মানবাধিকার ঘোষনাপত্র

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK

মানবাধিকার সনদ (Universal Declaration of Human Rights) একটি ঘোষণাপত্র। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর পারিসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারন পরিষদে এই ঘোষণা প্রদান করা হয়। প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিতই এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

  • জাতিসংঘের মানবাধিকার চুক্তিটি হয়- ১৯৪৮ সালে। 
  •  চুক্তির অন্যতম কারণ- আরব-ইসরাইলের প্রথম যুদ্ধ (১৯৪৮)।
  • সার্বজনীন মানবাধিকার ঘোষণা হয়- ১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে ।
  • বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর।
  •  জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। 
  •  বিশ্বের সবচেয়ে বড় লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা- Amnesty International
  • Amnesty International প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
  •  বর্তমান বিশ্বের আলোচিত মানবাধিকার সংস্থা- Human Rights Watch (নিউইয়র্ক)
Content added By
Promotion