লজিক গেইট

তথ্য প্রযুক্তি - কম্পিউটার (Computer) - লজিক গেইট

লজিক গেইট (Logic Gate) হলো একটি মৌলিক বৈদ্যুতিন ডিভাইস যা একটি বা একাধিক ইনপুট সিগন্যালের উপর ভিত্তি করে একটি আউটপুট সিগন্যাল তৈরি করে। লজিক গেইটগুলি ডিজিটাল সার্কিটের মূল উপাদান এবং তারা সংখ্যাগত তথ্য প্রক্রিয়াকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি মূলত কম্পিউটার, ডিজিটাল কন্ট্রোল সিস্টেম, এবং অন্যান্য বৈদ্যুতিন ডিভাইসগুলিতে ব্যবহৃত হয়।


লজিক গেইট (Logic Gate)

লজিক গেট (Logic Gate): লজিক বা যৌক্তিক গেট হলাে এক ধরনের ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস যা বুলিয়ান এলজেবরা ব্যবহার করে বিভিন্ন ধরনের যৌক্তিক অপারেশন বা লজিক অপারেশন করে থাকে। বিভিন্ন ধরনের লজিক গেটের মধ্যে মৌলিক গেট হলাে- AND গেট, OR গেট এবং NOT গেট। এসব গেট ব্যবহার করে অন্যান্য যৌক্তিক গেট তৈরি করা যায়।
 

মৌলিক গেটযৌগিক গেট
AND, OR এবং NOTNAND গেট, NOR গেট, XOR গেট, এবং XNOR গেট

 

গেট (Gate)বৈশিষ্ট্য
OR গেট

দুই বা ততােধিক ইনপুট এবং একটি মাত্র। আউটপুট থাকে। এখানে আউটপুট ইনপুট
যৌক্তিক যােগের সমান। সবগুলাে ইনপুট ০ হলে আউটপুট ০ হয়। যেকোন একটি ১ হলে আউটপুট ১ হয়।

InputOutput
ABY=A+B
000
011
101
111

অর গেটের সত্যক সারণি

AND গেট

দুই বা ততােধিক ইনপুট এবং একটি মাত্র । আউটপুট থাকে। এখানে আউটপুট ইনপুটগুলাে। যৌক্তিক গুণফলের সমান। সবগুলাে ইনপুট ১ হলে আউটপুট ১ হয়।। যেকোন একটি ০ হলে আউটপুট ০ হয়।

InputOutput
ABY=A.B
000
010
100
111

অ্যান্ড গেটের সত্যক সারণি

NOT গেট

একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। এটি এমন একটি গেট যা আউটপুট, ইনপুটের বিপরীত মান।

InputOutput
AB
01
10

নট গেটের সত্যক সারণি

NOR গেটOR গেট ও NOT গেট এর সমন্বিত গেটকে নর গেট বলে।
NAND গেটAND গেট ও NOT গেট এর সমন্বিত গেট হল ন্যান্ড গেট।
XOR গেটExclusive ORএর সংক্ষিপ্ত রূপ হলাে XOR। XOR গেট মৌলিক গেট দিয়ে তৈরি করা হয়।
XNOR গেটXOR গেট ও NOT গেট এর সমন্বিত গেটের নাম XNOR।
Content added By
Content updated By
output 1 if any input is 1
output 1 if all inputs are 1
output 0 if any input is 1
one input and one output
No input and no output

Promotion

Promotion