মৌলিক বিষয়াবলী

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
Please, contribute to add content into মৌলিক বিষয়াবলী.
Content
  • কে অর্থনীতিকে ব্যষ্টিক ও সামষ্টিক এ দুটি অংশে বিভক্ত করেন? উত্তর: রাগনার ফ্রেশ, ১৯৩৩ সালে
  • আধুনিক যুগে অর্থনীতিকে পৃথক কয়টি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়? উত্তর: দুটি, যথা- ক. ব্যষ্টিক খ. সামষ্টিক
  • প্রাপ্তির দিক দিয়ে দ্রব্য কত প্রকার? উত্তর: দু'প্রকার। যথা- ১) অবাধ দ্রব্য ২) অর্থনৈতিক দ্রব্য ।
  • আর্থিক আয় কাকে বলে? উত্তর: শ্রমের বিনিময়ে যে পরিমাণ অর্থ প্রাপ্ত হয়।
  • প্রকৃত আয় কি? উত্তর: আর্থিক আয়ের বিনিময়ের যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবা ক্রয় করা যায়।
  • অর্থনীতিতে ভোগ কি? উত্তর: অভাব পূরণের উদ্দেশ্যে ব্যবহারের মাধ্যমে কোন দ্রব্যের উপযোগ নি:শেষ করা।
  • সঞ্চয় কাকে বলে? উত্তর: যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতে ভোগের জন্য রেখে দেওয়া হয়।
  • কোন দ্রব্যের বিনিময় মূল্য নির্ভর করে? উত্তর: চাহিদা ও যোগানের উপরে।
  • সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক কি? উত্তর: ঘনিষ্ট সম্পর্ক।
  • কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? উত্তর: উপযোগ।
  • অভাব কি ? উত্তর: মানুষের সকল অর্থনৈতিক কার্যাবলীর উৎস হল অভাব।
  • অভাব কত প্রকার? উত্তর: ৩ প্রকার। যথা- ১) প্রয়োজনীয় ২) আরামপ্রদ ৩) বিলাসজাত ।
  • মানুষের প্রয়োজনীয় অভাব কত প্রকার ও কি কি? উত্তর: ৩ প্রকার। যথা: ১) জীবন ধারনের জন্য প্রয়োজন ২) দক্ষতার জন্য প্রয়োজন ৩) অভ্যাসজনিত প্রয়োজন।
  • ভোগ ক্রিয়ার ভিত্তিতে বিলাস দ্রব্য কত প্রকার? উঃ দুই প্রকার। যথা: ১. ক্ষতিকারক বিলাস দ্রব্য ২. ক্ষতিহীন বিলাস দ্রব্য
  • অভাবের বৈশিষ্ট্য প্রধানত কয়টি? উত্তর: ৪টি। ১) অভাব অসীম ২) বিশেষ অভাব সসীম ৩) অভাব পরস্পর পরিপূরক ৪) অভাব পরস্পরের বিকল্প
  • কোন দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? উত্তর: উপযোগ।
  • অতিরিক্ত এক একক ভোগ করার ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে কি বলে? উত্তর: প্রান্তিক উপযোগ।
  • প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ কি হবে? উত্তর: ক্রমান্বয়ে বাড়তে থাকবে।
  • প্রান্তিক উপযোগ ঋনাত্বক হলে উত্তর: মোট উপযোগ কমবে।
  • প্রান্তিক উপযোগ রেখাটি ডানদিকে নিম্নগামী হয় কেন? উত্তর: ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে।
  • চাহিদার তিনটি বৈশিষ্ট্য সম্পন্ন আকাঙ্খাকে কি বলে? উত্তর: সক্রিয় চাহিদা।
  • দামের সাথে চাহিদার নির্ভরশীলতাকে কি বলে? উত্তর: চাহিদা বিধি।
  • চাহিদা সূচি কত প্রকার? উত্তর: ২ প্রকার যথা: ১) ব্যক্তিগত চাহিদা সূচি ২) বাজার চাহিদা সূচি
  • চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী কেন? উত্তর: দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্কের কারণে
  • চাহিদা সূচি ও চাহিদা রেখা কি প্রকাশ করে? উত্তর: চাহিদা বিধি।
  • নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোন দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে, তাকে কি বলে? উত্তর: যোগান ।
  • যোগানের সাথে সরাসরি সম্পর্ক কিসের? উত্তর: দামের।
  • বিক্রেতা যে দামে দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে, তাকে কি বলে? উত্তর: যোগান দাম ।
  • যে বিধির সাহায্যে দ্রব্যের দাম ও যোগানের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে কি বলে? উত্তর: যোগান বিধি ।
  • এককের অধিক স্থিতিস্থাপক যোগান রেখার ঢাল কিরূপ? উত্তর: দাম অংক ছেদ করে ডান দিকে ঊর্ধ্বগামী।
  • এককের কম স্থিতিস্থাপক যোগান রেখার ঢাল কিরুপ? উত্তর: ভূমি অংকে ছেদ করে ডান দিকে ঊর্ধ্বগামী।
  • আধুনিক অর্থ প্রাণ কেন্দ্র কি? উত্তর: বাজার
  • যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে তাকে কোন ধরনের বাজার বলে? উত্তর: মনোপলি বাজার
  • যে বাজারে দুইজন মাত্র ক্রেতা থাকে তাকে কোন ধরনের বাজার বলে? উত্তর: ডুয়োপলি বাজার
  • যে বাজারে একমাত্র বিক্রেতা থাকে তাকে কোন ধরনের বাজার বলে? উত্তর: একচেটিয়া সময়ের ভিত্তিতে উৎপাদন ব্যয় কত প্রকার? উত্তর: দুই প্রকার। যথাঃ ১) স্বল্পকালীন উৎপাদন ব্যয় ২) দীর্ঘকালীন উৎপাদন ব্যয়
  • কোন দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে মোট খরচ যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে বলে- প্রান্তিক বায়
  • উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে ব্যয়েরও পরিবর্তন হলে, তাকে- পরিবর্তনীয় বায় (VC) বলে।
  • উৎপাদন শূন্য হলে পরিবর্তনীয় ব্যয় কি হবে? উত্তর: শূন্য
  • উৎপাদন কাজে স্থির উপকরণের জন্য যে খরচ হয় তাকে কি বলে? উত্তর: স্থির ব্যয়।
  • কোন স্তরের পর উৎপাদন বাড়ানো হলে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় বাড়ে? উত্তর: কামা স্তরের পর।
  • উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তাকে কি বলে? উত্তর: আয়
  • আয় কত প্রকার? উত্তর: তিন প্রকার। যথা: ১) মোট আয় ২) প্রান্তিক আয় ৩) গড় আয় ।
  • উৎপাদিত দ্রব্যের সবই বিক্রয় করে যে অর্থ পাওয়া যায় তাকে কি বলে? উত্তর: মোট আয়।
  • কোন দ্রব্যের বিনিময় মূল্যকে টাকার অংকে প্রকাশ করলে তাকে কি বলে? উত্তর: দাম।
  • সময়ের ভিত্তিতে দামকে কয়ভাবে প্রকাশ করা যায়? উত্তর: তিন ভাবে। যথা: ১) বাজার দাম ২) স্বল্পকালীন ভারসাম্য দাম ৩) দীর্ঘকালীন ভারসাম্য দাম।
  • চাহিদা ও যোগানের দীর্ঘকালীন প্রভাবে যে দাম নির্ধারিত হয় তাকে কি বলে? উত্তর: স্বাভাবিক দাম।
  • একচেটিয়া কারবারের উদ্দেশ্য কি? উত্তর: অধিক মুনাফা অর্জন ।
  • অধিক মুনাফা কখন অর্জন করা সম্ভব? উত্তর: ভারসাম্য উপনিত হলে।
  • সমাজতন্ত্রে কিসের উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয়? উত্তর: যোগান খরচ।
  • কোন ধরণের অর্থনীতিতে স্বল্পসময়ে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারে? উত্তর: সমাজতান্ত্রিক।
  • বাংলাদেশে উৎপাদিত ফসলকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? উত্তর: দুই ভাগে ।
  • বাংলাদেশের প্রধান দুটি খাদ্য শস্যের নাম কি? উত্তর: চাউল, গম
  • উৎপাদনের কয়টি খাত রয়েছে ও কি কি? উত্তর: ৩টি। যথা: ১. প্রাথমিক খাত ২. মধ্যবর্তী খাত ৩ টারসিয়ারী পাত
  • টারসিয়ারী খাতে উৎপাদিত সেবাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর: ২ ভাগে। যথা: ১. বাণিজ্যিক সেবা ২. প্রত্যক্ষ বা ব্যক্তিগত সেব
  • অর্থনীতিতে উৎপাদন বলতে কি বুঝায়? উত্তর: উপযোগ সৃষ্টি করাকে
  • "যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বুঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি বুঝায়"-কার উক্তি? উত্তর: Fraser
  • “বিক্রির জন্য দ্রব্য সামগ্রীর উৎপাদন এবং মূল্যের বিনিময়ে যে সেবাকার্য প্রদান করা হয় তাকে উৎপাদন করে উক্তিটি কার? উত্তর: কেয়ার্নক্রসের।
  • উপযোগ কত প্রকার ও কি কি? উত্তর: ৪ প্রকার । যথা: ১. রূপগত উপযোগ ২. স্থানগত উপযোগ ৩. সময়গত উপযোগ ৪. সেবাগত উপযোগ ।
  • উৎপাদনের উপকরণ সমূহ কত প্রকার? উত্তর: ৪ প্রকার। যথাঃ ১. ভূমি ২. শ্রম ৩. মূলধন ৪. সংগঠন
  • উৎপাদনের কোন উপাদান স্থানান্তরযোগ্য নয়? উত্তর: ভূমি।
  • প্রকৃতির দান যাহা মানুষ সৃষ্টি করতে পারে না তাকে কি বলে? উত্তর: ভূমি।
  • একটি নির্দিষ্ট পরিমাণ ভূমি যে পরিমাণ উৎপাদনে সক্ষম, তাকে কি বলে? উত্তর: ভূমির উৎপাদন ক্ষমতা।
  • কোন নির্দিষ্ট ভূমিতে শ্রম ও মূলধন নিয়োগ করলে কি হয়? উত্তর: প্রান্তিক ও গড় উৎপাদন ক্রমশ হ্রাস পেতে থাকে।
  • প্রান্তিক উৎপাদন ক্ষমতা বলতে কি বুঝায়? উত্তর: প্রান্তিক আয় উৎপাদন এবং প্রান্তিক দ্রব্য উৎপাদন।
  • "শ্রমিক তার শ্রম বিক্রয় করে মাত্র, নিজেকে বিক্রয় করে না। " উক্তিটি কার? উত্তর: অধ্যাপক মার্শাল।
  • উৎপাদনশীল ও অনুৎপাদনশীল শ্রমের ব্যাপারে কয়টি ধারণা রয়েছে? উত্তর: তিনটি। যথা ১. ফিজিও ক্র্যাটিক ধারণা ২. ক্ল্যাসিক্যাল ধারণা ৩. আধুনিক ধারণা।
  • জনসংখ্যার উপর লিখিত কয়টি মতবাদ উল্লেখযোগ্য? উত্তর: ২টি। যথা: ম্যালথাসের জনসংখ্যা ও কাম্য জনসংখ্যা তত্ত্ব
  • “ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব" কোন গ্রন্থে কত সালে প্রকাশিত হয়? উত্তর: Essay on the principle of population
  • ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে কি উপেক্ষিত হয়েছে? উত্তর: জনসংখ্যার গুনগতদিক
  • জনসংখ্যার আধুনিক তত্ত্ব কি নামে পরিচিত? উত্তর: কাম্য জনসংখ্যা তত্ত্ব।
  • জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তা কারা? উত্তর: ক্যানান, মিউজিক, কার ম্যান্ডস প্রমুখ অর্থনীতিবদি।
  • শ্রমের দক্ষতা কি? উত্তর: শ্রমের উৎপাদন ক্ষমতা। শ্রমের গতিশীলতা সবচেয়ে বেশি।
  • শ্রমের গতিশীলতা কত প্রকার? চার প্রকার। যথাঃ ১. ভৌগোলিক ২. পেশাগত ৩. শিল্পগত ৪. স্তরগত
