Summary
হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাঙ ভারত সফর করেন।
তিনি নালন্দা মহাবিহারের অধ্যক্ষ শীলভদ্রের কাছে ১৪ বছর বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন এবং 'সাত সিন্ধি' নামে একটি গ্রন্থ রচনা করেন।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকরা ছিলেন নাগার্জুন, আর্যদেব, শীলভদ্র, এবং ধর্মপাল।
হিউয়েন সাঙ শশাঙ্ককে বৌদ্ধ ধর্মবিদ্বেষী হিসেবে চিহ্নিত করেন। সভাকৰি বানভী হর্ষবর্ধনের জীবনী 'হর্ষচরিত' রচনা করেন।
হর্ষবর্ধনের রাজত্বকালের চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাঙ ভারত সফরে আসেন। হিউয়েন সাঙ নালন্দা মহাবিহারের অধ্যক্ষ শীলভদ্রের কাছে ১৪ বছর বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। হিউয়েন সাত সিন্ধি নামে এক গ্রন্থ রচনা করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক নাগার্জুন, আর্যদেব, শীলভদ্র, ধর্মপাল। হিউয়েন সাত রাজা শশাঙ্ককে বৌদ্ধধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করেন। সভাকৰি বানভী হর্ষবর্ধনের জীবনীমূলক গ্রন্থ 'হর্ষচরিত' রচনা করেন।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more
Related Exams
রাজশাহী বিশ্ববিদ্যালয় A- Unit ( অবিজ্ঞান ) মডেল টেস্ট ||
রাজশাহী বিশ্ববিদ্যালয় A- Unit মডেল টেস্ট ||
মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা এক্সাম ব্যাচ ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট) স্পেশা...