জাভাস্ক্রিপ্ট(Javascript) হচ্ছে ওয়েব এবং এইচটিএমএল-এর জন্য প্রোগ্রামিং ভাষা।
প্রোগ্রামিংয়ের সাহায্যে আপনি কম্পিউটারকে দিয়ে যা করাতে চান তাই করাতে পারবেন।
জাভাস্ক্রিপ্ট শেখাও অনেক সহজ।
আমাদের এই জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালটি আপনাকে জাভাস্ক্রিপ্টের মৌলিক ধারণা থেকে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামার হতে সাহায্য করবে।
আমাদের প্রতিটি পরিচ্ছেদে আছে অসংখ্য উদাহরণ সেকশন। আপনি উদাহরণ সেকশনে মাউস নিয়ে গেলে উপরের কোণায় কোড copy
করার একটি অপশন দেখতে পাবেন। copy
অপশনে মাউস ক্লিক করলে ক্লিপবোর্ডে কোড কপি হবে।
আপনি আপনার এডিটর ওপেন করে copy করা কোড paste করতে পারবেন। এছাড়া উদাহরণ সেকশনের নিচে উদাহরণের ফলাফলও দেখানো হয়েছে।
kt_satt_skill_example_id=10
ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য তিনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়।
জাভাস্ক্রিপ্ট এই ৩টি ল্যাংগুয়েজের মধ্যে অন্যতম যা প্রত্যেক ওয়েব ডেভেলপারের জন্যই জানা আবশ্যকঃ
১. এইচটিএমএল ওয়েব পেজের কন্টেন্ট সরবরাহ করে।
২. সিএসএস ওয়েব পেজের নকশা তৈরি করে।
৩. জাভাস্ক্রিপ্ট ওয়েব পেজের কাজের ধারা/আচরণ ঠিক করে।
এই টিউটোরিয়ালে জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট কিভাবে এইচটিএমএল এবং সিএসএসের সাথে কাজ করে সে সম্বন্ধে আলোচনা করা হয়েছে।
জাভাস্ক্রিপ্ট সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা।
চলুন উদাহরণের সাহায্যে জাভাস্ক্রিপ্টের কিছু ব্যবহার দেখি।
জাভাস্ক্রিপ্টে বহুবিধ মেথড রয়েছে তন্মধ্যে getElementById() মেথডটি অন্যতম।
এই উদাহরনে getElementById() মেথডটি id="test" যুক্ত এইচটিএমএল এলিমেন্টকে খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়েছে এবং এলিমেন্টের কন্টেন্ট "হ্যালো জাভাস্ক্রিপ্ট" দ্বারা পরিবর্তন করা হয়েছে।
এই উদাহরণটিতে ট্যাগের type এট্রিবিউট পরিবর্তন করা হয়েছেঃ
এইচটিএমএল এলিমেন্টের এট্রিবিউট পরিবর্তন করা থেকে এইচটিএমএল স্টাইল পরিবর্তন করা একটু ভিন্নঃ
এইচটিএমএল পেজের মধ্যে অথবা
অথবা উভয় ট্যাগ এর মধ্যে জাভাস্ক্রিপ্টকে রাখা যায়।
ট্যাগ এর মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয়।
আপনি যদি এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করতে চান তাহলে জাভাস্ক্রিপ্ট কোডকে অবশ্যই এবং
ট্যাগের মধ্যে লিখতে হবে।
জাভাস্ক্রিপ্ট এর পুরাতন ভার্সন সমূহে type
এট্রিবিউট ব্যবহার করা হত। যেমনঃ <
script
type
="
text/javascript
">
।
কিন্তু বর্তমানে আর এটার প্রয়োজন নাই। কারণ জাভাস্ক্রিপ্ট এইচটিএমএলের পূর্বনির্ধারিত স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ।
জাভাস্ক্রিপ্ট ফাংশন হচ্ছে একগুচ্ছ জাভাস্ক্রিপ্ট কোড যাকে আপনি "কল" করলে সম্পাদিত হবে।
উদাহরণস্বরূপঃ কোন ইভেন্ট(ঘটনা) ঘটলেই একটি ফাংশন সম্পাদিত হবে। যেমনঃ ব্যবহারকারী যদি মাউস ক্লিক করে।
পরবর্তীতে ফাংশন এবং ইভেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে আপনি যত খুশি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে/রাখতে পারবেন।
জাভাস্ক্রিপ্টকে এইচটিএমএলের অথবা
অথবা উভয়ের মধ্যেই রাখা যেতে পারে।
