বিখ্যাত কবি ও সাহিত্যিক

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
Please, contribute by adding content to বিখ্যাত কবি ও সাহিত্যিক.
Content

ইমরুল কায়েস

  • ষষ্ঠ শতকে আরবি ভাষার শ্রেষ্ঠ কবি।
  • আরবের নজদ এলাকায় বর্তমান ইয়েমেনে জন্মগ্রহণ
  • মুয়াল্লাকা নামক বিখ্যাত কাব্য সংকলন তাঁরই সৃষ্টি।
Content added By

ফেরদৌসি

  • তিনি সুলতান মাহমুদের দরবারের সভাকবি ছিলেন।
  •  প্রাচীন ইরানের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ফারসি ভাষায় রচিত বিখ্যাত মহাকাব্য শাহনামা তারই সৃষ্টি। 
  • ৩০ বছরের অধিক সময় নিয়ে মহাকাব্য শাহনামা' রচনা করেন
  • তাঁকে 'প্রাচ্যের হোমার' বলে অভিহিত করা হয়।
Content added By

আল বেরুনী

  • বিখ্যাত মুসলিম জ্যোতির্বিদ আল বেরুনী বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। 
  • তিনি সর্বপ্রথম 'কিতাবুল তাফহিম-এ 'পৃথিবীর গোলাকার' মানচিত্র তৈরী করেন।
  • সুলতান মাহমুদের দরবারে জ্যোতির্বিদ হিসেবে কর্মরত ছিলেন।
  •  গণিত, জ্যামিতি ও বিশ্বের গঠন সম্পর্কে রচিত বিখ্যাত গ্রন্থ কিতাবুল তাফহিমা তাঁরই অসামান্য সৃষ্টি।
  •  "কিতাবুল হিন্দ' তাঁর একটি বিখ্যাত গ্রন্থ।
  • গজনীর সুলতান মাহমুদের পৃষ্ঠপোষকতায় ভারতে প্রায় ১২ বছর অবস্থান করেন।
Content added By

ওমর খৈয়াম

  • ওমর খৈয়াম পারস্যের (বর্তমান ইরান) বিখ্যাত কবি ও দার্শনিক।
  • বিখ্যাত 'রুবাইয়াত' (চতুষ্পদী কবিতা) গ্রন্থের রচয়িতা।
  • কবি কাজী নজরুল ইসলাম গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন রুবাইয়াত-ই-ওমর খৈয়াম নামে।
Content added By

জালাল উদ্দিন মুহাম্মদ রুমি

  • একজন ফারসি কবি সুফিতাত্ত্বিক, আইনজ্ঞ ও ধর্মতত্ত্ববিদ ছিলেন।
  • জালাল উদ্দিন মুহাম্মদ বালখী নামেও পরিচিত। 
  • তাঁর লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ 'মসনবী শরীফ'।
  • 'মসনবী শরীফ গ্রন্থে কুরআন ও আধ্যাত্মিক জীবন সম্পর্কিত রুমির গভীর উপলব্ধির বর্ণনা রয়েছে।
Content added By

শেখ সাদী

  • মধ্যযুগীয় ফারসি কবি শেখ সাদী ১২১০ ইরান করে। 
  •  তিনি নৈতিক চিন্তার গভীরতার জন্য স্বীকৃত।
  • তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে বুস্তা' ও 'গুলিস্তা নামক গ্রন্থ দুটি অন্যতম। 

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

তুলসীদাস

  • বিখ্যাত ভারতীয় কবি, দার্শনিক ও ধর্ম সংস্কারক।
  •  তাঁর বালানাম- রামবোলা । 
  • হিন্দু সম্প্রদায়ের দেবতা রামের জীবনকাহিনীর উপর রচিত বিখ্যাত মহাকাব্য 'রামচরিতমানস' তাঁরই সৃষ্টি।
Content added By

উইলিয়াম শেক্সপিয়ার

  • বিখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার ছিলেন।
  • ১৫৬৪ সালের ২৬ এপ্রিল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।
  • 'Bird of Avon' বলা হয় তাঁকে।

উল্লেখযোগ্য গ্রন্থ-

Hamlet, Antonio Cleopatra, King Lear, Othello, Twelfth Night,

 The Tempest, Romeo and Juliet, The Merchant of Venice
 

Content added By

হাফিজ

  • খ্যাতনামা ফারসি ভাষার কবি (ইরানের) আসল নাম শামসুদ্দীন মোহাম্মদ
  •  তিনি হাফিজ সিরাজি' নামে ইরানে পরিচিত।
  • তিনি 'বুলবুল-ই-সিরাজ' হিসেবে অধিক পরিচিত।
  •  কবি হাফিজের 'রুবাইয়াৎ-ই-হাফিজ' কবিতাটি অনুবাদ করেন- কাজী নজরুল ইসলাম ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

গিয়াসউদ্দীন আযম শাহ
আলাউদ্দীন হুসেন শাহ
ফখরুদ্দীন মোবারক শাহ
ইলিয়াস শাহ

জন মিল্টন

  • বিখ্যাত ইংরেজ কবি ও লেখক জন মিল্টন
  • ১৬০৮ সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন।
  •  'বাংলার জন মিল্টন বলা হয় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে।
  • তার বিখ্যাত মহাকাব্যের নাম- Paradise Lost, Paradise Regained

 

Content added By

গ্যাটে

  • বিখ্যাত জার্মান কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও দার্শনিক।
  • তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ- Faust, The Sorrows of Young Werther, Wilhelm Meister's Apprenticeship.
Content added By

আল্লামা ইকবাল

  • আল্লামা ইকবাল ব্রিটিশ ভারতের মুসলিম কবি
  • দার্শনিক আল্লামা ইকবাল ১৮৭৭ সালে জন্মগ্রহণ করেন তৎকালীন ভারতের পাঞ্জাব শহরে।
  • একই সাথে ফারসি ও উর্দু ভাষায় কবিতা রচনা করতেন।
  • তিনি পাকিস্তানের 'জাতীয় কবি' ও 'আধ্যাত্মিকতার জনক ।
  •  তিনি ইরানে ইকবাল-ই-লাহোরী' নামে পরিচিত।
  • তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ- আসরার-ই-খুদি, জবর-ই-কালিমা, শিকওয়া, শিকওয়া জবাব-ই- শিকওয়া । 
Content added By
Promotion