সৌরজগতের ৮ টি গ্রহ

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
5

বৃহস্পতি-Jupiter

0
  • বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ বা দৈত্য গ্রহ ।
  • সবচেয়ে বড় গ্রহ বলে একে গ্রহরাজ বলা হয়।
  • আয়তনে বৃহস্পতি পৃথিবীর চেয়ে ১,৩০০০ গুণ বড়।
Content added By

বুধ-Mercury

2
  • সূর্যের নিকটতম গ্রহ ।
  • সৌরজগতের ক্ষুদ্রতম এবং দ্রুততম গ্রহ। 
  • এটি সবচেয়ে কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে।
  • দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য সর্বাধিক ।
  • সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে ৮৮ দিন।

 

Content added By

শুক্র-Venus

0
  • পৃথিবীর নিকটতম গ্রহ ।
  • সৌরজগতের উষ্ণতম গ্রহ।
  •  সূর্য পরিক্রমণের সময় ২২৫ দিন
  • উষ্ণতম ও উজ্জ্বলতম গ্রহের নাম শুক্র।
  • রাত্রি ও দিনের তাপমাত্রার পরিমান এক।
  • পূর্ব থেকে পশ্চিম বা দক্ষিণাবর্তী (Clockwise) আবর্তন করে ।
  • ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা নামে পরিচিত।
Content added By

পৃথিবী-Earth

0
  • পৃথিবী সূর্যের তৃতীয় গ্রহ।
  • পৃথিবী নিকটতম গ্রহ শুক্র।
  • আবর্তনের সময় ২৪ ঘন্টা উপগ্রহের সংখ্যা ১ টি চাঁদ।
  • পৃথিবীকে নীল গ্রহ বলা হয় ।
  • সূর্যকে একবার আবর্তন করতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। 
Content added By

মঙ্গল-Mars

0
  • মঙ্গল গ্রহের আকাশের রঙ গোলাপী।
  • মঙ্গলকে লালগ্রহ বলা হয় । 
  • উপগ্রহের সংখ্যা- ৬৯টি
Content added By

শনি-Saturn

1
  • সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ
  • আবর্তনের সময় ১০ ঘন্টা ১৪ মিনিট।
  • উপগ্রহের সংখ্যা ৬২টি 
  • উজ্জ্বল বলয়যুক্ত ।
  • এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক, যাকে ঘিরে আছে হাজার হাজার বলয়।
Content added By

ইউরেনাস-uranus

1
  • ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ।
  • সবুজ গ্রহ নামে পরিচিত ।
  • উপগ্রহের সংখ্যা  ২৭টি
  • ৯ টি অস্পষ্ট বলয়যুক্ত ।

 

Content added By

নেপচুন-Neptune

0
  • সৌরজগতের শীতলতম গ্রহ- নেপচুন
  • সূর্য হতে সবচেয়ে দূরবর্তী গ্রহ 
  • সূর্য পরিক্রমণের সময় ১৬৪.৭৯ বছর।
  •  সূর্যকে প্রদক্ষিণ করতে নেপচুনের সবচেয়ে বেশি সময় লাগে।
Content added By
Promotion