Expressions

- English - English Grammar | | NCTB BOOK
78
78

 Expressions পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু Expressions- এর ব্যাখা এখানে তুলে ধরা হলো।

 

(a) First Language : কোনো ব্যক্তির মাতৃভাষাকে বলা হয় First Language। এ ভাষা সাধারণত হয় Natural (স্বাভাবিক /প্রাকৃতিক) ও spontaneous (স্বতঃস্ফূর্ত)। তেমনিভাবে কোনো দেশে বহুল ব্যবহৃত প্রধান ভাষাকেও First Language বলা যায় ।

(b) Lingua Franca: A shared language of communication used between people whose main languages are different অর্থাৎ বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী একত্র হলে তাদের মধ্যে ভাবের আদান প্রদানের জন্য যে Common language ব্যবহৃত হয় তাকে Lingua Franca বলে ।
(c) First Aid: Simple medical treatment that is given to somebody before a doctor comes or before the person can be taken to a hospital অর্থাৎ ডাক্তার দেখানোর পূর্বে অথবা হাসপাতালে নেয়ার পূর্বে যে সামান্য চিকিৎসা দেয়া হয় তাকে First Aid বা প্রাথমিক চিকিৎসা বলা হয় ।

(d) Dilly Dally : টালবাহানা করে সময় নষ্ট করাকে Dilly Dally বলে। যেমন -The government is following dilly dally policy.

(e) Bill of fare : কোন রেস্তোরায় যেসব খাবার পাওয়া যায়, মূল্যসহ ঐ খাবারসমূহের তালিকাকে Bill of fare বলে ।

(f) Three score Score-এর সাধারণ অর্থ হচ্ছে পয়েন্ট বা সংখ্যা। কিন্তু score-এর অন্য যে অর্থ আছে তা হচ্ছে 20। সুতরাং three score অর্থ 3 x 20 = 60

 (g) Bottom line: কোনো কিছুর গুরুত্বপূর্ণ অংশ বা পয়েন্টকে bottom line বলে ।

(h) Boot Leg : Made and sold illegally অর্থাৎ কোনোকিছু অবৈধভাবে তৈরি ও বিক্রন/পাচার করাকে boot leg বলে।

(i) Optical illusion: Something that tricks your eyes and makes you think that you can see something that is not there-চোখে ভেলকি লাগিয়ে এমন কিছু দেখানো আসলে তা সেখানে নেই। একে Optical illusion বলে ।

(j) Bull Market: A period during which share prices are rising and people are buying shares— যে সময়ে শেয়ার বাজারে শেয়ারের দাম হঠাৎ বেড়ে যায় এবং মানুষ বেশি বেশি শেয়ার কিনতে থাকে সেই সময়কে Bull Market বলা হয়।

(k) Blue Chip: An investment thought to be safe and likely to make a profit. মুনাফা লাভের সম্ভাবনা আছে এমন নিরাপদ বিনিয়োগকে Blue chip বলে। 

Content added By

Read more

Promotion