শ্রীলংকা

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
  • রাষ্ট্রীয় নামঃ The Democratic Socialist Republic of Sri Lanka
  • রাজধানীঃ শ্রী জয়াবর্ধনে কোটে
  • ভাষাঃ সিংহলী, তামিল
  • মুদ্রাঃ রুপি

জেনে নিই

  • শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে ১৯৪৮ সালে ব্রিটেনের নিকট থেকে।
  • শ্রীলঙ্কার পূর্বনাম সিংহল বা সিলন। সিংহলের নাম পরিবর্তন করে শ্রীলংকা করা হয় ১৯৭২ সালে।
  • শ্রীলঙ্কা জনক ডন স্টিফেন সেনানায়েকে। স্বাধীনতা দিবস ৪ ফেব্রুয়ারী।
  • শ্রীলঙ্কা দেওলিয়া ঘোষিত হয় - ১২ এপ্রিল, ২০২২ সালে ।
  • শ্রীলঙ্কা প্রাচীন রাজধানী— অনুরাধাপুর।
  • সকল ধর্মের পবিত্র স্থান- এডামস পিক ।
  • শ্রীলঙ্কা প্রেসিডেন্টের মেয়াদ কাল ৬ বছর।
  • শ্রীলঙ্কার প্রধান সম্পদ মুক্তা।
  • শ্রীলঙ্কার রত্নাপুরকে বলা হয়- রত্নের শহর।
  • ভারত- শ্রীলঙ্কার সীমারেখা পক প্রণালী নির্ধারিত হয়- ১৯৭৪ সালে।
  • elephant pass ভূ-রাজনৈতিক গুরত্বপূর্ণ স্থান- শ্রীলঙ্কার ।
  • বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী- শ্রীমাভো বন্দনায়েকে (১৯৬০ শ্রীলঙ্কা)।
  • শ্রীলঙ্কার উত্তর- পূর্বাঞ্চলে একটি স্বাধীন আবাস ভূমির জন্য সংগ্রামে লিপ্ত ছিল LTTE
  • (LTTE - Libaration Tigers Of Tamil Eelam): তামিল টাইগারদের রাজধানী ছিল- জাফনা ।
  • শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন- সালোমন বান্দরনায়কে (১৯৫৬-১৯৫৯
  • শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে শুরু হয় ১৯৮৩ সালে। এশিয়ার সংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা।
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্টর সরকারী বাসভবনের নাম টেম্বল ট্রি।
  • মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ শ্রীলঙ্কায় অবস্থিত। ক্যান্ডি শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী।
  • শ্রীলঙ্কার বৌদ্ধদের তীর্থস্থানের নাম- অনুরাধাপুর ও ক্যান্ডি ।
  • LITE শ্রীলঙ্কায় চরমপন্থী তামিলদের একটি সংগঠন।
  • এল.টি.টি.ই প্রতিষ্টিত হয় ১৯৭৮ সালে। এল.টি.টি.ই প্রতিষ্ঠাতা- ভিলুপিল্লাই প্রভাকরণ।
  • এলটিটিই ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে মধ্যস্থতা চুক্তিতে সহায়তা করেছে- নরওয়ে।

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion