আইসোটোপ: একই মৌলের এমন সব পরমাণুকে আইসোটোপ বলে, যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। অর্থাৎ, আইসোটোপের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন।
আপেক্ষিক পরিমাণ: কোনো মৌলে বিভিন্ন আইসোটোপ থাকলে, প্রকৃতিতে সেই মৌলের বিভিন্ন আইসোটোপের যে পরিমাণে উপস্থিত থাকে, তাকে সেই আইসোটোপের আপেক্ষিক পরিমাণ বলে।
মৌলের পারমাণবিক ভর: কোনো মৌলের একটি পরমাণুর গড় ভরকে মৌলের পারমাণবিক ভর বলে।
পরমাণু সম্পর্কে আলোচনা করার সময়, আমরা প্রায়ই আইসোটোপ, আইসোবার, আইসোটোন ইত্যাদি শব্দ শুনি। এই শব্দগুলো মনে হলে একই ধরনের, কিন্তু আসলে এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আসুন এই পার্থক্যগুলো বিস্তারিতভাবে জেনে নিই।
সারণি:
শব্দ | সংজ্ঞা | উদাহরণ |
---|---|---|
আইসোটোপ | একই মৌল, ভিন্ন নিউট্রন | H-1, H-2, H-3 |
আইসোবার | ভিন্ন মৌল, সমান ভর সংখ্যা | C-14, N-14 |
আইসোটোন | ভিন্ন মৌল, সমান নিউট্রন | C-14, N-15 |
আইসোমার | একই মৌল, একই ভর সংখ্যা, ভিন্ন নিউক্লিয়ার বিন্যাস | কার্বন-14 এর দুটি আইসোমার |
আইসোইলেকট্রনিক | ভিন্ন মৌল, সমান ইলেকট্রন | Na+, Mg2+, Al3+, Ne |
আইসোষ্টার | ভিন্ন মৌল, সমান পরমাণু, সমান ইলেকট্রন, একই ইলেকট্রনিক কনফিগারেশন | CO, N₂ |