সাধারণ বিজ্ঞান

বায়ুমণ্ডল

- সাধারণ বিজ্ঞান - জীব বিজ্ঞান | NCTB BOOK

বায়ুমণ্ডল

ভূ-পৃষ্ঠের চারপাশে বায়ু আবরণকে বায়ুমণ্ডল বলে। এর গভীরতা প্রায় ১০,০০০ কি.মি.। মাধ্যাকর্ষণ শক্তির কারণে বায়ুমণ্ডল ভূ-পৃষ্ঠের সাথে লেপ্টে থাকে। বায়ু মণ্ডলের বয়স আনুমানিক প্রায় ( ৩০-৩৫) কোটি বছর।

Content added By
ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
পালের দাড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়

কার্বন-ডাই-অক্সাইডের আধিক্যে

সালফার ডাই-অক্সাইডের আধিক্যে

নাইট্রাস অক্সাইডের আধিক্যে

ক ও খ উভয়ই ঠিক

গায়ের ঘাম বের হতে দেয় না
বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে
পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়
সবুজ বৃক্ষ ধ্বংস হওয়া
নিম্ন ভূমি নিমজ্জিত হওয়া
সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাওয়া
তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
বায়ুর তাপ কমিয়ে দেয়
এসিড বৃষ্টিপাত ঘটায়
ওজন স্তর ধ্বংস করে
সোডিয়াম সালফেট
সোডিয়াম থায়োসালফেট
সিলভার ক্লোরাইড
সোডিয়াম বাইসালফেট
বায়ুর তাপ বৃদ্ধি করে।
এসিড বৃষ্টিপাত ঘটায়
ওজোনস্তর ধ্বংস করে
রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
ভূ-পৃষ্ঠে
ভৃ-পৃষ্ঠে থেকে ১০০০ মিটার উপরে
ভূ-কেন্দ্রে
ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার নিচে
কাচের তৈরি ঘর
সবুজ আলোর আলোকিত ঘর
সবুজ ভবনের নাম
সবুজ গাছপালা

আরও দেখুন...

Promotion