পরিমাপ

- সাধারণ বিজ্ঞান - ভৌতবিজ্ঞান | | NCTB BOOK

পরিমাপ

Measurement

কোন কিছু পরিমান নির্ণয় করাকে পরিমাপ বলে। পরিমাপের আদর্শ পরিমানকে পরিমাপের একক বলা হয়। যেমন: সময়ের পরিমাপ হচ্ছে সেকেন্ড, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার ইত্যাদি।

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

পরিমাপ

রাশি

ভৌতজগতে যা কিছু পরিমাপ যায় তাকে রাশি বলে। রাশি দুই প্রকার। যথা- মৌলিক রাশি এবং লব্ধ রাশি ।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

৩৬০ ডিগ্রি
২৬০ ডিগ্রি
১৮০ ডিগ্রি
৯০ ডিগ্রি

ইমিটার লেয়ারটি সর্বদা এন-টাইপ

ইমিটার লেয়ারটি সবচেয়ে বেশি প্রশস্ত

কালেক্টর লেয়ারের ডোপিং ঘনত্ব সবচেয়ে বেশি

কালেক্টর লেয়ার সবচেয়ে বেশি প্রশস্ত

সময় নির্ণায়ক যন্ত্র
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র
উত্তাপ পরিমাপক যন্ত্ৰ

রাশি পরিমাপের পদ্ধতি

Please, contribute by adding content to রাশি পরিমাপের পদ্ধতি.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

পরিমাপের যন্ত্রাদি

পরিমাপের যন্ত্রাদি (Measuring Instruments)

মিটার স্কেল (Metre Scale): পরীক্ষাগারে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র হলো মিটার স্কেল। একে মিটার স্কেল বলা হয় কারণ এর দৈর্ঘ্য ১ মিটার বা ১০০ সে.মি.। এই স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য সঠিকভাবে মাপা যায়।

 

ভার্নিয়ার স্কেল (Vernier Scale): মূল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আর একটি স্কেল ব্যবহার করা হয় তার নাম ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলকে মিটার স্কেলের সাথে ব্যবহার করে মিলিমিটারের ভগ্নাংশ (যেমন- ০.২ মি.মি., ০.৬ মি.মি ইত্যাদি) সঠিকভাবে নির্ণয় করা যায়। গণিত শাস্ত্রবিদ পিয়েরে ভার্নিয়ার এ স্কেল আবিষ্কার করেন। তাঁর নামানুসারে এ স্কেলের নাম ভার্নিয়ার স্কেল।

 

স্লাইড ক্যালিপার্স (Slide Callipers): স্লাইড ক্যালিপার্স যন্ত্রের সাহায্যে কোন বস্তুর দু প্রাতে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায়। এ যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে ভার্নিয়ার পদ্ধতি ব্যবহার করা বলে একে ভার্নিয়ার ক্যালিপার্সও বলা হয়। বস্তুর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, সিলিন্ডার বা বেলনের আয়তন নির্ণয়, ফাঁপা নলের অন্তঃব্যাস ও বহির্ব্যাস, গোলকের ব্যাস নির্ণয় ইত্যাদি পরিমাপে স্লাইড ক্যালিপার্স ব্যবহৃত হয়।

 

স্ক্রু গজ (The Screw Gauge): স্ক্রু গজ যন্ত্রের অপর নাম মাইক্রোমিটার স্ক্রু গজ। এ যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায়।।

 

তুলা যন্ত্র: বস্তু বা পদার্থের পরিমাণ যত কম হবে তার ভর পরিমাপের নিক্তি হতে হবে তত সূক্ষ্ম। এরকম একটি সূক্ষ্ম নিক্তি হলো তুলা যন্ত্র বা তুলা। পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার ল্যাবরেটরীতে খুব অল্প পরিমাণ জিনিসের ভর সূক্ষ্মভাবে পরিমাপের জন্য এই যন্ত্র ব্যবহৃত হয়।

 

স্প্রিং নিক্তি (Spring Balance): স্প্রিং নিক্তি একটি বিশেষ ধরনের নিক্তি বলা হয় কারণ এতে একটি ইস্পাতের পেচানো স্প্রিং থাকে। এই স্প্রিং এর এক প্রান্তে একটি রিং বা আংটা লাগানো থাকে এবং অপর প্রান্তে একটি ধাতুর শলাকার সাহায্যে একটি হুক লাগানো থাকে। যে বস্তুকে ওজন করতে হবে তা নিচের হুকে ঝুলানো হয়। স্প্রিং নিক্তির সাহায্যে সহজে যে কোনো স্থানে কোনো বস্তুর ওজন নির্ণয় ও বল পরিমাপ করা যায়।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

সময় নির্ণায়ক যন্ত্র
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র
উত্তাপ পরিমাপক যন্ত্ৰ

ক্যালোরিমিটার

স্ফিগমোম্যানোমিটার

অক্সানোমিটার

ক্রেসকোগ্রাফ

কৃত্রিম সার প্রয়োগ
পানি সেচ
মাটিতে নাইট্রোজেন
প্রাকৃতিক গ্যাস
Promotion