SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) - প্রাইমারী সেটআপ

অটোক্যাড সফ্টওয়্যার ওপেন করার পর আমরা কার্যকরভাবে কাজ করার জন্য এর ইন্টারফেসের কিছু সেটআপ করে থাকি, ফলে কাজ করার সময় নিজের প্রয়োজন অনুযায়ী কাজ করা যায়। অটোক্যাড ওপেন করার পর নিম্নলিখিত প্রাইমারী সেটআপগুলো সম্পাদন করা হয়-

১.৩.১ ইউনিট সেটআপ

অটোক্যাড ২০১৪ হইতে ২০২৩ ভার্সনের যে কোনো একটি ভার্সনে ফাইল ওপেন করে কমান্ড লাইনে Units লিখে এন্টার দিলে একটি ইউনিট সেটআপ ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্স থেকে প্রয়োজনীয় ইউনিট টাইপ, প্রিসিশন, ইনসার্শন স্কেল সিলেক্ট করে OK বাটনে ক্লিক করতে হবে।

যে কোনো ড্রয়িং এ একক একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণে ড্রয়িং করার পূর্বে একক নির্বাচন করা হয়। একক বা Units নির্বাচন করার জন্য নিম্নোক্ত ধাপ অনুসরন করে Units নির্বাচন করা হয়।

 

১.৩.২ এরিয়া বা Limits সেটআপ

 

১.৩.৩ অর্থো সেটআপ (Ortho Setup)

অটোক্যাডের অর্থো মোডটি নির্দিষ্ট দিকে কার্সার চলাচল সীমাবদ্ধ করতে ব্যবহৃত হয়। অর্থো বুটআগ বা শাটডাউন করতে ফাংশন কী (FS) ব্যবহার করা হয়। অর্থ বুটআপ থাকলে অংকনের রেখাগুলো আনুভূমিক ৰা উলম্ব ভাবে আঁকা যায় এবং অর্থ শাটডাউন থাকলে যে কোনো কোণে রেখা আঁকা যায়।

 

১.৩.৪ জুন সেটআপ

ড্রয়িং বা ডিজাইনকে কম্পিউটারের কার্য এরিয়ার মধ্যে রাখার জন্য ঘুম সেটআপ করা হয়। ঘুম সাধারণত ১১ প্রকার। প্রত্যেকটির এক একটি ফাংশন আছে। জুম অল (Zoom All) ব্যবহার করলে সকল প্রকার জুম একসাথে কাজ করে। এক্ষেত্রে কমান্ড লাইনে Zoom এর জন্য Z (এন্টার) এবং Zoom All এর জন্য A দিয়ে ঘুম ফাংশন কার্যকর করা যায়।

 

 

Content added By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.