  • “সঞ্চিত শ্রম ও সঞ্চিত প্রাকৃতিক সম্পদের যুক্ত ফল হচ্ছে মূলধন' কার উক্তি? উত্তর: অর্থনীতিবিদ উহুকসেল
  • ‘মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান'- কার উক্তি? উত্তর: বমবওয়ার্ক
  • মালিকানার ভিত্তিতে মূলধন কত প্রকার? দুই প্রকার। ১. ব্যক্তিগত ২. জাতীয়।
  • কার্যকালের ভিত্তিতে মূলধন কত প্রকার? উত্তর: দুই প্রকার। ১. স্থায়ী মূলধন ২. চলতি মূলধন
  • ব্যবহারের তারতম্যের ভিত্তিতে মূলধন কত প্রকার? উত্তর: দুই প্রকার। যথাঃ ১. ভোগ্য মূলধন ২. উৎপাদক মূলধন।
  • মূলধন গঠনের স্তর তিনটি। ১. সঞ্চয় সৃষ্টি ২. সঞ্চয়ক বিনিয়োগ তহবিল ৩. সঞ্চিত অর্থ দ্বারা মূলধন দ্রব্য সংগ্রহ।
  • ধনতন্ত্রে মূলধন সৃষ্টি কয়টি উদ্যোগ হয়ে থাকে? উত্তর: দুইটি। যথাঃ ১. বেসরকারী উদ্যেগ ২. সরকারী উদ্যেগ।
  • অতিভোগ স্তর বা অর্থনীতির চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া কখন সম্ভব? উত্তর: মূলধনের যথাযথ প্রয়োগ ও ব্যবহার করার পর।
  • মূলধন গঠন কয়টি বিষয়ের উপর নির্ভর করে? উত্তর: তিনটি। যথাঃ ১. সঞ্চয়ের সামর্থ্য ২. সঞ্চয়ের ইচ্ছা ৩. বিনিয়োগের সুযোগ ।
  • মূলধনের অন্যতম রূপ? উত্তর: অর্থ।
  • পুজিবাদী সমাজের মূলধন গঠনের প্রক্রিয়া কয়টি ও কি কি? উত্তর: ৩টি। ১. আর্থিক সঞ্চয়ের সৃষ্টি ২. আর্থিক সঞ্চয় সৃষ্টি ৩. আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর ।
  • ব্যবসায়ের অতি প্রাচীনতম রূপ কি? উত্তর: এক মালিকানা কারবার ।
  • অংশীদারী কারবারে কতজন ব্যক্তি কারবারের সদস্য হতে পারে? উত্তর: ন্যূনতম ২ জন এক সর্বাধিক ২০ জন ।
  • যৌথ মূলধনী কারবার কত শতাব্দীতে চালু হয়? উত্তর: ১৭তম শতাব্দীতে।
  • কোন দেশে প্রথম যৌথমূলধনী কারবার চালু হয়? উত্তর: ইংল্যান্ডে।
  • বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কয়টি ও কোথায় অবস্থিত? উত্তর: ২টি। ঢাকা ও চট্টগ্রামে।
  • ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৫৪ সালে।
  • চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কত সালে কার্যক্রম শুরু করে? উত্তর: ১৯৯৫ সালের ১০ অক্টোবর ।
  • উৎপাদনের সর্বশেষ উপাদান কোনটি? উত্তর: সংগঠন।
  • মিশ্র অর্থনীতিতে সংগঠনের দায়িত্ব পালন করে কে? উত্তর: জনসাধারণ ও সরকার।
  • ভূমি, শ্রম ও মূলধনের সমন্বয়কে কি বলে? উত্তর: সংগঠন।
  • সংগঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কি? উত্তর: ঝুঁকি বহন।
  • “শ্রম বিভাগ বাজারের আয়তন দ্বারা সীমাবদ্ধ" কার উক্তি? উত্তর: এ্যাডাম স্মিথ ।
Content added By
তাজউদ্দিন আহমদ
সৈয়দ নজরুল ইসলাম
এম. মনসুর আলী
এ.এইচ.এ. কামরুজ্জামান
  • পৃথিবীর প্রাচীনতম শিলা- আগ্নেয়শিলা।
  • পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
  • ভূত্বকে শতকরা লোহার পরিমাণ থাকে- ৫ ভাগ।
  • শারদীয় বিষুব বলা হয়- ২৩ সেপ্টেম্বরকে।
  • কয়লা রূপান্তরিত হয়ে পরিণত হয়- গ্রাফাইটে।
  • ভূত্বকের গড় গভীরতা- ১৭-৪৮ কিলোমিটার।
  • চুনা পাথরের পরিবর্তিত রূপ হলো- মার্বেল ।
  • রূপান্তরিত শিলার অপর নাম- পরিবর্তিত শিলা।
  • জিপসাম শিলার উদাহরণ হলো- পাললিক শিলা ।
  • ভিসুভিয়াস একটি- সক্রিয় আগ্নেয়গিরি।
  • কানাডার প্রেইরি অঞ্চল একটি- হিমবাহ সমভূমি।
  • হিমালয় হলো এক ধরনের- ভঙ্গিল পর্বত।
  • জোয়ার-ভাটার তেজকটাল হয় অমাবস্যায়।
  • সাইবেরিয়ার সমভূমি- ক্ষয়জাত সমভূমি।
  • সূর্যের দক্ষিণ অয়নান্ত ঘটে - ২২ ডিসেম্বর।
  • গ্রানাইট হলো- আগ্নেয় শিলা।
  • লৌহের ল্যাটিন নাম- ফেরাম।
  • উপত্যকার তলদেশকে বলা হয়- নদীগর্ভ ।
  • বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বলা হয়- আর্দ্রতা।
  • হ্যালির ধুমকেতু সর্বশেষ দেখা গিয়েছিল- ১৯৮৬ সালে।
  • সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর- ২৮ গুণ।
  • পৃথিবীর চেয়ে চাঁদে কোন জিনিসের ওজন- ছয় ভাগের এক ভাগ ।
  • লাল গ্রহ বলা হয়- মঙ্গল গ্রহকে।
  • চাঁদ, পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থান করলে- সূর্যগ্রহণ হয়।
  • চন্দ্রগ্রহণ সৃষ্টি হয় পৃথিবী, সূর্য এবং চন্দ্রের মাঝখানে আসলে।
  • সৌরজগতের যে দুটি গ্রহের উপগ্রহ নেই- বুধ ও শুক্র।
  • আর্ন্তজাতিক তারিখ রেখা কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে।
  • পৃথিবী নিজ অক্ষে আবর্তনের দিক পশ্চিম হতে পূর্ব।
  • দিবা রাত্রি সংগঠিত হয় -আহ্নিক গতির জন্য প্রতিপাদ স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য ১২ ঘণ্টা।
  • ২২ ডিসেম্বর কুমেরু সূর্যের দিকে অক্ষাংশে ঝুঁকে থাকে ২৩.৫ ডিগ্রি দক্ষিণ ৷
  • স্থলবায়ু সাধারণত কখন শুরু হয়- ভোর বেলা ।
  • কর্কট ক্রান্তির মান কত- ২৩ উত্তর অক্ষাংশ ।
  • মকর ক্রান্তির মান কত- ২৩ দক্ষিণ অক্ষাংশ ।
  • শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায়- বাতাসে আর্দ্রতা কম থাকায়।
  • "ওজোন হোল বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত- ট্রপোস্ফিয়ার।
  • কর্কটক্রান্তি রেখা কোন জেলার ওপর দিয়ে গেছে- রাঙ্গামাটি।
  • চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌছাতে কত সেকেন্ড সময় লাগে- ১.২৬ সে.।
  • ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী গ্যাস ক্লোরোফ্লোরো কার্বন।
  • বিচূর্ণীভবন প্রক্রিয়ায়- শিলাকণা আলগা হয় এবং চূর্ণবিচূর্ণ হয়।
  • পৃথিবী এক মিনিটে কত ডিগ্রি আবর্তন করে- ৪ ডিগ্রি।
  • বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন- টারশিয়ারী পাহাড়ি ভূমি।
  • শীল্ড আগ্নেয়গিরির উৎকৃষ্ট উদাহরণ- মনালোয়া।
  • সূর্যের আলো, পানি, পারমানবিক শক্তি তিনটি সম্পদ নবায়নযোগ্য
  • বিশ্বের বৃহত্তম গরান বনভূমি কোথায় অবস্থিত- বাংলাদেশে।
  • বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারী যুগের পাহাড় রয়েছে- মহেশখালী
  • শিল্প অবস্থান তত্ত্বের প্রথম প্রবক্তা- ওয়েবার।
  • গাঙ্গেয় বদ্বীপ একটি- সঞ্চয়জাত সমভূমি।
  • বাংলাদেশের ঘূর্ণিঝড় কখন হয়- মৌসুমী বায়ু প্রবাহের পূর্বে।
  • বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম- স্ট্রাটোমণ্ডল ।
  • সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়- ২১ জুন।
  • প্রমাণ সময় গ্রীনিচ সময় অপেক্ষা- ৬ ঘন্টা অগ্রবর্তী ।
  • দিবা-রাত্রির হ্রাস ও ঋতুর পরিবর্তন হয়- বার্ষিক গতির কারণে ।
  • অধিবর্ষ হয়- ৩৬৬ দিনে।
  • পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম- চাঁদ।
  • জীবাশ্ম দেখতে পাওয়া যায়- পাললিক শিলায় ।
  • স্থানীয় বায়ু নয়- টর্নেডো।
  • পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে কম্পনের উৎপত্তি হয় তার নাম- কেন্দ্র।
  • একটি নদীর দ্বারা অপর একটি নদী গ্রাস হলে তাকে বলা হয়- নদী গ্লাস।
  • ফেরেলের সূত্র অনুযায়ী বায়ু উত্তর গোলার্ধে প্রবাহিত হয়- ডান দিকে বেঁকে।
  • সমুদ্রের যে অংশে জাহাজগুলো নিরাপদে আশ্রয় নেয় তাকে বলে- পোতাশ্রয়।
  • সৌরজগতের বৃহত্তম গ্রহ- বৃহস্পতি ।
  • দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট- ২২ ডিসেম্বর ।
  • বায়ু মণ্ডলের বিভিন্ন গ্যাসের মধ্যে প্রাধান্য সর্বাধিক- নাইট্রোজেন
  • JRCB-এর পূর্ণরূপ- Joint Rivers Commission Bangladesh
  • PSC- Production Sharing Contact. Grandmother of Science বলা হয় ভূগোলকে।
  • সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশী হাইড্রোজেন গ্যাস (৭৩%), হিলিয়াম (২৫%)
  • বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম- BEME
  • BIWTC প্রতিষ্ঠিত হয়- ১৯৫৮ সালে।
  • স্কাইল্যাব কি- মহাশূন্য স্টেশন ।
  • পানি কত তাপমাত্রায় বরফ হয়- ০ ডিগ্রি সে.।
  • জোয়ার-ভাটার কারণ চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে।
  • খনিজের কাঠিন্য মাপার যন্ত্রের নাম- মোহস।
  • সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় কোয়ার্টজ।
  • পৃথিবীর কোন দেশ সবচেয়ে ভূমিকম্প প্রবণ জাপান ।
  • তরল সোনা কী- খনিজ তেল।
  • কাল বৈশাখী ঝড় কোন মাসে হয় মার্চ/এপ্রিল।
  • বাংলাদেশের কোথায় গন্ধক পাওয়া যায় কুতুবদিয়া দ্বীপে।
  • চট্টগ্রাম সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত কর্ণফুলী ।
  • কেন্দ্রমণ্ডলের প্রধান গঠন উপাদান লোহা ও নিকেল।
  • সূর্য হলো সৌরজগতের একটি- নক্ষত্র।
  • বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কী? - ট্রপোমণ্ডল।
  • ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি হয়- উপকেন্দ্রে।
  • ভূ-অভ্যন্তরের স্তরসমূহ হলো অশ্বমন্ডল, গুরুমন্ডল ও কেন্দ্রমণ্ডল ।
  • ভূমিকম্পের গতিপ্রকৃতি জানার জন্য ব্যবহৃত হয় সিসমোগ্রাফ
  • ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে ভাগ করা হয়েছে ৩টি শ্রেণিতে।
  • পৃথিবীর মোট আয়তনের প্রায় ৮২% কোন মন্ডল দ্বারা গঠিত গুরুমণ্ডল
