‘ইউনেস্কো বাংলাদেশ বঙ্গব্নধু শেখ মুুজবুর রহমান আন্তর্জাতিক পুরষ্কার” যে বিষয়ে ঘোষিত হয়েছে?

Created: 2 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
  • UNESCO- United Nations Educational, Scientific and Cultural Organization.
  •  প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে।
  • সদর দপ্তর- ফ্রান্সের প্যারিসে।
  • বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে- UNESCO
  • বাংলাদেশ UNESCO এর সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে। 
  •  UNESCO থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়- যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
     

ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের ঐতিহ্য

স্থান

অবস্থান

ক্ষেত্র

ষাট গম্বুজ মসজিদ (১৯৮৫)বাগেরহাট

স্থাপত্য

সোমপুর বিহার (১৯৮৫)পাহাড়পুর, নওগাঁ

স্থাপত্য

সুন্দরবন (১৯৯৭) খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা।

 

উল্লেখ্য যে, বাউল গান, জামদানি শাড়ি, মোঙ্গল শোভাযাত্রা, শীতল পাটি, নওগাঁর নিকেতন নৃত্য ইত্যাদি স্পর্শকাতর সংস্কৃতির তালিকায় যুক্ত করেছে ইউনেস্কো।

Content added || updated By
Promotion