ইলেকট্রোড নির্বাচনের জন্য নিচের বিষয়গুলোর বিবেচনা করতে হয়।
কোন ধাতুকে ওরেল্ডিং করতে হবে?
ধাতুর গুরুত্ব কেমন?
কোন ধরনের জোড়া?
কোন অবস্থানে ওয়েন্ডিং হবে?
কোন ধরনের কারেন্ট (এসি অথবা ডিসি)
বেশি পুরুত্বের পাতের জন্য মোটা ইলেকট্রোড এবং কম গুরুত্বের পাতের জন্য চিকন ইলেকট্রোড নিতে হয়। এক্ষেত্রে উক্ত পুরুত্বের জন্য ১০ গেজি ইলেকট্রোড ব্যবহার করতে হবে।