  • কোন প্রক্রিয়ায় সাধারণত শিলার কোন অপসারণ নেই বিচুর্ণীভবন।
  • নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে বৃহস্পতির সময় লাগে ৯ ঘণ্টা ৫৩ মিনিট ।
  • সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড বা ৮.৩২ মিনিট
  • উচ্চতা বৃদ্ধি পাবার সাথে তাপমাত্রা হ্রাস না পেয়ে বৃদ্ধি পেলে তাকে বলে- তাপমাত্রার উৎক্রম।
  • বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ও জলবায়ুর ক্রিয়াকলাপ বিরাজ করে- ট্রপোস্ফিয়ার।
  • ১ : ২৫০০০ প্রতিভূ অনুপাত হলে ভূমির ১ কিমি মানচিত্রে কত সেমি প্রকাশ করে- ৪ সেমি. ।
  • 'পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে এ মতবাদ প্রথম প্রদান করেন- কোপার্নিকাস।
  • পৃথিবীর নিজ অক্ষে সূর্যের চারদিকে একবার আবর্তনের কালকে বলে -সৌরবছর।পারমাণবিক খনিজ বাংলাদেশে পাওয়া গেছে কক্সবাজারের উপকূলীয় এলাকায়। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলদেশের ওপর দিয়ে গিয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা।
  • নিজ কক্ষপথে পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড।
  • দক্ষিণ গোলার্ধে নিম্নচাপকে কেন্দ্র করে বাতাস কোন দিকে প্রবাহিত হয়- ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
  • কোনটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন দ্বীপ- মহেশখালী।
  • মানচিত্রে ক্ষুদ্রতম অংশ মাপার জন্য কোন মাপনী ব্যবহৃত হয়-কৰ্ণ মাপনী ।
  • উপক্রান্তীয় অঞ্চল বলতে কী বুঝায়- উত্তর গোলার্ধের ২৩.৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি পর্যন্ত
  • আবহাওয়ার উপাদান: বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুর গতি, বায়ুর চাপ, বায়ুর দিক, বায়ুর আর্দ্রতা, মেঘমালা, সূর্যালোক ।
  • জলবায়ুর উপাদান: সৌর বিকিরন, বায়ুপুঞ্জ, সমুদ্রস্রোত, ভূমিবন্ধুরতা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ভূমির ঢাল, সমুদ্রস্রোত।
Content added By

রাষ্ট্রবিজ্ঞান/পৌরনীতি

  • The Republic গ্রন্থের প্রণেতা- প্লেটো।
  • সংবিধান হচ্ছে রাষ্ট্র কর্তৃক মনোনীত পূর্ণাঙ্গ জীবনবিধান। উক্তিটি কার?- এরিস্টটল।
  • Civitas শব্দের অর্থ- নগর রাষ্ট্র
  • Democracy is a government of the people, by the people and for the people & provided by - Abraham Lincoln.
  • deal Bureaucracy ধারণাটি কার?- ম্যাক্স ওয়েবার ।
  • Ordinance এর বাংলা কোনটি?- অধ্যাদেশ ।
  • আধুনিক গণতন্ত্রের জনক বলে পরিচিত কোন ব্যক্তি?- জন লক
  • রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি?- সার্বভৌমত্ব।
  • "স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব" স্লোগানটি কোন বিপ্লবের?- ফরাসি বিপ্লব ।
  • বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কে জারি করেন?- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • State of Nature সম্পর্কে ধারণা প্রদান করেছেন কে?- জন লক।
  • Das Capital গ্রন্থের রচয়িতা কে- কার্ল মার্কস।
  • গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসনব্যবস্থা উক্তিটি কার?- লর্ড ব্রাইস ।
  • সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন- রুশো।
  • রাজাকে সিংহের ন্যায় শক্তিশালী ও শিয়ালের ন্যায় মূর্ত হতে হবে এই মন্তব্যটি কোন রাষ্ট্রচিন্তাবিদের?- ম্যাকিয়াভেলী
  • জাতীয়তাবাদের উপাদান নয়- রাজনীতি ।
  • বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলো- এটর্নি জেনারেল।
  • শাসিত জনগণের সক্রিয় সম্মতির ওপর যে সরকার প্রতিষ্ঠিত, তাকে গণতন্ত্র বলে। উক্তিটি কার?- সি. এফ. স্ট্রং
  • রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলী কোথায় অনুগ্রহণ করেন? ইতালি।
  • রাষ্ট্র সৃষ্টি হয়নি, গড়ে উঠেছে উক্তিটি- গার্নারের।
  • “শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি উক্তিটি করেছেন- টি.এইচ. গ্রিন। রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন ব্যবস্থার নাম - সংবিধান।
  • রাষ্ট্র গঠনের উপাদান- ৪টি (নির্দিষ্ট ভূ-খণ্ড, সরকার, জনগণ, সার্বভৌমত্ব)।
  • আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?- ম্যাক্স ওয়েবার।
  • মতামত প্রকাশের স্বাধীনতা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা উচিৎ- উক্তিটি- অধ্যাপক লাস্কির ।
  • নাগরিকতা লাভের নীতি- ২টি । ১. জন্মস্থান নীতি ও ২. জন্মনীতি ।
  • গণতন্ত্রের প্রাণ হলো- রাজনৈতিক দল ।
