Past Indefinite Tense 

অতীতের নির্দিষ্ট কোনো সময়ে কোনো কাজ সংঘটিত হয়েছিল, এরূপ বোঝাতে Past Indefinite Tense ব্যবহৃত হয়। 

Structure: S + V2 + ext.

যেমন—

He came here yesterday. 

Content added || updated By

Past Continuous Tense

অতীতে কোনো কাজ চলছিল, শেষ হয়নি— এরূপ বোঝাতে Past Continuous Tense ব্যবহৃত হয়। তেমনিভাবে অতীতের দুটি সমসাময়িক কাজ when / while দ্বারা যুক্ত হলে when/while যুক্ত অংশটি Past Continuous হয়, অপরটি হয় Past Indefinite, উল্লেখ্য, while-এর পর subject থাকলে এ নিয়ম প্রযোজ্য। (কিন্তু while-এর পর Subject না এসে সরাসরি verb এলে এর সাথে— ing যুক্ত হবে। 

Structure: S + was/were + V1 + ing + ext.

যেমন—

While walking in the garden, he broke his leg.

My uncle arrived while I was watching  TV.

Content added || updated By

 Past Perfect Tense

অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে যেটি আগে ঘটে সেটি  Past Perfect আর অন্যটি Past Indefinite হয়। সাধারণত before-এর পূর্বে এবং after-এর পরে Past Perfect Tense হয়, অন্য অংশে হয় Past Indefinite.

Structure: S + had + V3 + ext.

My friend had left before I came.

Prodip went to bed after he had learnt his lesson.

Content added || updated By
I reached the station after the train has left
I reached the station after the train has been left
I reached the station after the train left
I reached the station after the train had left

Past Perfect Continuous Tense

অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে একটির আগে অন্যটি চলছিল এরূপ বোঝাতে চলমান কাজটি Past Perfect Continuous Tense-এ হয়। অন্যটি হয় Past Indefinite Tense-এ । 

Structure: S + had been + V+ Ing+ Ext.

Hakim had been looking for a new room-mate before he finally succeeded.

Content added || updated By

আরও দেখুন...

Promotion