SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - শিক্ষা কমিশন

দেশের প্রথম শিক্ষা কমিশন: কুদরত-ই- খুদা শিক্ষা কমিশন (১৯৭৪)

  • কুদরত-ই- খুদা শিক্ষা কমিশনের সুপারিশের আলোকে জাতীয় কারিকুলাম এবং সিলেবাস প্রণয়নের জন্য দেশের ৫১ জন স্বনামধন্য শিক্ষাবিদকে নিয়ে ১৯৭৬ সালে একটি জাতীয় কমিটি গঠন করা হয়।
  • কমিশন রিপোর্টর নাম: বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট- ১৯৭২।
  • কমিশন রিপোর্ট প্রকাশ করা হয়- ১৯৭৪ সালে ।
  • কমিশনের প্রধান ড. কুদরত-ই-খুদা
  • কুদরত-ই-খুদা কমিশন অনুযায়ী শিক্ষার স্তর ৩টি যথাঃ
  1. প্রাথমিক শিক্ষা: ৮ম শেণি পর্যন্ত
  2. মাধ্যমিক শিক্ষা নবম থেকে দ্বাদশ শিক্ষা
  3. স্নাতক শিক্ষা: ৪ বছর

সর্বশেষ ৩য় শিক্ষা কমিশন ২০০৯

১৯৭৪ সালের কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন রিপোর্ট এবং ১৯৯৭ সালের শামসুল হক শিক্ষা কমিশন রিপে আলোকে একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করে। এই কমিটির সুপারিশেই ২০১০ সালের শিক্ষানীতি প্রণীত হয়।

  • শিক্ষানীতি ২০১০ প্রণয়ন কমিটির চেয়ারম্যান কবীর চৌধুরী
  • জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে বাংলাদেশের শিক্ষাস্তর।
  1. প্রাথমিক শিক্ষার স্তর হবে ৮ বছর (প্রথম শ্রেণি থেকে ৮ম শ্রেণি)
  2. মাধ্যমিক শিক্ষার স্তর হবে ৪ বছর (৯ম শ্রেণি থেকে ১২শ শ্রেণি)
  3. উচ্চতর শিক্ষার স্তর: স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি।

প্রাথমিক শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়

  • দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় ১৯৯০ সালে।
  • দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনটি চালু করা হয় ১৯৯২ সালে।
  • সারাদেশে সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা চালু হয় ১ জানুয়ারি, ১৯৯৩ সালে।
  • প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয় ২০০২ সালে ।
  • প্রাথমিক শিক্ষা সমাপনী (PEC) পরীক্ষার প্রচলন করা হয় ২০০৯ সালে।
  • বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বয়স: ৬-১১ বছর।
  • প্রাথমিকে শিক্ষকতায় নারী শিক্ষক নিয়োগ দান করা হয় ৬০ ভাগ ।
  • উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় ১৯৩০ সালে ।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন ১৯৭৩ সালে।
  • প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রথম সুপারিশ করে প্রথম জাতীয় শিক্ষা কমিটি (১৯৭৪)।
Content added || updated By
অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী
অধ্যাপক আনিসুজ্জামান
অধ্যাপক এম শামসুল হক
অধ্যাপক কবীর চৌধুরী

Promotion

Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.