SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Job

Adjective Clause

যে Clause কোনো Noun বা Pronoun-এর পরে বসে এটিকে বিশেষিত (modify) করে তাকে Adjective Clause বলে। এ ধরনের Clause-এর শুরুতে who, whom, whose, which, that, where, when, why of Conjunction থাকে। সাধারণভাবে Adjective Clause-গুলো relative pronoun দ্বারা শুরু হয়ে থাকে । Adjective Clause-এর Relative Pronoun নিম্নোক্ত অবস্থান নিতে পারে :

A. Subject: The man who came here is my brother.

B. Object: The man whom you saw here is my brother.

C. Object of Preposition The man to whom you spoke is my brother.

D. Possessive: The man whose car broke down is my brother.

>>>Adjective Clause-এর Relative Pronoun যদি object-এর স্থলে থাকে তাহলে সেই Relative Pronoun-কে বাদ দেয়া যায়। 

যেমন— The man whom you saw here is brother। বাক্যটিতে Whom, object-এর  থাকায় এটিকে বাদ দিয়ে লেখা যায় এভাবে—

The man you saw here is my brother.

The news he gave me was false.

>>>Adjective Clause-এর Relative Pronoun যদি Preposition-এর  Object-এর স্থলে বসে তাহলে সেই relative pronoun-কে বাদ দেয়া যায়। তবে শর্ত হলো। তখন Preposition-টি clause-এর verb-এর পরে বসে।

যেমন—The man you spoke to is my brother.

>>>When, where, why বা how দিয়ে শুরু হওয়া কোনো Clause যদি তার পূর্ববর্তী Noun/Pronoun- কে modify বা বিশেষিত করে তখন ঐ Clause-টি Adjective Clause হয়ে যায়।

I remember the place where I was born.

I knew the reason why he was angry.

Content added || updated By

যে relative clause-গুলো noun-কে define (সংজ্ঞায়িত) বা identify (সনাক্ত) করে সেইসব relative clause কে defining/identifying/ restrictive relative clause বলে।

 What's the name of the tall man who just came in?

Content added By

যে relative clause-গুলো noun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেসব relative clause কে non-defining /non-identifying/non-restrictive relative clause বলে। যে, relative clause-টি noun-এর পর কমা (,) দিয়ে পরবর্তী clause টি লিখতে হয়।

This is Ms Rogers, who's joining the firm next week.

Content added By

আরও দেখুন...

Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.