ব্রিটেন

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
  • রাষ্ট্রীয় নামঃ United Kingdom of Great Britain & Northern Ireland
  • রাজধানীঃ লন্ডন
  • ভাষাঃ ইংরেজি
  • মুদ্রাঃ পাউন্ড স্টার্লিং

গ্রেট ব্রিটেনের রাজ্য- ৪টি

  1. ইংল্যান্ড - লন্ডন
  2. ওয়েলস - কার্ডিফ
  3. স্কটল্যান্ড - এডিনবার্গ
  4. উত্তর আয়ারল্যান্ড - বেলফাস্ট

ব্রিটেনের কিছু তথ্যঃ

  • United Kingdom of Great Britain & Northern Ireland.
  • ১৭০৭ সালে রানী অ্যানির রাজত্বকালে ইংল্যান্ড ও স্কটল্যান্ড একত্রিত হয়ে 'গ্রেট ব্রিটেন এ পরিণত হয়।
  • আয়ারল্যান্ড ১৬০৩ সালে ব্রিটেনের অঙ্গরাজ্য পরিণত হয়।
  • পৃথিবীর প্রথম স্থায়ী ব্রিটিশ কলোনী জেমস টাউন।
  • CITY of FLIM বলা হয় ব্রাডফোর্ড শহরকে।
  • CITY of LITERATURE বলা হয় এডিনবার্গ (যুক্তরাজ্য) শহরকে।
  • ভিক্টোরিয়া ক্রস- ব্রিটেনের সর্বোচ্চ জাতীয় খেতাব।
  • ইউনিয়ন জ্যাক বলা হয়- ব্রিটেনের পতাকাকে।
  • আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয়- ব্রিটেনকে।
  • যুক্তরাজ্যের প্রধান বস্ত্রশিল্প অঞ্চল- ল্যাঙ্কাশায়ার।
  • শিল্প বিপ্লব শুরু হয়েছিল প্রথম ব্রিটেনে (১৭৬০-১৮৪০) সালে ।
  • উপমহাদেশের নীল চাষের সূচনা হয়- শিল্প বিপ্লবের ফলে।
  • ব্রিটেনে শিল্প বিপ্লব শুরু হয় অষ্টাদশ শতাব্দীতে।
  • উপমহাদেশের কুটির শিল্প ধ্বংস হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ।
  • ব্রিটেনের গৌরবময় বিপ্লব হয়- ১৬৮৮ সালে।
  • ট্রাফালগার স্কয়ার ও রুশ হাউজ অবস্থিত- লন্ডনে ।
  • ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে 'হোয়াইট হল' বলা হয়।
  • লন্ডনের একটি রাজপথের নাম- পলমল হল।
  • চান্সেলর অব এক্সচেকার ব্রিটেনের- অর্থমন্ত্রীর উপাধি ।
  • ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর উপাধি সেক্রেটারী অফ স্টেট ফরেন এন্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স।
  • ১১নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ অর্থমন্ত্রী একচেকার এর সরকারি বাসভবন।
  • গ্রেট ব্রিটেন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত।

ব্রিটেনের রাজা-রানী ও প্রধানমন্ত্রী

  • ইংল্যান্ডের প্রথম রাজা ছিলেন- আলফ্রেড দ্য গ্রেট
  • যুক্তরাজ্যের সর্বশেষ নারী সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন (৭০)- রানী দ্বিতীয় এলিজাবেথ।
  • পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় রানীর পদ অলঙ্কৃত করেন- রানী ২য় এলিজাবেথ।
  • রানী দ্বিতীয় এলিজাবেথ (৯৬) মারা যান- ৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দে।
  • যুক্তরাজ্যের বর্তমান সিংহাসনে অধিষ্ঠিত আছেন- রাজা ৩য় চার্লস।
  • ব্রিটেনের প্রথম তথা বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী- রবার্ট ওয়ালপোল।
  • ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম- বাকিংহাম প্যালেস।
  • ইউরোপের 'লৌহ মানবী নামে পরিচিত- মর্গারেট থ্যাচার।
  • মর্গারেট থ্যাচার ১১ বছর (১৯৭৯-৯০) পর্যন্ত ক্ষমতায় ছিলেন ।
  • মর্গারেট থ্যাচার কনজারবেটিভ পার্টি দলের প্রধানমন্ত্রী ছিলেন।
  • ১ম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন- হেনরী আসকুইথ ।
  • ২য় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন- উইনস্টন চার্চিল (ব্রিটেন)
  • ইংল্যান্ডের রাজা প্রথম চালর্সকে সর্বসমক্ষে মৃত্যুদন্ড দেওয়া হয় ।
  • বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী- উইলিয়াম পিট ।
  • গ্রেট ব্রিটেনের কনিষ্ঠতম- রাজা ষষ্ঠ হেনরি।
  • ১০ নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন (১৭৩০ সাল থেকে)।
  • ১২ নং ডাইনিং স্ট্রিট ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন।
  • লেখক, সুবক্তা, সৈনিক ও রাষ্ট্রনায়ক হিসাবে বিখ্যাত- উনস্টাইন চার্চিল।
  • মিখাইল গর্ভাচেভ সম্বন্ধে মার্গারেট থ্যাচার উক্তি করেন যে, “এই লোকের সাথে আমরা কাজ করতে পারি।”

