সাধারণ বিজ্ঞান

এসিড

- সাধারণ বিজ্ঞান - ভৌতবিজ্ঞান | NCTB BOOK

এসিড (Acid)

যদি কোনো যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপিনীয় হাইড্রোজেন পরমাণু থাকে এবং ১ প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো যৌগমূল দাস আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা যায় এবং যা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে অম্ল বলে। অন্যভাবে বলা যায়, যে যৌগ বা আয়ন অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে, তাকে অম্ল বলে। উদাহরণ: সালফিউরিক এসিড (H2SO4), নাইট্রিক এসিড (HNO3) ইত্যাদি। এসিড সাধারণত টকস্বাদযুক্ত হয়ে থাকে।

Content added By
খাদ্যদ্রব্য সংরক্ষণে
চামড়া সংরক্ষণে
আইপিএস এর ব্যাটারিতে
ফল পাকানোতে
এসিটিক এসিড
টারটারিক এসিড
সাইট্রিক এসিড
সালফিউরিক এসিড

আরও দেখুন...

Promotion