Job

রহমান ট্রেডার্স এর নিম্নপ্রদত্ত রেওয়ামিল অবলম্বনে ২০২১ সালের ৩১শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী এবং উক্ত তারিখে কারবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করুন।

রেওয়ামিল ৩১ শে ডিসেম্বর, ২০২১

হিসাবের নাম ডেবিট ক্রেডিট

টাকা টাকা

মূলধন ১,৭৮,০০০

উত্তোলন ৫,০০০

কলকব্জা ৯৭,৬০০

আসবাবপত্র ৫০,০০০

১০% সরকারি সঞ্চয়পত্র ক্রয় ৩৮,০০০

(০১-০১-২০২১)

বিবিধ পাওনাদার ২০০০০

বিবিধ দেনাদার ১৭,৪০০

প্রারম্ভিক মজুত পণ্য ২,০০০

ক্রয় ১,৬৪,০০০

বিক্রয় ২,০৯,০০০

আন্তঃফেরত ৫,000

বহিঃফেরত 8,০০০

মজুরি ১৪,০০০

বাট্টা প্রাপ্তি ৫০০

বেতন (৮মাসের) ৮,০০০

আমদানি শুল্ক ৭,০০০

ক্রয় পরিবহণ ২০০০

বিজ্ঞাপন ২,৫০০

ভাড়া (১৩ মাসের) ১৩,০০০

দফতর খরচ ৪,৫০০

প্রাপ্য বিল ও প্রদেয় বিল ৩০০০ ২৫০০

জীবন বীমার প্রিমিয়াম ২০০০

আয়কর ৩০০০

নগদ তহবিল ২০০০

২০% বন্ধকী ঋণ (০১-০৭-২০২১) ৩০০০০

মূলধনের সুদ ও উত্তোলনের সুদ ৫০০০ ১০০০

------ ------
৪৪৫০০০ ৪৪৫০০০
------ ------
------ ------

সম্বয়সমূহ : (১) সমাপনী মজুত পণ্য ৪০,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে। উক্ত মজুত পণ্যের মধ্যে ৫,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে।

(২) মুনাফাবিহীন বিক্রয় ২,০০০ টাকা পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে।

(৩) মেশিন সংস্থাপন ব্যয় ২,৪০০ টাকা মজুরির অন্তভুর্ক্ত আছে। (মেশিনটি ০১-০১- ২০২১) তারিখে সংস্থাপন করা হয় ।

(৪) কলকব্জার উপর ১০% অবচয় ধার্য্য করতে হবে।

(৫) বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ৩,৫০০ টাকা। মোট বিজ্ঞাপনের অর্ধাংশ বিলম্বিত করতে হবে।

(৬) ম্যানেজারকে ২,০০০ টাকা কমিশন প্রদান করতে হবে।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

ব্যবসায় শিক্ষা

Please, contribute to add content.
Content
Promotion