জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়?

Created: 1 year ago | Updated: 1 month ago
Updated: 1 month ago

শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্লোগান- ‘শিক্ষাই আলো’
  • নীতিবাক্য- সত্যের জয় সুনিশ্চিত।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়- ১ জুলাই, ১৯২১ সালে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে অনুষদ ছিল ৩ টি কলা, বিজ্ঞান ও আইন অনুষদ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের পূর্বনাম একসময় চামেলি হাউজ ছিল- রোকেয়া হল ।
  • কার্জন হল অবস্থিত: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (প্রতিষ্ঠা- ১৯ ফেব্রুয়ারি ১৯০৪)।
  • প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছিল- ঢাকা হল (শহিদুল্লাহ হল), সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল ।

প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়

বিষয়

সংখ্যা

অনুষদ

০৩ টি

বিভাগ

১২ টি

হল

০৩টি

শিক্ষার্থী

৮৭৭ জন

শিক্ষক

১২ জন

আয়তন

৬০০ একর

জেনে নিই

  • প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ১বার- ৭ ফেব্রুয়ারি, ১৯২৬ সালে ।
  • রবীন্দ্রনাথ ঢাকায় এসেছিলেন ২ বার ১৮৯৮ ও ১৯২৬ সালে।
  • প্রথম চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন- ১৯৬৫ সালে।
  • ড. মুহাম্মদ শহিদুল্লাহ ও মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী- বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন।
  • বঙ্গবন্ধু ছিলেন- আইন বিভাগের ছাত্র, বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে- ইতিহাস বিভাগে।
  • বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা- বাংলা বিভাগের ছাত্রী ছিলেন।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদ হন- বরকত (রাষ্ট্রবিজ্ঞান)।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস- ২৩ আগস্ট [২০০৭ সালে সেনা হামলার প্রতিবাদে]
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস- ১৫ অক্টোবর [১৯৮৫ সালে জগন্নাথ হলে দূর্ঘটনার স্মরণে]
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জমি দান করেন- নওয়াব আলী চৌধুরী ও নবাব সলিমুল্লাহ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র অনাবাসিক হল বলা হয়- কার্জন হলকে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়- ১৯২৩ সালে।
  • মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দার্শনিক শহীদ হন- অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব (দর্শন বিভাগ)।
  • মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরহত্যা চালানো হয়- জগন্নাথ হল এবং ইকবাল হলে (বর্তমান নাম জহুরুল হক হল)।

যে ব্যক্তি প্রথম: ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথম

ব্যক্তি

আচার্য

লরেনস ডানডাস

মুসলিম উপাচার্য

স্যার এ এফ রহমান

বাঙ্গালী উপাচার্য

স্যার এ.এফ রহমান

পি এইচ ডি

জি. সি আই

নারী ডক্টরেড ডিগ্রি

ড. নীলিমা ইব্রাহীম

উপাচার্য

পি জে হার্টগ

প্রথম মুসলিম ছাত্রী

ফজিলাতুন্নেছা জোহা (গণিত)

ছাত্র থেকে উপাচার্য

মোয়াজ্জেম হোসেন(১৯৫২)

প্রথম শিক্ষিকা

করুণা কুনা গুপ্তা

প্রথম ছাত্রী

লীলা নাগ (ইংরেজি)

Content added || updated By
Promotion