সবচেয়ে ভাল অভ্যাস হচ্ছে সকল কোড একই স্থানে রাখা। |
এই উদাহরণে জাভাস্ক্রিপ্ট ফাংশনকে এইচটিএমএল পেজের অংশে রাখা হয়েছে।
বাটনে ক্লিক করলে ফাংশনটি আপনার ডাকে সাড়া দিবেঃ
এই উদাহরণে জাভাস্ক্রিপ্ট ফাংশনকে এইচটিএমএল পেজের এলিমেন্টে রাখা হয়েছে
বাটনে ক্লিক করলে ফাংশনটি আপনার ডাকে সাড়া দিবেঃ
জাভাস্ক্রিপ্টকে এলিমেন্টের নিচের দিকে রাখা সবচেয়ে ভাল অভ্যাস।এতে আপনার পেজ দ্রুত লোড হয়। কারণ জাভাস্ক্রিপ্ট কম্পাইলার আপনার পেজকে ধীরগতি সম্পন্ন করে দিতে পারে। |
জাভাস্ক্রিপ্টকে বাহ্যিক(external) ফাইলের মধ্যেও রাখা যায়ঃ
একই ধরণের স্ক্রিপ্ট কোড যখন একাধিক ওয়েব পেজে ব্যবহার করার প্রয়োজন হয় তখন এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হয়।
জাভাস্ক্রিপ্ট ফাইলের ফাইল এক্সটেনশন হচ্ছে .js।
এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার জন্য জাভাস্ক্রিপ্ট ফাইলটি
ট্যাগের src
এট্রিবিউটের মধ্যে রাখুনঃ
এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট রেফারেন্স/ফাইলকে আপনি আপনার ইচ্ছামত অথবা
এর মধ্যে রাখতে পারেন।
রেফারেন্স কোডগুলো এমন আচরণ করে যেন এগুলোকে ট্যাগের মধ্যেই রাখা হয়েছে।
এক্সটার্নাল স্ক্রিপ্টের মধ্যে ট্যাগ ব্যবহার করা যাবে না। |
জাভাস্ক্রিপ্টকে এক্সটার্নাল ফাইলের মধ্যে রাখলে কিছু বিশেষ বিশেষ সুবিধা পাওয়া যায়ঃ
হোম-HOME পরিচিতি-Introduction ব্যবহার-Uses গঠনপ্রণালী-Syntax আউটপুট-Output তথ্যের ধরণ-Data Type চলক-Variable স্টেটমেন্ট-Statement মন্তব্য-Comment অপারেটর-Operator গণিত-Arithmetic এসাইনমেন্ট-Assignment ফাংশন-Function অবজেক্ট-Object স্কোপ-Scope ইভেন্ট-Event ধরণ পরিবর্তন-Type Conversion রেগুলার এক্সপ্রেশন-RegExp ভুল-Error জেসন-JSON হয়েস্টিং-Hoisting
বুলিয়ান-Boolean তুলনা-Comparison শর্তাবলী-Condition সুইচ-Switch ফর লুপ- For Loop হোয়াইল লুপ-While Loop ব্রেক-Break এবং কন্টিনিউ-continue
স্ট্রিং-String স্ট্রিং পদ্ধতি-String Method অ্যারে-Array অ্যারে পদ্ধতি -Array Method অ্যারে সর্ট-ArraySort
সংখ্যা-Number সংখ্যা পদ্ধতি-Number Method গণিত-Math তারিখ-Date তারিখ বিন্যাস-Date Format তারিখ পদ্ধতি-Date Method
ফাংশনের সংজ্ঞা-Definition ফাংশন প্যারামিটার-Parameter ফাংশনকে ডাকা-Invocation ফাংশন ক্লোজার-Closure
অবজেক্টের সংজ্ঞা-Definition অবজেক্ট প্রোপার্টি-Property অবজেক্ট মেথড-Method অবজেক্ট প্রোটোটাইপ-Prototype
ফর্ম বৈধকরণ-Validation ফর্ম এপিআই-API
ডোম(DOM) পরিচিতি ডোম মেথড-Method ডোম ডকুমেন্ট-Document ডোম এলিমেন্ট -Element ডোম এইচটিএমএল-HTML ডোম সিএসএস-CSS ডোম অ্যানিমেশন-Animation ডোম ঘটনা-Event ডোম ইভেন্টলিসেনার-EventListener ডোম নেভিগেশন-Navigation ডোম নোড-Node ডোম নোডতালিকা-Nodelist
উইন্ডো-Window স্ক্রিন-Screen লোকেশন-Location হিস্টোরি-History নেভিগেটর-Navigator পপআপ এলার্ট-Popup Alert টাইমিং-Timing কুকি-Cookie
জাভাস্ক্রিপ্ট অবজেক্ট এইচটিএমএল ডোম অবজেক্ট অপারেটর-Operator স্টেটমেন্ট-Statement অ্যারে-Array বুলিয়ান-Boolean স্ট্রিং-String সংখ্যা-Number রেগুলার এক্সপ্রেশন-RegExp গণিত-Math তারিখ-Date কনভার্শন-Conversion
আরও দেখুন...