ব্যাক্টেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব

- সাধারণ বিজ্ঞান - জীব বিজ্ঞান | NCTB BOOK

ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব

ক) উপকারিতা

১) ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে। যেমন নাইট্রোব্যাক্টর (Nitrobactor)। এ ছাড়া মাটিতে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। ফলে মাটি উর্বর হয়। যেমন- অ্যাযোটোব্যাক্টর (Azotobactor), ক্লসট্রিডিয়াম (Clostridium)। শিম (Bean) জাতীয় উদ্ভিদের শিকড়ে এক ধরনের গুটলি দেখা যায়, যার ভিতরে রাইযোবিয়াম (Rhizobium) জাতীয় ব্যাকটেরিয়া থাকে। যা বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেট সারে রূপান্তরিত করে মাটির উর্বরতা বৃদ্ধি করে।

 

 

Content added By
Promotion