  • ক্ষমতা বিভাজন তত্ত্বের প্রবক্তা- মন্টেস্কু।
  • Polis শব্দের অর্থ- নাগরিক ।
  • বাংলাদেশ সংবিধানে বাঙালি জাতীয়তা, বাংলাদেশি জাতীয়তা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যে সংশোধনীতে পঞ্চম সংশোধনী।
  • রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ দেন- টমাস হবস ।
  • সংসদীয় সরকার ব্যবস্থায় সাধারণত অধ্যাদেশ জারি করেন- রাষ্ট্রপতি ।
  • আধুনিক সরকারের জনক- জন লক।
  • বাংলাদেশের সাংবিধানিক নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ।
  • মানবাধিকার কোন ধরণের অধিকার- সামাজিক অধিকার।
  • মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটি- এরিষ্টটলের।
  • নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে- ই এম মো
  • হবস, লক, রুশো একসাথে কী হিসেবে পরিচিত?- চুক্তিবাদী দার্শনিক।
  • রাষ্ট্রের মুখপাত্র হিসেবে রাষ্ট্র পরিচালনা করে- সরকার ।
  • মেনে চলা কোন ধরনের আইন কর্তব্য- রাজনৈতিক।
  • আইন প্রণয়ন করা:- আইন বিভাগের কাজ।
  • মন্ত্রিরা তাদের কার্যক্রমের জন্য জবাবদিহি করে থাকেন জাতীয় সংসদের কাছে।
  • গ্রাম সরকারের অধীনে প্রথম গ্রাম্য আদালত চালু হয় ১৯৮৫ সালে।
  • জেলা পরিষদ গঠিত হয়-- ২১ জন সদস্য নিয়ে। (ইউনিয়ন পরিষদ গঠিত হয়- ১৩ জন সদস্য নিয়ে)
  • Leviathan এই গ্রন্থের প্রণেতা- টমাস হবস ।
  • Two Treatise of Civil Government এই গ্রন্থের প্রণেতা- জন লক।
  • The Spirt of Laws এই গ্রন্থের প্রণেতা- মন্টেস্কু।
  • An oppressive government is more to be feared than a tiger— কনফুসিয়াস ।
  • The root meaning of politics is The science of Citizenship- মহাত্মা গান্ধী।
  • রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠান সমূহের পারস্পরিক সম্পর্কই সংবিধান উক্তিটি- এইচ ফাইনার।
  • জাতীয়তাবাদ মতবাদের প্রবক্তা- ম্যাকিয়াভেলী।
  • সম্পত্তি তত্ত্বটির প্রবক্তা- জন লক।
  • সৎ প্রতিবেশী নীতি মতবাদের প্রবক্তা- আব্রাহাম লিংকন।
  • পৌরনীতির আলোচ্য বিষয়- নাগরিক ও তার কার্যাবলী।
  • সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্য প্রয়োজন- সহনশীলতা।
  • জাতীয়তার ভাব সাধারণভাবে মানসিকতার ব্যাপার উক্তিটির প্রবক্তা - অধ্যাপক লাস্কির ।
  • রাষ্ট্র মানব জাতির এমন একটি অংশ যা ঐক্যবদ্ধভাবে সংগঠিত উক্তিটির প্রবক্তা- উ: অধ্যাপক বার্জেসের।
  • রাষ্ট্র বিকাশের প্রথম স্তর হল পরিবার উক্তিটির প্রবক্তা- এরিস্টটলের।
  • সার্বভৌমত্বের রূপ হলো- অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা ।
  • সার্বভৌম ক্ষমতা জনগণের সম্মতির উপর নির্ভরশীল- উক্তিটির প্রবক্তা- জন লক।
  • গণতন্ত্রের প্রাণ হলো জনগণ।
  • জাতীয় সংসদের সভাপতি কে- স্পিকার।
  • সাংস্কৃতিক পরিবর্তনই সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ-উক্তিটি কার - অগবার্নের।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের পূর্ণাঙ্গ ভোটাধিকার প্রদান করা হয়- ১৯২০ সালে।
  • গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ- বাক স্বাধীনতা।
  • গণতন্ত্রের সূতিকাগার বলা হয়- গ্রীসকে/স্থানীয় সরকারকে।
  • জনগণ ও সরকারের মধ্যে যোগাযোগের মাধ্যম হলো- নির্বাচন ।
  • সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে- রাষ্ট্রের মৌলিক আইন।
  • সংবিধান হলো রাষ্ট্রের- জীবন দর্পন। কোথায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি অনুসরণ করা হয়- আমেরিকায়।
  • ঐতিহাসিক ২১ দফার প্রথম দাবি ছিল- বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।
  • পরিবার হল রাষ্ট্রের আদিরূপ উক্তি- এরিস্টটলের। পৌরনীতি শিক্ষা দেয়- সুনাগরিকতার।
  • পৃথিবীর সব দেশের আবহাওয়া স্বাধীনতার উপযোগী নয় উক্তিটি - রুশোর ।
  • সামাজিক মূল্যবোধ সমাজের মানুষের ইচ্ছার মাপকাঠি ।
  • জাতীয়তা সাধারণভাবে এক ধরনের মানসিকতা- অধ্যাপক লাস্কির ।
  • ঐশ্বরিক মতবাদের প্রবক্তা সেন্ট অগাস্টিন ও হেনরি অ্যাকুইনাস।
  • রাষ্ট্রের হস্তক্ষেপ যত বেশি হবে তত বেশি সংখ্যক লোকের সুখ নষ্ট হবে; উক্তিটি বেন্থামের।
  • যোগ্যরাই টিকে থাকবে আর অযোগ্যরা ধ্বংস হয়ে যাবে- উক্তিটি ডারউইনের।
  • রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই সার্বভৌমত্ব উক্তিটি- উইলোবীর
  • “যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না” উক্তিটি- জন লকের।
