SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Job

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ।। উপ-সহকারী প্রকৌশলী (27-05-2023) || 2023

All Question

চাঁদের কৌনিক দ্রুতি (Angular Velocity) হবে প্রদক্ষিণের কক্ষপথে পরিবৃত্তির কৌনিক পরিবর্তন প্রতি সময়কে নির্দেশ করে।

প্রদক্ষিণের কক্ষপথ পরিবৃত্তি করে চাঁদ প্রতি 27.3 দিনে। তাই চাঁদের কৌনিক দ্রুতি হবে:

কৌনিক দ্রুতি = (2 * পাই) / সময় (রেডিয়ান/সেকেন্ড)

এখানে সময় = 27.3 দিন = 27.3 * 24 * 60 * 60 সেকেন্ড (দিনের সেকেন্ডে রূপান্তরিত)

তাই, কৌনিক দ্রুতি = (2 * পাই) / (27.3 * 24 * 60 * 60)

এখন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 3.84x10^5 কিলোমিটার। আমাদের এটি মেট্রিক সিস্টেমে রূপান্তরিত করতে হবে:

দূরত্ব = 3.84x10^5 * 10^3 মিটার (কিলোমিটারের মিটারে রূপান্তরিত)

তাই, দূরত্ব = 3.84x10^8 মিটার

চাঁদের রৈখিক দ্রুতি (Linear Velocity) হবে পৃথিবী থেকে চাঁদের দূরত্বের পরিবর্তে প্রতি সময়ে যে দূরত্ব আবদ্ধ হয়।

রৈখিক দ্রুতি = দূরত্ব /সময় (মিটার/সেকেন্ড)

তাই, রৈখিক দ্রুতি = (3.84x10^8) / (27.3 * 24 * 60 * 60)

পরিসংখ্যান করলে, চাঁদের কৌনিক দ্রুতি প্রায় 2.661x10^-6 রেডিয়ান/সেকেন্ড এবং রৈখিক দ্রুতি প্রায় 1.408x10^3 মিটার/সেকেন্ড হবে।

1 year ago
Promotion