SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এশিয়ায় প্রলয়ঙ্ককরী সুনামির উৎস কোথায় ছিল?

Created: 6 years ago | Updated: 10 months ago

এশিয়ার কিহু তথ্য জেনে নিই

  • পৃথিবীর বৃহত্তম মহাদেশ- এশিয়া মহাদেশ।
  • এশিয়া মহাদেশে প্রায় মধ্যভাগ দিয়ে অদিক্রম করেছে ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা।
  • এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা ৪৪ টি।
  • Tiger of Bicycle নামে পরিচিত- ভিয়েতনাম
  • 'City of Fountains বলা হয়- তাসখন্দকে।
  • Father of Apple Tree বলা হয়- কাজাখস্তানকে এর 'আলামাআতা' শহরকে।
  • The Land of Fames' নামে পরিচিত- আজারবাইজান।
  • "নাগারনো কারাবাখ” নিয়ে বিরোধ রয়েছে- আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ।
  • মালদ্বীপের নিজেস্ব কোনো সেনাবাহিনী নেই।
  • ব্ল্যাক সেপ্টেম্বর' (১৯৭০) - ফিলিস্তিন ভিত্তিক একটি গেরিলা সংগঠন।
  • ন্যাটো (NATO)- তে মুসলিম সদস্য রাষ্ট্র- তুরস্ক ও আলবেনিয়া।
  • কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ সাধন করে- লন নল।
  • টিপু সুলতান শাসক ছিলেন- মহীশূরের।
  • লোহিত সাগরের আরেক নাম- সাইনাস আরা বিকাস ।
  • কুনলুন ও হিমালয়ের মধ্যে অবস্থিত- তিব্বত মালভূমি ।
  • পাকিস্তানের সীমান্ত বাহিনীর নাম- রেঞ্জার্স।
  • এশিয়ার কোন দেশটি যুক্তরাষ্ট্রের উপনিবেশ- ফিলিপাইন।
  • মুসলিম অধ্যুষিত 'মিন্দানাও দ্বীপ' অবস্থিত- ফিলিপাইনে ।
  • "আবু সায়াফ' গেরিলা সংঠন- ফিলিপাইনের।
  • বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন- বেনেজির ভুট্টো (পাকিস্তানের)।
  • জনসংখ্যায় বৃহত্তর মুসলিম দেশ- ইন্দোনেশিয়া।
  • দ্বৈত রাজনৈতিক দেশ হিসেবে অভিহিত করা হয়- তাইওয়ানকে।
  • বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক সম্পর্ক রয়েছে- তাইওয়ানের।
  • তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ ভ্যাটিকান সিটি।
  • লেবাননে নিয়মতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয় খ্রিস্টান, প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মুসলিম।
  • হিজবুল্লাহ' গেরিলা সংগঠনটি লেবাননে।
  • সংবিধান ও আইনসভা নেই সৌদি আরবের।
  • গোবি মরুভূমি- মঙ্গোলিয়ায় অবস্থিত।
  • তুর্কমেনিস্থানের ৮০% অঞ্চল জুড়ে কারাকোরাম পর্বতমালা অবস্থিত।
  • 'এশিয়ার সুইজারল্যান্ড' বলা হয়- ভুটানকে।
  • আরব দেশগুলো প্রাশ্চাত্য দেশগুলোর উপর তেল অবরোধ করে ১৯৭৩ সালে।
  • দুই ইয়েমেন একত্রিত হয়েছিল- ১৯৯০ সালে।
  • নৃতাত্ত্বিকভাবে মধ্যপ্রাচ্যের অধিকাংশ জাতিগোষ্ঠী- ককেশীয়।
  • জাপান কোরিয়া দখল করেছিল- ১৯১০ সালে।
  • মার্কিন যুক্তরাষ্ট্র কোরিয়ার উপর হস্তক্ষেপ করে- ১৯৫০ সালে।
  • উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল- ( ১৯৫০-১৯৫৩) সাল পর্যন্ত।
  • 'কোরীয় যুদ্ধ' এর অবসান ঘটে- ১৯৫৩ সালে ।
  • কোরীয় যুদ্ধ-কে কেন্দ্র করে জাতিসংঘে গৃহীত প্রস্তাবের নাম- শান্তির জন্য ঐক্য প্রস্তাব ।
  • উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম- ৩৮° অক্ষরেখা।
  • বিশ্বের অষ্টম পারমাণবিক অস্ত্রধর দেশের নাম- উত্তর কোরিয়া।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দক্ষিণ কোরিয়া অধীনে ছিল- জাপানের।
  • ‘মেমোগেট কেলেঙ্কারি' এর সাথে জড়িত নাম- পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি।
  • কখনো কোনো দেশের উপনিবেশ ছিলনা- থাইল্যান্ড (শ্বেত হস্তির দেশ)।
  • 'খাইল্যান্ড' শব্দের অর্থ- মুক্ত ভূমি(শ্যামদেশ)।
  • উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম নামক দুটি আলাদা রাষ্ট্রের অভ্যুদয় ঘটে- ১৯৫৪ সালে।
  • উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম মধ্যে যুদ্ধ সংঘটিত হয়- (১৯৫৫-১৯৭৫) সাল পর্যন্ত।
  • উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম পুনরায় একত্র হয়- ১৯৭৬ সালে ।
  • 'দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ 'হো সি মিন' নামটি জড়িত ভিয়েতনামের সাথে।
  • লি ডাক থো ছিলেন- ভিয়েতনামের নেতা।
  • এশিয়ার মাইনর বলা হয় ভূমধ্যসাগরের- পূর্ব উপকূলকে।
  • এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র- ফিলিপাইন।
  • এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র- শ্রীলংকা।
  • এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু- বেবা অন্তরীপ ।
  • এশিয়ার সবচেয়ে খরোস্রোতা নদী- সালউইন।
  • দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কায় সারা বছর বৃষ্টিপাত হয় ।
  • এশিয়ার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় সারা বছর পরিচলন বৃষ্টি হয়।
  • পৃথিবীর ৬০ ভাগ মানুষ এশিয়া মহাদেশে বাস করে।
  • এশিয়া মহাদেশের তথা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট; এশিয়া মহাদেশে অবস্থিত।
  • পৃথিবীর উচ্চতম মালভূমির নাম- পামির মালভূমি ।
  • মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী- ককেশীয়।
  • এশিয়ার মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয়- লেভান্ট
  • দক্ষিণ পূর্ব এশিয়া 'ওরিয়েন্ট অঞ্চলের' এর অন্তর্ভুক্ত ।
  • হেরাত, কান্দাহার, মজার ই-শরীফ আফগানিস্থানে অবস্থিত।
  • পরস্য উপসাগর বাহরাইন দ্বীপে অবস্থিত।
  • পৃথিবীর বৃহত্তম রেলপথ- ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ।
  • 'করনার স্টোন অব পিস' এই স্মৃতিসৌধটি অবস্থিত- ওকিনাওয়া, জাপান।
  • 'সুশী' ও 'সাশিমী' এক ধরনের খাবার জাপানি জনপ্রিয় খাবার।
  • ড্রাগন অর্থনীতির দেশ- দক্ষিন কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর।
  • বিদেশী বিনিয়োগ করতে সেকেন্ডহোম প্রোগ্রাম চালু করে- মালয়েশিয়া।
  • পুত্রজায়া হল মালয়েশিয়ার প্রশাসনিক- রাজধানী।
  • ব্রুনাই-এর প্রধান আয়ের উৎস- পেট্রোলিয়াম
  • সিঙ্গাপুর একটি এশিয়ার - নগররাষ্ট্র ।
  • মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে যে দেশের সিঙ্গাপুর।
  • মধ্য এশিয়ায় অবস্থিত সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম- কাজাখস্তান ।
  • এশিয়ার চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও লাওসে একদলীয় শাসনব্যবস্থা বিদ্যমান।
  • পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ- গডউইন অস্টিন (ভারত-পাকিস্তান)
  • সর্বোচ্চ ভবন-বুর্জ দুবাই/বুর্জ খলিফা (৮২৮মিটার/১৭১৭ ফুট)।
  • এশিয়া ও ইউরোপ মহাদেশকে একত্রে বলা হয়- ইউরেশিয়া।
  • এশিয়া আফ্রিকা মহাদেশকে একত্রে বলা হয়- আফ্রোশিয়া ।
  • গ্রিস ও তুরস্কের বিবাদের কারণ- সাইপ্রাস।
  • পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর- জেরিকো (ফিলিস্তিন)।

আলোচিত অঞ্চল

  • গোল্ডেন ট্রায়াঙ্গেল: মায়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমান্তে অবস্থিত পপি উৎপাদনকারী অঞ্চল ।
  • গোল্ডেন ক্রিসেন্ট : আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল ।
  • গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত ।
  • গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।
Content added By

Related Question

View More
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.