এখানে গুরুত্বপূর্ণ কিছু শব্দের Definition বা সংজ্ঞা দেয়া হলো।
(a) Stocking : Long socks (লম্বা মোজা)
(b) Cul-de-sac : A street that is closed at one end; dead end কানাগলি, যে রাস্তার এক পাশ বন্ধ।
(C) Parcel : শব্দটির দু'টি অর্থ আছে : (১) ডাকে পাঠানো পার্সেল (২) a small piece of land - ছোট্ট একখণ্ড জমি।
(d) Ruminant: Any animal that brings back food from its stomach and chews it again. যেসব প্রাণী খাওয়ার পর পাকস্থলী থেকে পুনরায় খাবার উদগীরণ করে চিবায় তাদেরকে Ruminant বা জাবর কাটা প্রাণী বলে।
(e)Cohesive : কোনো বস্তুর বিভিন্ন অংশ যদি সংঘবদ্ধভাবে একে অপরের সাথে শক্তভাবে লেগে থাকে তাহলে তাকে বলে Cohesion যার Adjective হচ্ছে Cohesive
(f) Euphemism: An indirect word or phrase that people often use to refer to something unpleasant, sometimes to make it seem more
acceptable than it really is. কোনো অপ্রিয় বিষয়কে পরোক্ষভাবে অন্য শব্দ দ্বারা প্রিয়, গ্রহণযোগ্য করে উপস্থাপন করাকে Euphemism বলা হয়।
(g) Ecological : প্রাণী ও পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করে Ecology। তাই Ecological শব্দটি পরিবেশের সাথে সংশ্লিষ্ট।
(h) Ordinance: সাধারণত বিশেষ ধরনের আইনকে ordinance বা অধ্যাদেশ বলা হয়।
(i) Fantasy: কল্পিত কোনো গল্পকে Fantasy বলে।
(G) Razzmatazz শব্দটির অর্থ- গোলমাল ।
(k) Blockbuster: কোনো বিল্ডিং বা দালান ধ্বংস করার জন্য ব্যবহৃত বিস্ফোরককে blockbuster বলে। তেমনি আলোড়ন সৃষ্টিকারী বিষয় বা চলচ্চিত্রকেও blockbuster বলা হয় । ।
(I) Stagflation অর্থ অর্থনৈতিক মন্দাভাব।
(m) Homogeneous - একই জাতীয়।
(n) Pneumatic – বায়ু দ্বারা চালিত।
(o) Geriatric - বৃদ্ধ লোক সংক্রান্ত ।
(p) Plebiscite- সকল যোগ্য নাগরিকের ভোট, গণভোট।
(q) Bibliography- - গ্রন্থপঞ্জি ।
(R) Inauguration -- উদ্বোধন।
(S) Paranoid: ভ্রমগ্রস্ত ব্যক্তি।
(t) Quorum : কোনো সংসদ বা সভা শুরু করার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন সংখ্যক সদস্যকে কোরাম বলে
আরও দেখুন...