  • বাংলাদেশের সংবিধানে নাগরিকত্বের কথা উল্লেখ আছে - ৬ নং অনুচ্ছেদ।
  • বিশ্বে নারীদের প্রথম ভোটাধিকার প্রদান করা হয়- নিউজিল্যান্ড (১৮৯৩)।
  • সামাজিক অধিকার— ক) জীবন ধারণের অধিকার, খ) চলাফেরার অধিকার, গ) সম্পত্তি ভোগের অধিকার, ঘ) মতামত প্রকাশের অধিকার, ঙ) সংবাদপত্রের স্বাধীনতা, চ) সভা-সমিতির অধিকার, ছ) ধর্মীয় অধিকার, জ) আইনের চোখে সমান, ঝ) পরিবার গঠনের অধিকার, ঞ) ভাষা ও সংস্কৃতির অধিকার, ট) খ্যাতি লাভের অধিকার।
  • রাজনৈতিক অধিকার- ক) স্থায়ীভাবে বসবাস করার অধিকার, খ) নির্বাচনের অধিকার, গ) সরকারী চাকরি লাভের অধিকার, ঘ) আবেদন করার অধিকার, ঙ) বিদেশে অবস্থানকালে নিরাপত্তা অধিকার, চ) সরকারের সমালোচনা করার অধিকার।
  • সার্বজনীন ভোটাধিকারের জন্য সার্বজনীন শিক্ষার প্রয়োজন- উক্তিটি জে. এস. মিল
Content added By
  • পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি – মেসোপটেমীয় সভ্যতা।
  • ইতিহাস হলো অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র- উক্তিটি- এরিস্টেটলের।
  • হুমায়ুন নামা এর রচয়িতা কে?- বাবর কন্যা গুলবদন বেগেম ।
  • পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অবিহিত করা হয় কোন স্তুপকে?- বরবুদুরের স্তুপকে।
  • হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী – এভারেস্ট ( বিশ্বের সর্বোচ্চ )।
  • এভারেস্টের উচ্চতা কত – ৮৮৫০ মিটার।
  • কোন পর্বত ভারতকে দুভাগে বিভক্ত করেছে— বিন্ধ্য পর্বত।
  • রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে—কলিবঙ্গানে ।
  • ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক কে—মেগাস্থিনিস
  • মেগাস্থিনিস কার দূত ছিলেন— সেলুকাসের।
  • ইন্ডিকা কার লেখা— মেগাস্থিনিস।
  • বদ্ধচরিত গ্রন্থের লেখক কে— অশ্বঘোষ
  • কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন— লর্ড ওয়েলেসলি।
  • মুদ্রারাক্ষস গ্রন্থের লেখক কে—বিশাখা দত্ত।
  • কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে—বানভট্ট।
  • হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন — হিউয়েন সাঙ ।
  • হর্ষবর্ধন কোন দক্ষিণ ভারতের রাজার কাছে পরাজিত হয়েছিলেন— দ্বিতীয় পুলকেশীর কাছে।
  • শিলাদিত্য উপাধি কে নিয়েছিলেন হর্ষবর্ধন।
  • মহামন্ন উপাধি কে নিয়েছিলেন প্রথম নরসিংহ বর্মন।
  • কলিকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন- ওয়ারেন হেস্টিংস।
  • বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন- সিরাজ উদদৌলা।
  • আর্যরা ভারতে কোথায় প্রথম বসতি স্থাপন করে --- পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চলে।
  • মৃচ্ছকটিক কার লেখা— শূদ্রকের।
  • সিরাজের প্রধান সেনাপতির নাম- মীরজাফর
  • পলাশির যুদ্ধ কবে হয়েছিল — ১৭৫৭ সালের ২৩ জুন।
  • তুজুক ই বাবর কে রচনা করেন?- বাবর
  • পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন—রবার্ট ক্লাইভ।
  • মীরজাফরের মৃত্যুর পর বাংলার নবাব কে হন – নজিম-উদ-দৌলা।
  • ছিয়াত্তরের মন্বন্তরের (১৭৭০) সময় বাংলার গভর্নর কে ছিলেন—লর্ড কার্ডিয়ার
  • পঞ্চম গুরু অর্জুন সিংকে কে হত্যা করেন— সম্রাট জাহাঙ্গীর।
  • দ্বৈত শাসন কে প্রবর্তন করেন—— রবার্ট ক্লাইভ।
  • দ্বৈত শাসন কে রদ করেন ওয়ারেন হেস্টিংস।
  • কে কলকাতা মহানগরির আধুনিক ইতিহাস এর সূচনা করেন?- জব চার্নক।
  • কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ করে নির্মিত হয়—১৭০০ খ্রিস্টাব্দে।
  • কত খ্রিস্টাব্দেফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়— ১৮০০।
  • 'অন্ধকূপ হত্যা ' কোন নবাবের দ্বারা সংঘটিত হয়েছিল — সিরাজ-উদদৌল্লা ।
  • শিখদের প্রথম ধর্ম গুরু কে ছিলেন—গুরু নানক।
  • শিখদের ধর্ম গ্রন্থের নাম কি গ্রন্থসাহেব।
  • অমৃতসর সরোবর কে খনন করেন— শিখগুরু রামদাস।
  • অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেন—গুরু অর্জুন সিং।
  • মহেনজোদারো' শব্দের অর্থ কী —মৃতের স্তূপ।
  • আর্যরা ভারতে প্রথম কোন ধাতুর ব্যাবহার চালু করে—লোহা।
  • খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন—গুরু গোবিন্দ সিংহ।
  • ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠিত সুপ্রিমকোর্টে প্রথম ফাঁসি কাকে দেওয়া হয়েছিল – মহারাজ নন্দকুমারকে।
  • মারাঠা রাজনীতির কৌটিল্য নামে পরিচিত- নানা
  • এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন—স্যার উইলিয়াম জোন্স ।
  • সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয় — ১৯২২ খ্রিস্টাব্দে।
  • সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতানগরকেন্দ্রিক।
  • হরপ্পা সভ্যতা কোন যুগের— তাম্র প্রস্তুর যুগ।
  • সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন— রাখাল দাস বন্দ্যোপাধ্যায়।
  • হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে—রাভি (ইরাবতী নদী)।
  • মহেঞ্জোদারো কোথায় অবস্থিত সিন্ধু প্রদেশের লারকানা জেলায় ।
  • গ্রন্থে ছিয়াত্তরের মন্বন্তরের মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায়—আনন্দমঠ ।
  • আর্য সভ্যতার ওপর নাম কি—বৈদিক সভ্যতা।
  • বৈদিক সভ্যতা কোন ধরণের সভ্যতা—গ্রাম কেন্দ্রিক।
  • সিন্ধু সভ্যতার দুটি প্রধান শহরের নাম লেখ—হরপ্পা ও মহেঞ্জোদারো ।
  • দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম কী— গোদাবরী ।
  • এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়—১৭৮৪ খ্রিস্টাব্দে।
  • এলোরা গুহা চিত্র কাদের আমলে তৈরি হয়েছিল?- রাষ্ট্রকূট
  • আর্যদের বিনিময়ের মাধ্যম কি ছিল—গোরু।
  • পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ কোন দেশকে বলা হয়— ভারত
Content added By
নীহারঞ্জন রায়
নীহারঞ্জন দাস
নীহারঞ্জন গুপ্ত
আশুতোষ মুখপাধ্যায়
থুসিডিয়াস
হোরো ডোটাস
এরিস্টল
টয়েনবি
  • সমাজবিজ্ঞানের জনক- ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ।
  • সমাজবিজ্ঞান- বিজ্ঞানের যে শাখা মানবাচরন ও সমাজ সম্পর্কে পঠন-পাঠন এবং গবেষণা করে তাই সমাজবিজ্ঞান।
  • সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যায়ন করে" সংজ্ঞাটি- ম্যাকাইভারের
  • সমাজবিজ্ঞান প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন- অগাস্ট কোঁৎ।
  • "sociology" শব্দটি কোন ২ টি শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ 'socius' এবং গ্রিক 'logos' শব্দ থেকে এসেছে
  • 'Socius' শব্দের অর্থ- সঙ্গী।
  • সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান" সংজ্ঞাটি- ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের।
  • 'economy and society' গ্রন্থটির রচয়িতা- ম্যাক্স ওয়েবার।
  • the republic' গ্রন্থটির রচয়িতা- গ্রিক দার্শনিক প্লেটো।
  • "The prince' গ্রন্থটির রচয়িতা- ইতালিয়ান চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি।
  • 'the spirit of laws' গ্রন্থটির রচয়িতা- ফরাসি দার্শনিক মন্টেস্কু।
  • the new science' গ্রন্থটির রচয়িতা- ইতালিয়ান দার্শনিক ভিকো
  • সমাজবিজ্ঞানের আদি জনক- মুসলিম দার্শনিক ইবনে খালদুন।
  • "sociology' শব্দটি সর্বপ্রথম কত সালে ব্যবহার করা হয়- ১৮৩৯ সালে।
  • ইবনে খালদুন সামাজিক ঘটনাবলির ব্যাখ্যা করতে গিয়ে কোন প্রত্যয়টি ব্যবহার করেন- আল-উমরান।
  • 'socius' শব্দটির অর্থ- পারস্পরিক বন্ধুত্ব বা সহযোগিতা ।
  • সমাজ উৎপত্তির সবচেয়ে প্রাচীন মতবাদ-ঐশ্বরিক মতবাদ ।
  • এমিল ডুর্খেইম কয় ধরনের সমাজের উল্লেখ করেছেন- ৪ ধরনের ।
  • সংস্কৃতি হলো- মানুষ জীবনযাপন করতে গিয়ে যা কিছু করে তাকে সংস্কৃতি বলে।
  • 'Civilization' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন- ফরাসি দার্শনিক ভলতেয়ার।
  • সভ্যতার মূল চালিকাশক্তি- সংস্কৃতি ।
  • প্রাথমিক দলের সদস্যদের মধ্যে বৈশিষ্ট্য গুলি- পারস্পরিক ঘনিষ্ঠ, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান থাকে
  • অন্তর্গোষ্টী কী- যে গোষ্ঠীতে কোনো ব্যক্তি নিজে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত থাকে তাকে অন্তগোষ্ঠী বলে ।
  • সংঘ- এটা হলো এমন একটি জনসমষ্টি যারা কিছু সাধারণ উদ্যেশ্য সাধনের জন্য একত্রিত হয় ও স্বীকৃত নিয়ম কানুন অনুসারে পরিচালিত হয় তাকে সংঘ বলা হয়।
  • সম্প্রদায়ের মৌলিক ভিত্তি- এলাকা ও সম্প্রদায়গত মানসিকতা ।
  • ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি কয়টা- ২ টি
  • প্রথা হলো- সামাজিক আচরণের অভ্যাসলব্ধ পদ্ধতিই হচ্ছে প্রথা।
  • লোকরীতি কী- লোকরীতি হচ্ছে সমাজের আদর্শ বা মানসম্মত আচরণ যা সমাজের সদস্যদের অবশ্য পালনীয় ।
  • সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয়- সমাজ কাঠামো ।
  • সমাজকাঠামোর ধারনাটি সর্বপ্রথম ব্যবহার করেন- ইংরেজ সমাজবিজ্ঞানী হাবার্ট স্পেন্সার।
  • সামাজিক গতিশীলতাকে কয়ভাগে ভাগ করা যায়- ২ ভাগে
Content added By
Promotion