ম্যাগনাকার্টা

  • Magna Carta ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল।
  • রাজা জনের শাসনামলে ১২১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত হয়।

গৌরবময় বিপ্লবের

  • ১৬৮৮ সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে ব্রিটেনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
  • পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে যুক্তরাজ্যে।

শিল্প বিপ্লব

  • ১৭৬০ সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়।
  • Industrial খাতের বিকাশের মাধ্যমে এ বিপ্লবের সূচনা হয়।
  • শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কুটির শিল্প ধ্বংস হয়।

ব্লাসফেমি

  • ব্লাসফেমি আইন যুক্তরাজ্যে প্রথম চালু হয়।
  • 'ব্লাসফেমি' শব্দের অর্থ ধর্মনিন্দা বা ঈশ্বর নিন্দা ।
  • ধর্ম বা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলার প্রতিরোধে এ আইন করা হয়।

ইউনিয়ন জ্যাক

  • যুক্তরাজ্যের জাতীয় পতাকাকে Union Jack বা Union Flag বলা হয়।

ভিক্টোরিয়া ক্রস

  • ভিক্টোরিয়া ক্রস ব্রিটেনের সর্বোচ্চ সামরিক খেতাব ।
  • কমনওয়েলথভুক্ত দেশসমূহের মধ্যে এ পদক প্রদান করা হয়।

নির্বাহী পদ

  • রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান
  • সরকার প্রধান- প্রধানমন্ত্রী
  • ব্রিটেনের অর্থমন্ত্রীকে Chancellor of Ex-Chequer বলা হয়।
  • ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পদবী Secretary of State for Foreign and Commonwealth

পার্লামেন্ট

  • আইনসভা দুই কক্ষবিশিষ্ট (Bi-Cameral) |
  • যথা- হাউজ অব লর্ডস (উচ্চ কক্ষ) এবং হাউজ অব কমনস (নিম্নকক্ষ)।
  • ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম The Westminster Palace.

ব্রেক্সিট

  • BREXIT বলতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম।
  • ব্রেক্সিট কার্যকর হয় ৩১ জানুয়ারি ২০২০ সালে।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

থেরেসা মে
বরিস জনসন
তৃতীয় চার্লস
প্যাট্রিসিয়া
ফজলে হাসান আবেদ
ডাঃ মোহাম্মদ ইব্রাহিম
এম আর খান
বিচারপতি সৈয়দ শামসুল হক
লেবার পার্টি
ডেমোক্রেটিক ইউনিয়ন
স্কটিশ এলায়েন্স
কনজারভেটিভ পার্টি

দ্বিতীয় এলিজাবেথ

ওয়েষ্ট মিনিষ্টার

Please, contribute by adding content to ওয়েষ্ট মিনিষ্টার.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

বিটেনের ব্যবসা কেন্দ্র
ব্রিটেনের পার্লামেন্ট ভবন
আমেরিকার হোয়াইট হাউজ
নাসা ভবন

ব্রিটেনের সংবিধান ও পার্লামেন্ট

  • যুক্তরাজ্যে কোনো লিখিত সংবিধান নাই ।
  • যুক্তরাজ্যের বেশিরভাগ আইন প্রথার উপর গড়ে উঠেছে
  • যুক্তরাজ্যে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত।
  • 'ম্যাগনা কার্টা' হলো ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ।
  • 'ম্যাগনা কার্টা' স্বাক্ষরিত হয় ১২১৫ সালে (রাজা জন কর্তৃক)

বৃটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির প্রবচন গুলো:-

  1. The King is dead, long live the king.
  2. The King never dies.
  3. The King reigns but does not rule.
  4. The King can do no wrong.

  • ব্রিটেনের পার্লামেন্টের নাম হচ্ছে- পার্লামেন্ট।
  • ব্রিটেনের পার্লামেন্টের অপর নাম- ওয়েস্ট মিনিস্টার আবে।
  • ব্রিটেনের পার্লামেন্ট হচ্ছে-দ্বি কক্ষ বিশিষ্ট।
  • ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হচ্ছে- হাউজ অব লর্ডস।
  • ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম- হাউজ অব কমন্স।
  • ব্রিটেনের হাউস অব কমন্সের আসন- ৬৫০ টি।
  • ব্রিটেনের মহিলারা ভোটাধিকার পায় ১৯১৮ সালে।
Content added By

ম্যাগনাকার্টা

Please, contribute by adding content to ম্যাগনাকার্টা.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ
ব্রিটিশ জনগণের অধিকার আদায়ের সনদ
আমেরিকান নাগরিক অধিকার সনদ
আমেরিকান নাগরিক অধিকার সনদ
১২১৫ খ্রিস্টাব্দে
১২১০ খ্রিস্টাব্দে
১২২৫ খ্রিস্টাব্দে
১২১২ খ্রিস্টাব্দে
ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
গ্রিসের শাসনতন্ত্র
অস্টেলিয়ার শাসনতন্ত্র
কোনটিই নয়
ফরাসি শাসনতন্ত্রের বাইবেল
ব্রিশিট শাসনতন্ত্রের বাইবেল
স্পেনীয় শাসনতন্ত্রের বাইবেল
জার্মান শাসনতন্ত্রের বাইবেল

ভিক্টোরিয়া ক্রস

Please, contribute by adding content to ভিক্টোরিয়া ক্রস.
Content

নির্বাহী পদ

Please, contribute by adding content to নির্বাহী পদ.
Content
Promotion