয়েছে এবং ৫০টি তারকা দিয়ে ৫০টি অঙ্গরাজ্যকে বোঝানো হয়েছে।
বিশ্ব বাণিজ্য কেন্দ্র
আমেরিকার বিদেশের মাটিতে প্রথম যুদ্ধ
আমেরিকানদের অন্যতম লাভজনক সংঘাত হলো মেক্সিকো যুদ্ধ। ১৮৪৬ থেকে ১৮৪৮ সালের মধ্যে সংঘটিত মেক্সিকো- আমেরিকা যুদ্ধটি হলো বিদেশের মাটিতে আমেরিকার প্রথম যুদ্ধ। এই যুদ্ধটি ছিল রাজনৈতিকভাবে বিভক্ত এবং অপ্রস্তুত মেক্সিকোর বিরুদ্ধে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জেমস কে পোলকের চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ। এর উদ্দেশ্য ছিল আমেরিকার সীমানাকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করা। তৎকালীন আমেরিকা এবং মেক্সিকোর মধ্যবর্তী রিও গ্র্যান্ডে যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধে একে একে আমেরিকা জিততে থাকে। চূড়ান্তভাবে জয়ী হওয়ার পর মেক্সিকোর ভূখণ্ডের ৩ ভাগের ১ ভাগ ভূখণ্ড আমেরিকার দখলে চলে আসে।
১. বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী।
২. Democracy is a government of the people by the people and for the people.
'My Life'.
The President is Missing (Novel).
জো বাইডেনের বিখ্যাত গ্রন্থ:
“Promises to Keep ”
"Promise Me, Dad"
Ask not what your country can do for you, ask you can do for your country.
Let us never negotiate out of fear, but let us never fear to negotiate.
আমেরিকার সংবিধান
পার্লামেন্ট ও নির্বাচন
কংগ্রেস | আসন সংখ্যা |
---|---|
উচ্চ কক্ষ (সিনেট) | ১০০টি |
নিম্ন কক্ষ (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) | ৪৩৫ টি |
সংরক্ষিত আসন | ৩ টি |
লক্ষ্য- পঞ্চাশের দশকে ইন্দোচীনে সমাজতন্ত্রীদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপ।
তত্ত্বে বলা হয়েছে- কোন একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
আরও দেখুন...