অর্ধপরিবাহী ডায়োড

- সাধারণ বিজ্ঞান - ভৌতবিজ্ঞান | | NCTB BOOK

অর্ধপরিবাহী ডায়োড (Semiconductor Diode)

একটি p টাইপ অর্ধপরিবাহী ও একটি n টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জোড়া লাগিয়ে p-n জংশন ডায়োড তৈরি করা হয়। এটি মূলত রেকটিফায়ার হিসেবে কাজ করে। রেকটিফায়ার এসি (পরিবর্তী) প্রবাহকে ডিসি (একমুখী) প্রবাহে রূপান্তর করে।

ক) সন্মুখী ঝোঁক (Forward Bias) অবস্থায় থাকলে p-n জংশন দিয়ে তড়িৎপ্রবাহ চলবে।

খ) বিমুখী ঝোঁক (Reverse Bias) অবস্থায় থাকলে p-n জংশন দিয়ে কোন তড়িৎ প্রবাহ চলে না।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ক্যাপাসিটর হিসেবে
ট্রান্সফরমার হিসেবে
রেজিস্টর হিসেবে
রেক্টিফায়ার হিসেবে
Promotion