মহাকাশ ভিত্তিক তথ্য

সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - মহাকাশ ভিত্তিক তথ্য
Please, contribute to add content into মহাকাশ ভিত্তিক তথ্য.
Content
  • The National Aeronautics and Space Administration.
  • NASA মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
  •  সদর দপ্তর- ওয়াশিংটন ডিসিতে।
  •  প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ খ্রিস্টাব্দে।
  • ফ্লোরিডার কেপ কেনেডিতে উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে।
Content added By
হলিউডের অংশ
বাতাস কেন্দ্র
ভূমিকম্প কেন্দ্র
মহাকাশ গবেষণা কেন্দ্র

রাত্রিবেলা মেঘমুক্ত আকাশের দিকে তাকালে উজ্জ্বল আলোক বিন্দু মিটমিট করে জ্বলতে দেখা যায়, এদেরকে নক্ষত্র বলে।

  • ধ্রুবতারা একটি নক্ষত্র।
  • সবচেয়ে বড় নক্ষত্র বেটেলগম (সূর্যের চেয়ে ৫০০ গুণ বড়) 
  • পৃথিবীর নিকটতম নক্ষত্র- সূর্য।
  •  পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র- প্রক্সিমা সেন্টারাই।
  • আকাশের উজ্জ্বলতম নক্ষত্র Sirius বা লুব্ধক
Content added By

ভূপৃষ্ঠের চারপাশে বেষ্টন করে যে বায়ুর আবরণ আছে, তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের গভীরতা প্রায় ১০,০০০ কিলোমিটার। বায়ুমণ্ডলের স্তরসমূহ- চারটি। যথা: ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল ও তাপমণ্ডল।

  • তাপমণ্ডল মূলত আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনিটোস্ফিয়ার নিয়ে গঠিত 
  • ভূ-পৃষ্ঠের নিকটতম বায়ু স্তরকে বলে- ট্রপোমণ্ড
  • আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ বায়ুমণ্ডলের যে স্তরে ঘটে- ট্রপোমণ্ড 
  • ওজোন (O3) স্তর বায়ুমণ্ডলের যে স্তরে অবস্থিত- স্ট্রাটোমণ্ডল। 
  • বেতার তরঙ্গ প্রতিফলিত হয়- আয়নোস্ফিয়ারে ।
  • বায়ুমণ্ডলের যে স্তরে উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে- আয়নোমণ্ডলের ঊর্ধ্বস্তরে । 
  • মেরুজ্যোতি বা অরোরা হচ্ছে- মেরু এলাকায় রাতের আকাশে দৃশ্যমান উজ্জ্বল রঙিন আলোর দীপ্তি । 
  •  মেরুজ্যোতির কারণ- আবহাওয়া মণ্ডলের উচ্চতম স্তরে বৈদ্যুতিক বিচ্যুতিন ।
Content added By
Promotion